আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Global Language Ranking 2025: ২০২৫-এ বিশ্বের শীর্ষ ১০ ভাষা: বাংলা ভাষার অবাক করা স্থান

Published on: June 30, 2025
Global Language Ranking 2025

Global Language Ranking 2025: বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ নানান ভাষায় প্রতিদিন কথা বলেন। প্রত্যেকটি অঞ্চলে নিজস্ব ভাষা ও উপভাষা রয়েছে। যা সেই এলাকার সংস্কৃতি ইতিহাস এবং পরিচয় এর গুরুত্বপূর্ণ বাহক ।শুধু ভারতের শতাধিক ভাষা ও হাজারের বেশি উপভাষা রয়েছে। তবে প্রশ্ন হল পৃথিবীতে এমন কোন ভাষা রয়েছে যেগুলোতে সবচেয়ে বেশি মানুষ কথা বলেন? ২০২৫ সালের সাম্প্রতিক তথ্যা অনুযায়ী সেই তালিকায় রয়েছে ইংরেজি ,চাইনিজ, হিন্দির মত শক্তিশালী ভাষা এবং গর্বের বিষয় হল বাংলা ভাষাও এই তালিকায় সপ্তম স্থানের জায়গা করে নিয়েছে।

বিশ্বের সবচেয়ে বেশি কথ্য ভাষার তালিকায় প্রথম স্থানে রয়েছে ইংরেজি ভাষা এই ভাষাটি বর্তমানে আন্তর্জাতিক যোগাযোগ ,ব্যবসায়, প্রযুক্তি, শিক্ষা ও বিনোদনের প্রধান মাধ্যম। বিশ্বে আনুমানিক ১৫০ কোটি মানুষ ইংরেজি ভাষায় কথা বলে ।যার মধ্যে একটি বড় অংশের জন্য এটি মাতৃভাষা না হলেও দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহৃত হয়।

আরও পড়ুন: উইকএন্ডে কলকাতার পাশে সেরা অফবিট গন্তব্য, ট্রেন বা গাড়িতে কীভাবে যাবেন, কী দেখবেন, কোথায় খাবেন

দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান্ডেরিন চাইনিজ বা মান্দারিন ভাষা ।এটি চিনের প্রধান ভাষা। এবং বিশ্বের অন্যতম প্রাচীন। ভাষাগুলির একটি বর্তমানে প্রায় ১১০ কোটি মানুষ এই ভাষায় কথা বলেন। বিশাল জনসংখ্যার কারণে চিনেএই ভাষাটির বিস্তার এত বেশি।

তৃতীয় স্থানে রয়েছে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা হিন্দি। প্রায় ৬০ কোটি মানুষ এই ভাষায় কথা বলেন। হিন্দি শুধু ভারতের উত্তর ও মধ্যাঞ্চলের সীমাবদ্ধ নয়, বিশ্বের নানান প্রান্তে বিশেষ করে প্রবাসী ভারতীয়দের মধ্যে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এরপর চতুর্থ স্থানে রয়েছে স্প্যানিশ ভাষা। স্পেন ছাড়াও ল্যাটিন আমেরিকার বহু দেশে এই ভাষা কথ্য। প্রায় ৫৫ কোটি মানুষ স্প্যানিশ কথা বলেন। পঞ্চম স্থানে রয়েছে মর্ডান স্ট্যান্ডার্ড আরবি যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং মুসলিম দেশের ধর্মীয় ভাষা হিসেবে গুরুত্বপূর্ণ ৪৫ কোটি মানুষ এই ভাষায় ব্যবহার করেন।

ষষ্ঠ স্থানে রয়েছে ফরাসি ভাষা, যা শুধু ফ্রান্স নয় আফ্রিকার অনেক দেশে এবং কানাডার কিছু অংশ অত্যন্ত জনপ্রিয় প্রায় ৩২ কোটি মানুষের সঙ্গে এটি যুক্ত।

এরপরই গর্বের সঙ্গে আসে বাংলা ভাষা। তালিকার সপ্তম স্থানে। সারা বিশ্বে আনুমানিক ২৯ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন ।এই ভাষার প্রধান কেন্দ্র হল বাংলাদেশ যেখানে এটি রাষ্ট্রভাষা। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ,আসামের কিছু অঞ্চল ও বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাঙ্গালীদের মধ্যে বাংলা একটি প্রিয় ভাষা ।

বাংলার এমন অবস্থান নিঃসন্দেহে প্রতিটি বাংলা ভাষায় মানুষের জন্য অসাধারণ গর্বের বিষয়। বাংলা একাধারে সাহিত্য, সংস্কৃতি ,ঐতিহ্যের ভাষা যার রয়েছে সমৃদ্ধ ইতিহাস এবং বিশ্বখ্যাত কবি লেখক ও শিল্পীদের অবদান।

বাংলার পরে অষ্টম স্থানে রয়েছে পর্তুগিজ ভাষা ,যেটি ব্রাজিল পর্তুগাল এবং আফ্রিকার কিছু দেশে প্রচলিত। নবম স্থানে রয়েছে রাশিয়ান ভাষা, যার রাশিয়ার ছাড়াও পূর্ব ইউরোপের নানান দেশের ব্যবহৃত হয়। ইন্দোনেশিয়ান ভাষা, ইন্দোনেশিয়ার প্রধান ভাষা হিসেবে ব্যবহৃত।

এই তালিকায় আমাদের বোঝায়, বিশ্বের ভাষাভিত্তিক বৈচিত্র কতটা বিস্তৃত এবং প্রতিটি ভাষার নিজস্ব এক শক্তিশালী অবস্থান রয়েছে ।বাংলা ভাষার সপ্তম স্থান অর্জন নিঃসন্দেহে আমাদের ভাষা, সংস্কৃতি এবং পরিচয়ের গৌরব বহন করে।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment