আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Kolkata Businessman Makes History: ইতিহাস গড়লেন কলকাতার ছেলে! কিনে ফেললেন ইটালিয়ান সংস্থা, হতবাক গোটা বিশ্ব

Published on: July 10, 2025
Kolkata Businessman Makes History

Kolkata Businessman Makes History: কলকাতার এক ব্যবসায়ী কিনে ফেললেন একটি প্রাচীন ইটালিয়ান সংস্থা। কলকাতাবাসীর হাতেই আজকের টায়ার প্রস্তুতকারক সংস্থা সিয়েট (CEAT) এর মোড় ঘোরানো অধ্যায় শুরু হয়। এর পেছনে রয়েছে এক অনন্য ঐতিহাসিক যাত্রা। ইটালির তুরিন শহরে ভার্জিনিও ব্রুনি টেডেসি নামে একজন উদ্যোগপতি ১৯২৪ সালে, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী অস্থির সময়ে প্রতিষ্ঠা করেন একটি বৈদ্যুতিক সামগ্রী প্রস্তুতকারী সংস্থা, যার নাম ইলেট্রিসি ই আফিনি টরিনো (Cavi Elettrici e Affini Torino)। এই সংস্থাটি ধীরে ধীরে একটি শক্তিশালী ইন্ডাস্ট্রিয়াল ব্র্যান্ডে পরিণত হয়। চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ ঘটনাটি সম্পর্কে বিস্তারিত। (Kolkata Businessman Makes History)

কলকাতার ব্যবসায়ী কিনে ফেললেন ইটালিয়ান সংস্থা(Kolkata Businessman Makes History)

‘কাভি ইলেট্রিসি ই আফিনি টরিনো’ শব্দটি মূলত ইটালিয়ান শব্দ, যার অর্থ হলো Electrical Cables And Allied Products Of Turin অর্থাৎ তুরিনের বৈদ্যুতিক তার ও অন্যান্য পণ্য। ১৯২৪ সালে ইটালির তুরিন শহরে ভার্জিনিও ব্রুনি টেডেসি নামে একজন উদ্যোগপতি দ্বারা প্রতিষ্ঠিত এই সংস্থাকে ১৯৭০ সালে কিনে নেন টায়ার প্রস্তুতকারক সংস্থা পিরেলি (Pirelli SpA)। এরপর ১৯৮২ সালে এই সংস্থাটি কিনে নেন কলকাতার এক ব্যবসায়ী তথা মোহন বাগান ক্লাবের সদস্য রমা প্রসাদ গোয়েঙ্কা, যা বর্তমানে সিয়েট (CEAT) নামে খ্যাত।

আরও পড়ুন: এবার বলিউড কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা কোলকাতায় মাস্টার ক্লাস নিতে চলেছে!

সিয়েট মূলত টায়ার প্রস্তুতকারী সংস্থা। সেই ইটালিয়ান শিকড় থেকে সিয়েট, ধীরে ধীরে ভারতের অন্যতম শীর্ষ টায়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে রমা প্রসাদ গোয়েঙ্কার হাত ধরে। একটি ইটালিয়ান সংস্থাকে কিনে, সেটিকে সফলভাবে পুনর্গঠন এবং তাকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করা শুধুমাত্র একজন উদ্যমী ব্যবসায়ীর পক্ষেই সম্ভব হয়েছিল। আর এই কাজটি করে দেখিয়েছেন রমা প্রসাদ গোয়েঙ্কা। তিনি শুধুমাত্র একটি সংস্থাই কেনেননি, তিনি গড়ে তুলেছেন ভারতীয় স্বপ্নের এক মাইলফলক, যা প্রতিটি ব্যবসায়ীকে করবে অনুপ্রাণিত।

সিয়েট-এর সাফল্য(Kolkata Businessman Makes History)

সিয়েট হলো একজন ভারতীয় শিল্পপতির উদ্যম ও সাফল্যের এক উজ্জ্বল নিদর্শন তথা ভারতীয় ব্যবসার গর্বের নাম। এই সিয়েট টায়ারস বর্তমানে ১০০টি দেশে টায়ার রফতানি করে এবং গোটা পৃথিবীর প্রথম ২২টি টায়ার প্রস্তুতকারক সংস্থার মধ্যে এই সিয়েট টায়ারস অন্যতম। বর্তমানে এই সংস্থার টায়ার, হালকা ও ভারী বাণিজ্যিক গাড়ি, বাইক, স্কুটার বা স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল, প্যাসেঞ্জার গাড়ি, ট্র্যাক্টরে ব্যবহার করা হয়। জানিয়ে রাখি, ‘কল্কি ২৮৯৮ এডি’ নামক কল্পবিজ্ঞান সিনেমার একটি গাড়িতেও সিয়েটের তৈরি টায়ার ব্যবহার করা হয়েছিল। বর্তমানে সিয়েট-এর মূল কার্যালয় মুম্বাইয়ে অবস্থিত এবং এটি আরপিজি গ্রুপ (RPG Group)-এর অংশ।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment