রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)-র ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) ও দ্বিগজ ব্যবসায়ী বীরেন এবং শেলা মার্চেন্ট এর মেয়ে রাধিকা মার্চেন্ট (Radhika Merchant) মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে গতকাল বিয়ে করেছেন। অনন্ত আম্বানি শাহরুখ খান, রণবীর সিং ও তার সকল গ্রুমসম্যানদের ২ কোটির অডেমার্স পিগুয়েট (Audemars Piguet) ঘড়ি উপহার দিয়ে চমকে দিয়েছেন।
অনেক অতিথিরাই তাদের উপহারের ভিডিও করেছেন। প্রত্যেকটি ঘড়িতে রয়েছে অডেমার্স এর উৎকৃষ্ট কৃতি। এছাড়াও রয়েছে ৪১ মিলিমিটারের ১৮ কের গোলাপি কেস, একটি নীলমণি ক্রিস্টাল বেক ও একটি স্ক্রু লক মুকুট। ম্যানুফ্যাকচার ক্যালিভারে ৫১৩৪ সেলফ বাইডিং মুভমেন্ট এ উইক ইন্ডিকেশন, দিন, তারিখ, মাস, লিপ ইয়ার, ঘণ্টা ও মিনিট এর ফিচার রয়েছে।
৪০ঘন্টার পাওয়ার রিজার্ভের সাথে এটিতে ১৮ কে (18 K)-র একটি সোনার ব্রেসলেট, একটি এপি ফোল্ডিং বাকল (AP folding buckle)একটি অতিরিক্ত নীল অ্যালিগেটর স্ট্র্যাপ (additional Aligetor Strap) ও ২০ মিটার পর্যন্ত ওয়াটার রেসিসটেন্সের ফিচারও রয়েছে।
রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া ও রঞ্জনীকান্ত একসঙ্গে “গল্লা গুডিয়া” (Galla Goodiyan)গানে পারফর্ম করেছেন।
অনন্ত ও রাধিকার বিয়ে আধুনিক গ্ল্যামার ও পারম্পারিক নিয়মকানুনের মিশ্রণ ছিল। যেটি জাহ্নবী কাপুর (Jhanvi Kapoor)- এর রতনজড়িত কার্সেট লুক এবং রাধিকা (Radhika)- এর শান্ত ও স্নিগ্ধ লুকের প্রতীক। এছাড়াও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র ধোনিকেও আনন্দের সাথে নাচতে দেখা গিয়েছে।
আরো পড়ুন : শুধু ১২০০ কোটি টাকা খরচ আম্বানির ছেলের প্রি-ওয়েডিং -এর সংগীত অনুষ্ঠান
View this post on Instagram