আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Telegana Factory Blast Update: তেলেঙ্গানায় ভয়াবহ ফ্যাক্টরি বিস্ফোরণে ১০ থেকে বেড়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪

Published on: July 1, 2025
Telegana Factory Blast Update

Telegana Factory Blast Update: ২০২৫-এ একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরেক অঘটন। তেলেঙ্গানায় একটি ফ্যাক্টরিতে কেমিক্যাল ট্যাঙ্কার ব্লাস্ট করে ঝলসে যান ১০ জন কর্মী। প্রাথমিকভাবে এই তথ্য দেওয়া হলেও পরবর্তীতে মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি মোট ৩৭ জনের মৃত্যুর খবর দিয়েছেন।

আহত অবস্থায় যাঁরা হাসপাতালে ভর্তি ছিলেন, তাঁদেরও বাঁচানো যায়নি। এর পাশাপাশি পুড়েছে পার্শ্ববর্তী তিনতলা একটি বাড়িও। সোমবারের এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত গোটা রাজ্য। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে প্রত্যেক মৃতের পরিবারের জন্য ১ কোটি টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। ঝলসে যাওয়া প্রতিটি মৃতদেহ শনাক্ত করতে DNA পরীক্ষার উপরই ভরসা রাখতে হচ্ছে সরকারকে।

কিন্তু কিভাবে ঘটল এই দুর্ঘটনা? সোমবার সকালে হায়দরাবাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলরাম শিল্প এলাকায় সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওষুধ কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ (এমসিসি) ড্রাইং ইউনিটে বিস্ফোরণটি ঘটে। শ্রমিকদের মধ্যে বেশিরভাগই ছিলেন পরিযায়ী। বিহার, উত্তরপ্রদেশ এবং ওড়িশার মতো রাজ্য থেকে এসেছিলেন তাঁরা।

আরও পড়ুন: বঙ্গোপসাগরের নিম্নচাপে রাজ্যে টানা বৃষ্টি, উপকূলে সতর্কতা ও মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা

বিস্ফোরণের সময় কারখানায় ১০৮ জন শ্রমিক থাকতে পারে, আপাতত ধ্বংসাবশেষ থেকে ৩৭ জনের খোঁজ মিললেও অধিকাংশই নিখোঁজ বলে মনে করা হচ্ছে। ব্লাস্টের শব্দ প্রায় ৫ কিলোমিটার দূর থেকে শোনা যায়, আগুন নেভানোর জন্য ১৫টি দমকলের ইঞ্জিন ব্যবহার করা হয় তখনই।মুখ্যমন্ত্রী রেড্ডি বলেন, ‘৪০-৪৫ বছর ধরে এই কোম্পানি কাজ করছে । তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এটি কোনও চুল্লি বিস্ফোরণ নয়। এয়ার ড্রায়ার সিস্টেমে কোনও সমস্যার কারণে বিস্ফোরণ ও আগুন লেগে থাকতে পারে।’(Telegana Factory Blast Update)

এখনো পর্যন্ত জানা গিয়েছে, কারখানাটি ওষুধের ছিল। যখন ধ্বংসাবশেষ অপসারণ করা হচ্ছিল, তখন ধ্বংসস্তূপের নীচ থেকে মৃতদেহ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। যদিও উদ্ধার কাজ এখনো জারি রয়েছে। এই ঘটনা যখনি ঘটেছে, তারপরই তেলেজ্ঞানার মূখ্যমন্ত্রী এ রেভান্হ রেড্ডি জায়গাটি পরিদর্শন করেছেন।

তেলেজ্ঞানার মূখ্যমন্ত্রী সংবাদ মহলের মাধ্যমে জানিয়েছেন,” এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের মন্ত্রীরা গতকালই পুরো ব্যবস্থাপনার সাথে যোগাযোগ করেছেন। সরকারি কর্মকর্তা এবং উদ্ধারকারী দল এক সাথে সমন্বয় ভাবে কাজ করে চলেছেন। “

খবরের উপরে আপনাদের এটাও জানিয়ে ছিলাম, মূখ্যমন্ত্রী প্রত্যেক নিহত পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন। সাথে গুরুতর আহতদের জন্য ১০ লক্ষ্ টাকা এবং সামান্য আহতদের ৫ লক্ষ্ টাকা দেওয়ার ঘোষণা করার কথা বলা হয়েছে।(Telegana Factory Blast Update)

ঘটনা ঘটনার সময় যদি পুনরাবৃত্তি করা যায় তাহলে,

গতকাল অর্থাৎ সোমবার সকাল ৮.১৫ থেকে ৯.৩৫ এর ভেতরের চুল্লির মধ্যে রাসায়নিক বিক্রিয়ার কারণ বশত এই বিস্ফোরক ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। এই ভয়াবহ বিস্ফোরণের ফলে শিল্প শেডটি চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে।

সেই চুল্লির ভেতরে যে কজন শ্রমিক ছিল, তাঁরা সেখান থেকে ছিটকে পড়ে যায়। সাথে সাথে ভয়াবহ আগুন লেগে যায়। জরুরী ব্যবস্থা নেওয়া হলেও সেটিও সে মহুর্তে সামাল দিতে পারেনি। সেদিনই মিয়াপুর প্রনাম হাসপাতালে ২১ জন রুগীকে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ তাঁরা ব্যাপক মাথায় আঘাত প্রাপ্ত হয়েছিল এবং প্রায় পুড়ে গেছিল। নিহতদের বেশির ভাগই রয়েছে ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বিহারের বাসিন্দারা।

যে ফ্যাক্টরিতে এই ঘটনাটি ঘটেছে, সেটি হলো সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তাদের উৎপাদন পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে, সাথে সাঙ্গারেড্ডি প্ল্যান্টের কার্যক্রম ৯০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন , সাথে নিহত পরিবারের জন্য অনুদানেরও ঘোষণা করা হয়েছে।

আজ অর্থাৎ মঙ্গলবার ঘটনা স্থলে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সি. দামোদর রাজা নরসিংহ, শ্রমমন্ত্রী বিবেক ভেঙ্কটস্বামী, তথ্যপ্রযুক্তি ও শিল্পমন্ত্রী ডি. শ্রীধর বাবু, রাজস্বমন্ত্রী পঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি। প্রত্যেকেই পাশে থাকার কথা জানিয়েছেন।(Telegana Factory Blast Update)

ঘটনাটি ময়না তদন্ত করার জন্য ওসমানিয়া হাসপাতাল থেকে ফরেন্সিক টিম এসেছে , তারা DNA এর নমুনাও সংগ্রহ করবে। এখনো পর্যন্ত ১৫ টি মৃতদেহের ময়না তদন্ত সর্ম্পূণ হয়েছে, যার ভেতরে ৪ জন নিহত শিশুর শনাক্ত করণ সর্ম্পূণ হয়েছে।

এই ঘটনা আগেও বিভিন্ন জায়গায় ঘটেছে। তাই বিষয়টি শিল্প নিরাপত্তার মান নিয়েও আবারো প্রশ্ন উঠেছে। তবে উদ্ধার কাজ এখনো জারি রয়েছে। তবে পরিস্থিতির দিকে চোখ রয়েছে – জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিএফ), স্থানীয় দমকল কর্মী এবং পুলিশ উদ্ধার ও অগ্নিনির্বাপণ কর্মীদের।

এরই মধ্যে অন্য উল্লেখ যোগ্য খবর হলো – সিগাচি ইন্ডাস্ট্রিজ প্ল্যান্টের শেয়ারের দাম ইতিমধ্যেই কমেছে। দেখা যাক অন্যান্য খবরে।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment