Huge Drop to Gold Rate in 2025: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) সোনা রিজার্ভে কোন অর্থ যোগ করছে না। বর্তমান যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে – তা বিভিন্ন বাজার বিশ্লেষণ দ্বারা প্রভাবিত করেছে। ৫ ই জুলাই, ২০২৫ এ কোলকাতাতে প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম ৯ হাজার ৩০৫ টাকা। যা বিগত দিন গুলোর তুলনায় – ০.২৭ শতাংশ পরিবর্তিত হচ্ছে।
গত কয়েক মাস ধরে লাগাতার ঊর্ধ্বমুখী সোনার দামের জেরে অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে ১০ গ্রাম ২৪ ক্যারেটের সোনার দাম ১ লক্ষ টাকা কেউ ছাড়িয়ে যাবে ।তবে এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। পরপর দুদিন সোনার দামে পতনের (Huge Drop to Gold Rate in 2025) ফলে স্বর্ণ বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাজ পড়লেও, সাধারণ মানুষের জন্য এ যেন স্বস্তির খবর।
কেন এই পরিবর্তন ? (Huge Drop to Gold Rate in 2025)
বিশ্ববাজারে মূল্য হ্রাস কেন্দ্রীয় ব্যাংক গুলির সিদ্ধান্ত এবং মুদ্রা নীতির পরিবর্তনের জেরে সোনার দামে এই হঠাৎ পতন বলে মনে করছেন। অর্থনীতিবিদরা এর মধ্যে বিশেষজ্ঞ ম্যাক্স লেটনের একটি পুরনো ভবিষ্যৎ বাণী নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে আসছে। তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭৫ হাজার টাকার কাছাকাছি নামতে পারে। সম্প্রতি দামের পতন দেখে অনেকেই মনে করছেন হয়তো তার সেই পূর্বাভাস ধীরে ধীরে সত্যি হতে চলেছে।
২৪ ক্যারেট সোনার দাম কত দাঁড়ালো?
আজ ৪ জুলাই ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৬০০ টাকা। এই পতনের পর দাম এসেছে ৯৮ হাজার ৮০০ টাকায়। এক গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম এখন ৯৮৮০ টাকা। গত দুদিন ধরে সোনার দামের টানা পতন লক্ষ্য করা যায়। বিশেষ করে যারা সম্প্রতিক সময়ে সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি একটি সোনালী সুযোগ।
ঠিক কত ক্যারেট সোনার দামে পতন? (Huge Drop to Gold Rate in 2025)
গয়নার জন্য ব্যবহৃত সবচেয়ে প্রচলিত সোনা হলো ২২ ক্যারেট ।এখানেও আজকের দিনে দেখা গিয়েছে দামের ঘাটতি। ১০গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ৯০ হাজার ৫০০ টাকা। প্রতি গ্রামে এই দামের পরিমাণ দাঁড়িয়েছে ৯০৫০ টাকা।
এই দামের পতনকে অনেকেই সামরিক বলেই মনে করছেন। কারণ পুজো পার্বণ এবং বিয়ের মৌসুমে সোনার চাহিদা সাধারণত বাড়ে, যার প্রভাবে আবারো বাড়তে পারে।
১৮ ক্যারেট সোনার দাম কোথায় দাঁড়ালো? (Huge Drop to Gold Rate in 2025)
অন্যদিকে ১৮ ক্যারেট সোনার দামেও দেখা গিয়েছে স্পষ্ট পতন ।১০ গ্রাম দাম কমেছে ৪৫০ টাকা। হলে ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম বর্তমান বাজার মূল্যে দাঁড়িয়েছে ৭৪ হাজার ১০০ টাকা। প্রতি গ্রাম অনুযায়ী এর দাম ৭,৪১০ টাকা। যারা অপেক্ষাকৃত কম দামে সোনা কিনতে চান তাদের জন্য ১৮ ক্যারেট সোনা হতে পারে সেরা বিকল্প।
আরও পড়ুন: ২১-২১-২১ নিয়মেই ওজন কমেছে কপিল শর্মার! কী এই ম্যাজিক ফর্মুলা?
বিশ্লেষকেরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারের নীতিগত অবস্থান, এবং ডলারের দামের ওঠা নামার সোনার মূল্যে বড় প্রভাব ফেলছে। অনেকে বলছেন যদি বর্তমান বাজার চিত্র একই রকম থাকে, তাহলে আগামী কয়েক সপ্তাহ সোনার দাম আরো কমতে পারে।
সোনার দামে এই পরপর পতন সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দিলেও ,বিনিয়োগকারীদের জন্য এটি এক চিন্তার বিষয়। তবে অনেকেই এটিকে একটি সুযোগ হিসেবে দেখছে। বিশেষ করে তারা দীর্ঘ মেয়াদী বিনিয়োগের কথা ভাবছেন, তাদের কাছে এই মুহূর্তে সোনা কেনা লাভজনক হতে পারে। ৭৫ হাজারের গণ্ডি ছোঁয়া এখন সময়ের অপেক্ষা -সত্যি হলে নতুন করে শুরু হতে পারে সোনার বাজারে আলোচনার ঢেউ।
বিগত কয়েকদিনে সোনার বেড়েই চলেছিল। এতে মাথায় হাত পড়েছিল সাধারণ মধ্যবিত্ত মানুষের। সোনা কিনে আনা মানে, ভারতীয়দের কাছে শুভকর জিনিস। তাই সোনার উপর বিশেষ ধ্যান থাকে ভারতীয়দের। বাঙালিরাও সোনাকে বিশেষ চোখে দেখে। জন্মদিন থেকে অন্নপ্রাশন সব কিছুতেই সোনার জিনিস উপহার দেওয়ার চল রয়েছে।
আপনাদের জানিয়ে রাখি, সোনার দাম আন্তর্জাতিক বাজারে উঠা নামা করা থাকে। তাই শেয়ার মার্কেট সম বলা হয়ে থাকে সোনাকে।(Huge Drop to Gold Rate in 2025)
তবে অল্প বিস্তর জেনে নিন, সোনার দাম হঠাৎ এত বাড়ার কারণ কী?
সোনার দাম বাড়ার কিছু কারণ হলো – অর্থনৈতিক অনিশ্চয়তা, প্রবল মুদ্রাস্ফীতি, বিশ্ব বাজারে চাহিদার মধ্যে ভারসাম্যতার প্রবল অভাব। আপনাদের জানিয়ে রাখি, মুদ্রাস্ফীতির কারণে সোনার মূল্য বাড়ে কিংবা কমে। তবে সাম্প্রতিক কালে সোনার দাম কমার বদলে বেড়েই চলেছিল। আরও একটি কারণ হলো, দেশের যুদ্ধ পরিস্থিতির কারণ কিংবা রাজনৈতিক কারণে সোনার দামের উপর বিশেষ প্রভাব পড়ে। এই সময় গুলো সোনার দাম বেড়ে যায়। সঞ্চয় হিসেবেও অনেকে সোনার উপর মনোযোগ দিয়ে থাকে।