আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Bigg Boss Malayalam Season 7: মহারাজা ভাবে প্রত্যাবর্তন করছেন মোহনলাল কবেও কোথায় দেখবেন জেনে নিন বিস্তারিত

Published on: August 7, 2025
Bigg Boss Malayalam season 7

দর্শকদের জন্য সুখবর! Bigg Boss Malayalam season 7 নিয়ে মোহনলাল আবারও ফিরছেন ছোট পর্দায়। বহু প্রতীক্ষিত এই রিয়ালিটি শো এর সপ্তম মৌসুমটি শুরু হতে চলেছে ৩ আগস্ট রবিবার সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবেAsianet চ্যানেলে। এবংjiohotstar অনলাইনে স্ট্রিমিং হবে ।

এটি হবে Bigg Boss Malayalam এর সপ্তম সিজন যা টানা সপ্তমবারের মতো উপস্থাপনা করবেন সুপারস্টার মোহনলাল ।নিজের অনবদ্ধ সঞ্চালনা, আবেগময় উপস্থাপনা ও দৃঢ় ব্যক্তিত্বের কারণে বিগ বস এর সংস্করণে মোহনলালের উপস্থিতি দর্শকদের জন্য সব সময় আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে।

কখন ও কোথায় দেখবেন Bigg Boss Malayalam season 7?

গ্রান্ড প্রিমিয়ার শুরু হবে ৩ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে Asianet। এরপর প্রতিদিন রাত সাড়ে নটায় প্রচারিত হবে রেগুলার এপিসোড। বিশেষ উইকেন্ড এপিসোড প্রচারিত হবে শনি ও রবিবার রাত ন’টায়, যেখানে মোহনলাল ব্যক্তিগতভাবে অংশগ্রহণকারীদের সঙ্গে কথাবার্তা বলবে এবং উইকএন্ড টাস্ক বা ইভিকশনের মতো গুরুত্বপূর্ণ ঘোষণা হবে।

অনলাইনে যারা দেখতে চান, তারা jioHotstar এ সাবস্ক্রাইব করে পুরো শো উপভোগ করতে পারবেন। সেখানে 24×7 লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থাও থাকবে, যেখানে দর্শকরা রিয়েল টাইমে দেখতে পারবেন ঘরের প্রতিটি মুহূর্ত।

আরও পড়ুন: শাহরুখ খানের চোট ও ‘King’ সিনেমা নিয়ে গুজব কি বলছে সূত্র?

মোহনলাল এর গ্র্যান্ড কামব্যাক

গত ২১ মে মোহনলালের জন্মদিনে নতুন মৌসুমের লোগো উন্মোচন করা হয়। যা অভিনেতার সঙ্গে বিগ বসের দীর্ঘ সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানায়। মোহনলাল তার স্বভাবসুলভ দৃঢ়তা ও মানবিকতা দিয়ে এই শো এর আত্মাকে জীবন্ত করে তোলেন।

উল্লেখ্য হিন্দির সংস্করণ টি পরিচালনা করেন বলিউডের সুপারস্টার সালমান খান।

সম্ভাব্য অংশগ্রহণকারীরা হলেন:

  • Renu Sudhi-প্রয়াতশিল্পী kollam sudhi এর স্ত্রী ও মডেল
  • Appani sarath-চলচ্চিত্র অভিনেতা
  • Binny Sebastian -চিকিৎসক ও টিভি অভিনেত্রী
  • Oneal sabu-ফুড ব্লগার ও কালচারাল স্টোরি টেলার
  • Akber Khan-গায়ক ও এর মেন্টর
  • Sharika-Hot seat আ্যঙ্কার
  • Kalabhavan sariga,shatiya santhosh -অভিনেত্রী
  • Aryan kathuria-মডেল ও অভিনেতা
  • Shanavas- সিনেমার অভিনেতা
  • Niveen-কোরিওগ্রাফার
  • Anumol,bincy,sithya Santhosh -টিভি অভিনেত্রী ও আরজে
  • Deepak Mohan-স্ট্যান্ড আপ কমেডিয়ান
  • Aadilaএবং Noora-লেসবিয়ান কাপল
  • Munsi Ranjith-জনপ্রিয় কমেডি অভিনেতা
  • Aneesh-এবারের মৌসুমের ‘কমন ম্যান’ প্রতিনিধি

কি থাকবে এই সিজনে?

এবারের মৌসুমে দর্শকরা পাবে নতুন মুখ নতুন নতুন গল্প টানটান উত্তেজনা ও আকর্ষণীয় টাস্ক। ২৪ ঘন্টা jio Hotstar লাইভ স্ট্রিমিং থাকায় দর্শকরা এবার অনেক বেশি involved থাকতে পারবেন শো এর সঙ্গে।

তাই আর দেরি না করে ৩ আগস্ট সন্ধ্যা ৭ তাই বসে পড়ুন টিভি বা মোবাইল স্ক্রিনের সামনে এবং উপভোগ করুনBig boss Malayalam season 7 শুধুমাত্র Asianet, jioHotstar এ।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment