আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Indian Forest Department Vacancy 2025: ভারতীয় বন বিভাগে কর্মী নিয়োগ, শূন্যপদ ১৫০ টি

Published on: January 29, 2025
Indian Forest Department Vacancy 2025

Indian Forest Department Vacancy 2025: নতুন বছরে সবারই চাকরীর প্রত্যাশা থাকে। যারা চাকরী খুঁজছেন (Job Searching) তাঁদের জন্য ভালো খবর আসতে চলেছে। অবশেষে অনেকের অবসান ঘটতে চলেছে টেনশনের।

সম্প্রতি প্রকাশিত হয়েছে চাকরীর বিজ্ঞপ্তি বনও দপ্তরের তরফ থেকে। পশ্চিমবঙ্গ রাজ্যের সব কটি জেলা থেকে আবেদন নেওয়া হবে। পুরুষ নারী উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করার পুরো প্রক্রিয়া জানানো হয়েছে বনও দপ্তরের (Forest Department) তরফ থেকে। আবেদন করার সমন্ধে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করবো প্রতিবেদনে। তাই মন দিয়ে লক্ষ্ রাখবেন আজকের চাকরির আপডেটটি (Job Update). তাহলে এতদিন যারা, চাকরীর জন্য মুখ লুকিয়ে বসে আছেন, তাঁদের জন্য বেশ ভালো খবর এসেছে। চলুন শুরু করা যাক।

নমস্কার, সবার প্রথমে সবাইকে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদও সাথে। নতুন নতুন চাকরীর আপডেট দেওয়ার চেষ্টা করা হয় ওয়েবসাইটে। আপডেটটি সবসময় পুরোটা পড়ার চেষ্টা করবেন। তাছাড়াও আবেদন করার সময় বিজ্ঞপ্তি ভালো করে লক্ষ্য রাখবেন। আবেদনের তারিখ অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। কোন বিষয়ে সমস্যা থাকলে ওয়েবসাইটে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। চলুন আজকের প্রতিবেদনে ফেরা যাক।

আবেদন করার জন্য অফলাইনে কিছু করার প্রয়োজন নেই, অনলাইনে সমস্ত প্রক্রিয়া সর্ম্পূণ হবে। অনেকের চিন্তা থাকে, ফর্ম ঠিকানায় ঠিকমত পৌঁছালো কিনা ইত্যাদি। তাঁদের জন্য জানাই,অনলাইন প্রক্রিয়ায় আপনার এই জবের আবেদন প্রক্রিয়া সর্ম্পূণ হবে। তাই চিন্তা করার কোন রূপ প্রয়োজন নেই। বিজ্ঞপ্তি ভালো করে ফলো রাখুন। প্রতিবেদনে সব তথ্য তুলে ধরার চেষ্টা করবো।

বনও দপ্তর থেকে যে পদের নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা হলো Indian Forest Serviceman.
আবেদন করার শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি এর মধ্যে। শূন্যপদ কম করে হলেও ১৫০ টি মতন পাবেন। তাই দেরি না করে আজই আবেদন করে ফেলুন। এবার আবেদন প্রক্রিয়া জেনে নিন।

সংস্থার নামIndian Forest Department Vacancy 2025
পদের নামIndian Forest Serviceman
আবেদন জানানোর শেষদিন11/02/2025
অফিসিয়াল ওয়েবসাইটhttps://upsc.gov.in/
অফিসিয়াল NoticeDownload PDF
Join Telegram ChannelJoin Now
Join Whatsapp ChannelJoin Now
Indian Forest Department Vacancy 2025

আরও আপডেটঃ জাতীয় সড়ক দপ্তরে কর্মী নিয়োগ, বেতন শুরু ৫৬,১০০ টাকা থেকে

আবেদন করার পদ্ধতি :

Indian Forest Department এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। এরজন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে ওয়েবসাইটে। তারপর ফর্ম নির্বাচন করতে হবে। Indian Forest Department Vacancy 2025 এর ফর্মটি ফিলাপ করতে হবে আপনাকে। ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় নথিপত্র দিয়ে সাবমিট করুন ওয়েসাইটে। অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আরো স্পষ্ট ভাবে সব কিছু উল্লেখ আছে।

প্রয়োজনীয় নথিপত্র :

Birth Certificate Xerox, Aadhar Card – Pan Card – Voter Card, Education @ Qualification Certificate, Password Size Photo etc.

নিয়োগ প্রক্রিয়া কিভাবে সর্ম্পূণ হবে?

প্রথমেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্যান্ডিডেটকে। এরপর শেষ পরীক্ষা হলো ইন্টার্ভিউ। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার চাকরী পাক্কা।

তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment