Sahana Chakraborty
সাহানা চক্রবর্তী শিলিগুড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্ট ২০১৭ সালে জিওগ্রাফি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করি জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ থেকে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন নিয়ে মাস্টার ডিগ্রি পাশ করে “ফার্স্ট ইন ফার্স্ট ক্লাস” অর্জন করি। বিগত পাঁচ বছর ধরে উত্তরবঙ্গের জনপ্রিয় নিউজপেপারের সঙ্গে যুক্ত। এর পাশাপাশি ভালোবাসি খাবার নিয়ে লিখতে, রিসার্চ করতে। খবরে ভীষণ আগ্রহী। সফ্ট কপি লেখার উপর বিশেষ ঝোঁক রয়েছে। ইউনিভার্সিটিতে থাকাকালীন বহু অনুষ্ঠান হোস্টও করেছি, সেই থেকে পথচলা শুরু। লেখালেখি, খবর ঘাঁটাই আমার কাজ। বাকি সময়টুকু কাটাই পরিবারের সঙ্গে। উত্তরবঙ্গে থাকার সুবাদে ঘোরাফেরাও হয় বেশ।