আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Finally Tesla Debut in India: দেশে নতুন রূপে আত্মপ্রকাশ টেসলা মডেল! জানুন দাম এবং ফিচার্ড

Published on: July 16, 2025
Finally Tesla Debut in India

Finally Tesla Debut in India: টেসলা (Tesla) অবশেষে ভারতের বাজারে তাদের বহুল প্রতীক্ষিত Tesla Model y নিয়ে এসেছে। মঙ্গলবার টেসলার ওয়েবসাইট প্রকাশিত তালিকা অনুযায়ী, গাড়িটির বেসিক রিয়ার হুইল ড্রাইভ সংরক্ষণের দাম ধার্য হয়েছে ৬০ লক্ষ টাকা ,আর লং রেঞ্জের রিয়ার হুইল ড্রাইভের দাম ৬৮ লক্ষ। এটাই বর্তমানে tesla model y price in India এবং বিশ্বের অন্য দেশের মডেল y মূল্য তুলনায় উল্লেখযোগ্য ভাবে বেশি। যুক্তরাষ্ট্রের গাড়িটি শুরু হয় ৪৪, ৯৯০ ডলার, চিনে ২,৬৩,৫০০ ইউয়ান, এবং জার্মানিতে ৪৫,৯৭০ ইউরো থেকে।

ভারতে এত দাম তফাতের মূল কারণ ৭০ থেকে ১১০ শতাংশ আমদানি শুল্ক, যা এলেন মাস্ক বহু বছর ধরে সমালোচনা করে আসছেন ।২০২১ এর মাস্ক বলেছিলেন ভারতের শুল্ক “বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি” এবং Tesla India প্রথমে চাহিদা যাচাই করে পরের স্থানীয় কারখানার বিষয়ে ভাববে।

দীর্ঘ দশক জল্পনার পর অবশেষে Tesla India launch ঘটে গেল। সংস্থার প্রথম শোরুম tesla showroom mumbai উঠেছে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে প্রায় ৪০০০ফুট জায়গা জুড়ে। এখানে চীনে তৈরি India model y tesla ক্রসওভার গাড়িগুলি প্রদর্শিত হবে। চলতি মাসের শেষে দিল্লিতে দ্বিতীয় শোরুম খোলার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে স্থানীয় নিয়োগ বৃদ্ধি ও গুদাম ব্যবস্থার জন্য জায়গা বুক করেছে tesla in India দলটি।

আরও পড়ুন: ৪৮ এমপি ক্যামেরা এবং ৮ জিবি র‍্যাম সহ এবার ৮৯,৯০০ টাকায় পেয়ে যান Apple iPhone 16 Plus

সে সত্ত্বেও, সংস্থা ভারতে কারখানা তৈরিতে এখনো অঙ্গীকার করেনি। পরিচিত বাজারে চাহিদা কমে যাওয়ায় ও বৈশ্বিক বিক্রি পড়ে যাওয়ার আশঙ্কা টেসলার নতুন বাজার খুঁজছে। বিশ্লেষক জয় কালের মন্তব্য করেন,”এটা আপাতত বিক্রির দিক থেকে ছোট পদক্ষেপ ,কিন্তু ব্র্যান্ড গড়ে তুলতে বড় ভূমিকা নেবে “।ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার। বৈদ্যুতিক Car বিক্রির ৫% নিচে, সেখানে উচ্চমূল্যের Tesla Car প্রথম দিকে সীমিত ক্রেতাই পাবে।

২০২৫ এর প্রথম প্রান্তিকে দেশলার নিক মুনাফার মার্জিন কমে ১৬.৩% নেমেছে গত বছর একই সময়ে ১৭.৪%। রাজস্ব ও বাজার অনুমান ২১.১১ বিলিয়ন ডলারের বদলে ১৯.৩৪ বিলিয়ন ডলারের ঠেকেছে। চিনে BYD এর মত প্রতিদ্বন্দ্বী সংস্থা গুলির আগ্রাসী দামী সুসজ্জিত ইভি আনাই টেসলার বাজার শেয়ার কমে ৭.৬% নেমে এসেছে। যেখানে ২০২০ তে তা ছিল ১৫%।

এই পটভূমিতে tesla India এখন সম্ভাবনা দেখছে। কেন্দ্রীয় সরকারেরPLI ও বিভিন্ন রাজ্যের ভর্তুকি নীতিতে উচ্চমূল্যের ইভি খাতে প্রতিযোগিতা তুলনামূলক কম।Tesla Car গুলির অবস্থান ও মূলত বিলাসবহুল সেগমেন্টেই এখানকার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ত BMW, Mercedes- Benz, টাটা বা মাহিন্দ্রার মতো স্বল্পমূল্যের ইভি নির্মাতা নয়।

তবে ৬০ লাখ এর বেশি দামে model y সাধারণ ভারতীয় ক্রেতার নাগালের বাইরে থেকে যাচ্ছে, যদিও এটি বৈশ্বিক বাজারে সর্বাধিক বিক্রি হওয়া ইভি (EV car) tesla y model price in India এমন উচ্চ হলেও ব্র্যান্ড ইমেজ ও প্রযুক্তি ও চাজিং নেটওয়ার্কের আকর্ষণে একটি প্রিমিয়াম বাজার তৈরি হতে পারে। যা পরবর্তী সময় স্থানীয় উৎপাদনের পথ সুগম করবে বলে সংশ্লিষ্ট মহলের মত।

এদিকে যুক্তরাষ্ট্র ভারত সম্ভাব্য বাণিজ্য চুক্তিতে গাড়ি শুল্ক কমানোর আলোচনা চলছে, যা more সুবিধা এনে দিতে পারে। Elon Musk বহু বছর ধরে এই এই ট্যারিফ কমানোর দাবি করে আসছেন। যদিও তার সাম্প্রতিক রাজনৈতিক টানা পড়েন এই আলোচনায় কি প্রভাব ফেলবে তা এখনো স্পষ্ট নয়।

সমগ্র পরিস্থিতি বিচার করলে স্পষ্ট Tesla India launch এই মুহূর্তে বিক্রির ব্যাপারে বিশাল কিছু না হলেও, ভারতীয় গাড়ি শিল্পে একটি গুরুত্বপূর্ণ সাংকেতিক পদক্ষেপ। ভারতীয় ক্রেতাদের হাতে প্রথমবারের মতো Tesla model y পৌঁছানোর মধ্য দিয়ে টেসলা ভবিষ্যতের দেশে কারখানা স্থাপন, মূল্য কমানো ও আরও Car মডেল আনার পথে প্রস্তুতি সেরে রাখছে যা শেষ পর্যন্ত ভারতের দ্রুত বাড়তে থাকা EV বাজারে বৃহত্তম অংশীদারি নিশ্চিত করতে পারে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment