এক সময়কার উঠতি নেত্রী রাজন্যা হালদার ২১ শে জুলাই মঞ্চ কাপিয়েছিলেন

কিন্ত সময়ের সাথে সেগুলো অতীত, পরে দলের বিরোধিতা মূলক কাজের জন্য তিনি সাসপেন্ডেড হয়েছিলেন। 

তবে হঠাৎ কসবার ল কলেজে ঘটনার পর রাজন্যা দাবি করেন, বছর খানেক আগে তাঁর সেমি নুড ছবি ভাইরাল করেছিল AI দিয়ে।

তারপরেই তার দলের লোকেরা তাকে কটাক্ষ করতে ছাড়েনি! অনেকের দাবি, তিনি আগে কেন বলেননি? যদিও এ প্রসঙ্গে, তিনি বলেছেন, তিনি প্রথমে দলকে জানাতে চেয়েছিলেন বিচারের আশায়।

তবে সব জল্পনার ঊর্ধ্বে অবশেষে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন TMCP এর সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদার।