Joota Churai : রনবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhat) ২০২২ সালে ব্যক্তিগতভাবে বিয়ে করেছিলেন। সম্প্রতি রনবীর কাপুর তাদের বিয়ের গল্প করেছেন। যেখানে তিনি জানিয়েছেন আলিয়ার গার্ল গ্যাংকে জুতা চুড়াইয়ের অনুষ্ঠানে কত টাকা দিয়েছিলেন। রনবীর দ্যা গ্রেট ইন্ডিয়ান কপিল শো তে তাঁর মা নিটি কাপুর ও ঋদ্ধিমা কাপুরের সাথে যখন গিয়েছিলেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কত কোটি টাকা দিয়েছিলেন? এর উত্তরে তিনি বলেছিলেন তিনি কয়েক হাজার টাকা দিয়েছিলেন।
Joota Churai: রণবীরকে নিয়ে কী বললেন তাঁর মা নিতু কাপুর?
তারপর নিতু কাপুর (Nitu Kapooe) বলেছিলেন ঋষি কাপুর (Rishi Kapoor) তাদের সন্তানদের মূলবোধ শিখিয়েছিলেন। এরজন্যই তাদের দুই সন্তানই খুব শান্ত ও ধীরস্থির। কখনো কারোর সাথে উঁচু গলায় কথা বলেনি। এছাড়াও তাঁরা টাকার মূল্য ও বড়দের সম্মান দিতে জানে। কারণ ঋষি কাপুর এই ব্যাপারে খুব কঠিন ছিলেন। এই শিক্ষাগুলো এখন রাহাও শিখছে।
নিতু কাপুর এটিও বলেছেন যখন তাঁরা পড়াশুনো করতে তখন তাদের ঋষি কাপুর পকেট মানি দিতেন। কিছু এক্সট্রা কিনতে হলে তাদের জিজ্ঞেস করতে হতো না। নিতু কাপুরই কিনে দিতেন।(Joota Churai)
পরবর্তী কোন ছবিতে দেখা যাবে রণবীরকে?
রণবীরকে কিছুদিন আগেই সন্দীপ রেড্ডি ভাঙা (Sandip Reddy Vanga)-র এনিমেল ছবিতে দেখা গিয়েছিল। এরপর তাকে সঞ্জয়লীলা বনশালী (Sanjay Leela Bansali)-র লাভ এন্ড ওয়ার ছবিতে দেখা যাবে। যেখানে আলিয়া ভাট এবং ভিকি কৌশলও থাকছেন।(Joota Churai)
আরো পড়ুন : লাখ টাকার গয়না পড়ে বিয়ে করেছেন অভিনেত্রী সোহিনী সরকার