আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Admission Applications Fall at Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার একাধিক বিষয়ে কমলো ভর্তির আবেদন, কারণ কী? জানুন

Published on: July 13, 2025
Admission Applications Fall at Jadavpur University

Admission Applications Fall at Jadavpur University: চলতি বছরের ১৮ই জুন থেকে শুরু হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা এবং বিজ্ঞান বিভাগে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। কলা বিভাগের মোট ১০টি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ের কোনো প্রবেশিকা পরীক্ষার নেওয়া হবে না এবং বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে একটি বিষয়ে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না বলেই জানা যায়। কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগের যে বিষয়গুলির প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না সেগুলি হলো দর্শন, সংস্কৃত, সমাজবিদ্যা এবং ভূতত্ত্ব প্রভৃতি। সম্প্রতি শেষ হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের স্নাতক স্তরে ভর্তির আবেদন গ্রহণ এর প্রক্রিয়া। জানা গেছে যে, গত বছরের তুলনায় এবছর বিজ্ঞান বিভাগে অনেক কমসংখ্যক পড়ুয়া আবেদন জানিয়েছেন। এমনকি কলা বিভাগেও পড়ুয়াদের আবেদনের হার উল্ল্যেখযোগ্য ভাবে কমেছে। পড়ুয়াদের আবেদনের হার কমে যাওয়ার নেপথ্যে উঠে আসছে একাধিক কারণ। চলুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।

বিজ্ঞান বিভাগে কমলো পড়ুয়াদের আবেদন(Admission Applications Fall at Jadavpur University)

চলতি বছর পড়ুয়াদের আবেদনের হার গত বছরের তুলনায় অনেকাংশে কমেছে। যেখানে গতবছর পদার্থবিদ্যা বিভাগে আবেদন জানিয়ে ছিলেন ১২৯৬ জন পড়ুয়া, সেখানে এই বছর আবেদন জানিয়েছেন ১১০৫ জন পড়ুয়া। রসায়নে ভর্তির জন্য আবেদন জানিয়ে ছিলেন ১২৮৬ জন পড়ুয়া, এই বছর আবেদন জানান ৯৬৫ জন পড়ুয়া। ভূবিদ্যায় আবেদন জানিয়ে ছিলেন ৭৩৯ জন, তবে এই বছর ভূবিদ্যায় আবেদন জানিয়েছেন ৬৬৮ জন। এই বছর গণিতে পড়ুয়ার আবেদনের হার প্রায় ৫০ শতাংশ কমেছে। গত বছর গণিতে আবেদন জানিয়ে ছিলেন ১৮৩৫ জন পড়ুয়া এবং চলতি বছর গণিতে আবেদন জানিয়েছেন ৯৯৮ জন।

কলা বিভাগে কমলো পড়ুয়াদের আবেদন

বিজ্ঞান বিভাগের পাশাপাশি কলা বিভাগেও কমেছে পড়ুয়াদের আবেদনের হার। গত বছর বাংলায় আবেদন জানিয়েছিলেন ৪০৬ জন পড়ুয়া, আর চলতি বছর আবেদন জানিয়েছেন ২৯০ জন পড়ুয়া। এছাড়া ইংরেজিতে গত বছর আবেদন জানিয়েছিলেন ২৪৫৬ জন পড়ুয়া, আর এই বছর আবেদন জানিয়েছেন ১৭৫৬ জন পড়ুয়া।(Admission Applications Fall at Jadavpur University)

আরও পড়ুন: একই অপরাধ দুবার শাস্তি নয়, অযোগ্যদের পাশে এসএসসি ও রাজ্য হাইকোর্টের জোর বিতর্ক

পড়ুয়াদের আবেদনের হার কমার কারণ কী?(Admission Applications Fall at Jadavpur University)

গণিত বিভাগের অধ্যাপক তথা প্রতিষ্ঠানের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন যে ‘‘গত বছর বিজ্ঞান বিভাগে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়নি। এই বছর আবার প্রবেশিকা পরীক্ষা হবে বলা হচ্ছে। বিগত কিছু বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যে, প্রবেশিকা পরীক্ষা নিলে তেমন ছাত্র-ছাত্রী ভর্তি হয় না। রাজ্যের আইআইটি কলেজগুলিতেও কম্পিউটার সায়েন্স এবং গণিত, এই দুইটি বিষয় একসঙ্গে থাকে। তবে, হঠাৎ করে দুইটি বিষয়কেকে আলাদা করে দেওয়ার জন্য এই বছরে অনেক কম পড়ুয়ার আবেদন জমা পড়েছে।”

জুটা অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠন এর সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন যে, ‘‘বার বার ভর্তিপ্রক্রিয়া পিছিয়ে যাওয়া, ওবিসি তালিকা নিয়ে জট, এই সব কারণেই মূলত এই বছর সামগ্রিক ভাবে সব বিভাগে কম পড়ুয়া আবেদন জানিয়েছেন, এছাড়াও বহু পড়ুয়া এখন তথাকথিত বিষয়গুলি নিয়ে পড়তে চান না। অন্যান্য পেশাভিত্তিক কোর্সের দিকে ঝোঁক বাড়ছে পড়ুয়াদের। এইসব কারণে পড়ুয়াদের আবেদন জানানোর হার কমেছে।'(Admission Applications Fall at Jadavpur University)

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment