এক সপ্তাহ পরে গৌরি খান (Gauri Khan) ,শাহরুখ খান (Shahrukh Khan) ও আব্রাম খান (Abraam Khan) মুম্বাই (Mumbai)-তে ফিরে আসলো। তাঁরা আম্বানির ছেলের বিয়ের পরেই লন্ডন (London)- এ চলে গেছিলেন। একজন পাপারাজ্জো সোশ্যাল মিডিয়ায় এই খবরটি জানিয়েছে।
শাহরুখ খান ও গৌরি খান তাদের ছেলে আব্রাম খানকে লন্ডন থেকে গাড়ি করে নিয়ে আসেন
এক সপ্তাহ পরে গৌরি খান (Gauri Khan) ,শাহরুখ খান (Shahrukh Khan) ও আব্রাম খান (Abraam Khan) মুম্বাই (Mumbai)-তে ফিরে আসলো। তাঁরা আম্বানির ছেলের বিয়ের পরেই লন্ডন (London)- এ চলে গেছিলেন। একজন পাপারাজ্জো সোশ্যাল মিডিয়ায় এই খবরটি জানিয়েছে।
তাদেরকে মুম্বাই এয়ারপোর্টে দেখা গিয়েছে
সোশ্যাল মিডিয়ায় তাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে শাহরুখ খান আব্রামের হাত ধরে আছে ও গৌরি খান তাদের পেছনে হেঁটে আসছেন। তাদের সাথে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানিও ছিল। কিন্তু পাপারাজির জন্য কোনো পোজ না করেই গাড়িতে উঠে যান তাঁরা।
শাহরুখ, গৌরি ও আব্রাম কী পড়েছিলেন?
শাহরুখ খান কালো টি-শার্ট, ডেনিম ও জুতো পড়েছিল। এছাড়াও কমলা রঙের ব্যাগ ও চোখে সানগ্লাস ছিল। গৌরি খান পড়েছিলেন সাদা রঙের আউটফিট সাথে বেউজ জ্যাকেট, জুতো ও টুপি। অন্যদিকে আব্রাম নীল টি- শার্ট, শর্টস ও স্নিকার্স পড়েছিল। সাথে ছিল ব্যাগপ্যাক।
তাদের লন্ডন ভ্রমন :
অনন্ত আম্বানি (Ananta Ambani) ও রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)-এর বিয়ে অ্যাটেন্ড করেই তারা লন্ডনে ঘুরতে গিয়েছিলেন। তাঁরা আম্বানির রিসেপশনে অ্যাটেন্ড করেনি। বিয়েতে শাহরুখ খান অনন্ত আম্বানি ও নিতা আম্বানির সাথে নেচেছিলেন। এছাড়াও শাহরুখ বিকি কৌশল (Vicky Kaushal) ও রণবীর কাপুর (Ranbir Kapoor)-র সাথে ‘ছাইয়া ছাইয়া’ গানে নেচেছিলেন। অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) ও জয়া বচ্চন (Jaya Bacchan)-র পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছিল শারুখ খান।
শাহরুখ খানের পরবর্তী ছবি :
শাহরুখ খানের ভক্তরা তাকে সুহানা খান (Suhana Khan) ও অভিষেক বচ্চন (Avishek Bacchan)-র সাথে ছবিতে দেখতে পারবেন। এছাড়াও সুজয় ঘোষ (Sujoy Ghosh)- এর ছবি ও সালমান খানের সাথে ‘টাইগার ভার্সেস পাঠান’ (Tiger VS Pathaan) ছবিতেও তাকে দেখা যেতে পারে।