আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Ankita Lokhandes Pregnancy Buzz: অন্তঃসত্ত্বা অঙ্কিতা লোখান্ডে? সন্তান পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ও স্বামী ভিকি জৈন

Published on: July 13, 2025
Ankita Lokhandes Pregnancy Buzz

Ankita Lokhandes Pregnancy Buzz: বিয়ের তিন বছর পেরিয়ে এসেও সন্তানের মুখ এখনো দেখতে পাননি অভিনেত্রী Ankita Lokhande আর তার স্বামী ভিকি জৈন। তবে সম্প্রতি আবারো শুরু হয়েছে জল্পনা অঙ্কিতা কি সত্যি মা হতে চলেছেন? বিষয়টি নিয়ে মুখ খুলেন স্বয়ং অভিনেত্রী ও তার স্বামী।

২০২১ সালে মধ্যপ্রদেশের ব্যবসায়ী ভিকি জয়েন এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী Ankita Lokhande। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বহুবার শিরোনামে এসেছে এই জুটি ।’বিগ বস ১৬’ এ স্বামী অংশগ্রহণ করেন আরো চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন অঙ্কিতা। সেই ঘর থেকেই প্রথম সন্তান নিয়ে পরিকল্পনা সূত্রপাত। কিন্তু সেই পরিকল্পনার মধ্যে যে শুধুই আনন্দ ছিল এমনটা নয় দুজনের মধ্যেও মতবিরোধ দেখা গিয়েছিল‌।(Ankita Lokhandes Pregnancy Buzz)

“আমি অন্তঃসত্ত্বা”—Laughter Safe মঞ্চে অঙ্কিতার মন্তব্যে তুঙ্গে জল্পনা

সম্প্রতি একটি জনপ্রিয় কুকিং রিয়ালিটি শো ‘Laughter Safe’ এর মঞ্চে হাজির হয়েছিলেন Ankita। সেখানেই তিনি আচমকা বলে বসেন,” আমি অন্তসত্তা”। তার এই মন্তব্যে চমকে ওঠেন ভক্তরা কেউ মনে করেন এটি মজার ছলে বলা, কেউ আবার ভাবেন এ এক বড় ঘটনার ইঙ্গিত! কিন্তু বিষয়টি পরিষ্কার না হওয়ার ধোঁয়াশায় থেকে যায়।

এই ধোঁয়াশা কাটাতে Ankita and Vicky, তাদের ব্যক্তিগত ব্লগে মুখ খোলেন। সেই ভিডিওতে দেখা যায় তারা সন্তান পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করছেন। তিনি বলেন,”অনেকদিন ধরেই এই গুজব চলছে আমরা কবে বাবা-মা হচ্ছি, এই নিয়ে সবার কৌতূহল এমনকি আমাদের পরিবারও এই একই প্রশ্ন করে যাচ্ছে।”

Ankita আরো যোগ করেন,” আমার মনে হয় এটাই এখন সবচেয়ে বেশি সোনা প্রশ্ন। সবাই শুধু জানতে চাই কবে আমাদের সন্তান আসবে! আমি এই প্রশ্ন শুনতে শুনতে সত্যি ক্লান্ত হয়ে গেছি।”

আরও পড়ুন:  ৪০ বছর বয়সে অন্তঃসত্ত্বা! বিয়ে না করেই মা হওয়ার সিদ্ধান্ত, স্ফীতোদরের ছবি প্রকাশ করলেন এই অভিনেত্রী

তবে তাদের কথাবার্তার ভঙ্গিমা ও শেয়ার করার অভিজ্ঞতা থেকে এটা স্পষ্ট যে তারা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সন্তান আসার পরিকল্পনা চলছে, এবং তা নিয়ে দুজনের মধ্যেও আলোচনা হচ্ছে।

অর্থাৎ ‘Laughter Safe‘ এর মঞ্চে Ankita মন্তব্যটির নিছক রসিকতা হলেও বাস্তবে এই দম্পতি পরিবারের নতুন সদস্য আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাদের কথাবার্তা এবং ইঙ্গিত থেকে স্পষ্ট খুব শীঘ্রই হয়ত সুখবর শুনতে পারে তাদের অনুরাগীরা।

অন্যদিকে বিয়ের পর ভিকি জৈন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছেন টেলিভিশনের পর্দায়। ‘Bigg Boss’ এর ঘরেই যেমন তাদের রসায়ন নিয়ে বিতর্ক হয়েছিল, তেমনি প্রশংসাও পেয়েছিলেন এই দম্পতি। এখন সন্তান পরিকল্পনার বিষয়টি নিয়ে তারা যতটাই ধোঁয়াশায় রাখুন না কেন, তাদের জীবনের এই নতুন অধ্যায়ের অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন ভক্তরা।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment