আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Battle Of Galwan, Salman Khan: গালওয়ান যুদ্ধ কাহিনী নিয়ে সালমান খান! রক্তাক্ত টিজারে ভাইজান ঝড় তুললেন নেটমাধ্যমে

Published on: July 6, 2025
Battle Of Galwan, Salman Khan

Battle Of Galwan, Salman Khan: কাঁটাতার জড়ানো রয়েছে হাতিয়ার ! এ যেন এক রক্তারক্তি কান্ড। গতকাল শুক্রবার এরকম সন্ধ্যায় খবর নিজেই দিলেন বলিউড সুপারস্টার সালমান খান (Battle Of Galwan, Salman Khan). বলিউড জগতে সালমান খান নিজের এক জায়গা করে নিয়েছেন। সাথে দর্শকদের মনে। তাঁর এরকম অবস্থা শুনে ভক্তদের চিন্তায় ফেলে দিয়েছে।

তবে অভিনেতা সালমান খান নিজেই সেটা স্পষ্ট করে দিয়েছেন – এটা হলো গালওয়ান ভ্যালির ভারত – চিন সংঘাতের পরিপ্রেক্ষিতে বানানো হয়েছে (Battle Of Galwan, Salman Khan). যে মুভি খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে। সে খবর পেয়ে অভিনেতা সালমান খানের (Salman Khan) ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলে ছবি নিয়ে যথেষ্ট উল্লাস প্রকাশ করেছেন। আসুন এই ছবির বিষয়ে আরো জেনে নেওয়া যাক।

গতকাল ছবি নিয়ে কী বলেছেন অভিনেতা সালমান খান? (Battle Of Galwan, Salman Khan)

বলিউড সুপারস্টার সলমান খানকে কখনো জ্যোতিষ বিজ্ঞানী কখনো পুলিশ অফিসার বা গ্যাংস্টারের চরিত্রে দেখা গেছে। কিন্তু এবার তিনি পর্দায় হাজির হচ্ছেন এক সাহসী ভারতীয় সেনা জওয়ানের ভূমিকায় ।শুক্রবার সন্ধ্যায় মুক্তি পেল তার আগামীর ছবি’Battle of Galwan’ এর টিজার পোস্টার, যেখানে তাকে দেখা গেল একেবারে রক্তাক্ত ও বিধ্বস্ত চেহারায়, যুদ্ধের ময়দানে প্রতিশোধের আগুন চোখে তিনি দাঁড়িয়ে।

পোস্টারে তার কাঁধে রয়েছে কাঁটাতার মোড়া হাতিয়ার, কপাল থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। এমন এক লোকে বহুদিন পর ভাইজানকে দেখে চমকে উঠেছেন অনুরাগীরা ।কেউ বলছেন এই রূপ যেন ‘দাবাং’ এর চেয়েও বেশি ভয়ংকর ও বাস্তববাদী অবতারে দেখা যাচ্ছে তাকে ।এই চরিত্রের সালমান খান যেন এক সাহসী, ও কঠিন পরিস্থিতিতে অটল থাকা যোদ্ধা ছায়া হয়ে উঠেছেন ।

বাস্তব ঘটনার ছায়ায় সিনেমা (Battle Of Galwan, Salman Khan)

২০২০ সালের ১৫ই জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনার মধ্যে রক্ত ক্ষয়ী সংঘর্ষ হয়। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ তোলে। লোহার রড ও কাঁটাতার মোরা অস্ত্র নিয়ে ঘটে ঘন্টাখানেকের ভয়ংকর হাতাহাতি। ফলে কুড়ি জন ভারতীয় জন শহীদ হন। ১৯৭৫ সালের পর এই প্রথমবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রাণহানি এমন ঘটনা ঘটে ।যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও পরে কয়েক দফা আলোচনার মাধ্যমে উত্তেজনা নিয়ন্ত্রণে আসে।

এই ঐতিহাসিক সংঘাতের পটভূমিতে তৈরি হচ্ছে ‘Battle of Galwan’সিনেমা ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। যিনি আগে’Shootout at lokhandwala’ দিয়ে নিজের পরিচালনার দক্ষতা প্রমাণ করেছেন। পরিচালক জানিয়েছেন তিনি এই ছবির মাধ্যমে গাল ওয়ানের জওয়ানদের সাহসিকতা এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবচিত্র তুলে ধরতে চান।

সলমানের নতুন চ্যালেঞ্জ (Battle Of Galwan, Salman Khan)

এই ছবিতে ভারতীয় সেনার একজন অফিসারের ভূমিকায় অভিনয় করছেন সলমান খান। পরিচালকের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে বা বিস্তার আলোচনার পর তিনি সম্মতি দেন। জানা গিয়েছে, India’ s most fearless 3’বইয়ের স্বত্ব কিনে তারই নির্যাস নিয়ে তৈরি হচ্ছে এই ছবির চিত্রনাট্য। সেই বইয়ের সাহসী সত্য ঘটনা গুলি সালমানের মন ছুঁয়ে গিয়েছিল বলেই তিনি এই সিনেমাটির সঙ্গে যুক্ত হতে রাজি হন।

যারা গিয়েছে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে শুরু হবে এই ছবির শুটিং। বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ চলছে জোর কদমে। জর্ডি প্যাটেল ও অপূর্ব লাখিয়া মিলে এই প্রজেক্টটি বাস্তবায়নে পরিকল্পনা করছেন।

আরও পড়ুন: Oppo Reno 14 আজ লঞ্চ! নজরকাড়া ডিজাইন ও দারুন ফিচারে বাজারে নতুন হিরো

‘Battle of Galwan ‘এ টিজার প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। ভক্তদের একাংশ মনে করছেন, এই ছবি বলিউডে ৫০০ কোটির ব্যবসা করতে পারে। বিশেষ করে দেশ ভক্তির আবহ, বাস্তব ঘটনা ভিত্তিক চিত্রনাট্য এবং সালমান খানের শক্তিশালী উপস্থিতি মিলে ছবিটি হতে পারে একটি মেগাহিট।

সালমানের শেষ ছবি ‘সিকান্দার’ দর্শকের মধ্যে আগ্রহ জানালেও বক্স অফিসের সফল হয়নি ।সেই কারণে এবার যেন ঘুরে দাঁড়াতে মরিয়া ভাইজান। Battle of Galwan এর মাধ্যমে তিনি নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায়ের শুরু করতে চাইছেন বলে মনে করছেন বলি মহলের একাংশ।

সলমান খান নিজেই জানিয়েছেন, বাস্তব কাহিনীর ওপর ভিত্তি করে সেনা অফিসারের চরিত্রে অভিনয় করা তার কাছে গর্বের ব্যাপার। ভারতীয় সেনার আত্ম বলিদান ও সাহসিকতাকে শ্রদ্ধা জানাতে এই ছবিতে তিনি কাজ করতে চলেছেন।

এবার দর্শকদের অপেক্ষা কবে বড় পর্দায় ধরা দেবেন । যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকা সেই রক্তাক্ত যোদ্ধা ভাইজান।

তাহলে কী ছবিটি দেখতে যাচ্ছেন তো? বাস্তব সম্মত ছবিটি মানুষের মনে কী ছাপ ফেলতে চলেছে আগামী দিনের সেটাই দেখার!

আজকের মতন বিনোদনের খবর এই টুকুই। ভালো থাকবেন। অন্যান্য খবরের দিকে চোখ রাখতে ফলো করুন আমাদের ওয়েবসাইটটি। আজকের মতন বিদায় সকলকে। ধন্যবাদ।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment