আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Kolkata Metro Disrupted by Heavy Rain: তুমুল বৃষ্টিতে মেট্রো বিভ্রাট! জলে ডুবেছে লাইন, চলছে না মেট্রো রেল, চরম ভোগান্তি নিত্যযাত্রীরা

Published on: July 2, 2025
Kolkata Metro Disrupted by Heavy Rain

Kolkata Metro Disrupted by Heavy Rain: গত রবিবারের (Sunday) টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউ এবং এর সংযোগকারী প্রায় সব রাস্তা। পরদিন অর্থাৎ সোমবার সকালে বৃষ্টি থামলেও জল জমে রয়েছে বেশ কিছু রাস্তায়। সেন্ট্রাল অ্যাভেনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, এমজি রোড, বিবেকানন্দ রোড, মুক্তারামবাবু স্ট্রিট, মুরলিধর সেন লেন একেবারে জলে থৈ থৈ অবস্থা। এর ফলে ব্যাহত হয় যান চলাচল। ভোগান্তিতে পরে নিত্যযাত্রীরা। বৃষ্টির জেরে মেট্রো চ্যানেলে জল জমে মেট্রো চলাচলে সমস্যার সৃষ্টি হয়।(Kolkata Metro Disrupted by Heavy Rain)

মেট্রো বিভ্রাট, ভোগান্তিতে যাত্রীরা (Kolkata Metro Disrupted by Heavy Rain)

গত সোমবার সকাল পৌনে ৯টা নাগাদ চাঁদনি চক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মধ্যে আপ-ডাউন লাইনে জল জমায় সাময়িক ভাবে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর কিছুটা সময় ময়দান থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলে। গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চললেও ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ-ডাউন লাইনে ট্রেন বন্ধ থাকে। এমনকি নিউ গড়িয়া (New Garia) থেকে ময়দান (Maidan) পর্যন্ত মেট্রো চলার পর বন্ধ হয় পরিষেবা।

Kolkata Metro Disrupted by Heavy Rain

এরফলে কপালে চিন্তার ভাঁজ পড়ে নিত্যযাত্রীদের। মেট্রোর পাশাপাশি ট্রেনে ও বাসেও পাল্লা দিয়ে ভিড় বাড়তে থাকে। এর সঙ্গে বাড়ে যানজট। ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। ট্রাফিক বিভাগ সূত্রে খবর, সোমবার বেলার দিকেও শহরের বেশ কিছু এলাকায় জল নামেনি। এর পাশাপাশি প্রতিটি বাসেই ছিল মাত্রাছাড়া ভিড়। যাত্রীরা অভিযোগ জানান যে, অ্যাপ ক্যাবগুলিও এই সুযোগে প্রায় দ্বিগুণ ভাড়া নিয়েছে। (Kolkata Metro Disrupted by Heavy Rain)

আরও পড়ুন: তেলেঙ্গানায় ভয়াবহ ফ্যাক্টরি বিস্ফোরণে ১০ থেকে বেড়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪

উল্লেখ্য, বেলার দিকে জল জমার সমস্যা মেটার কিছু সময় পরই আবার এক কাণ্ড ঘটে যায় বেলগাছিয়া মেট্রো স্টেশনে। খবর অনুযায়ী, সকাল ১১টা ২০ নাগাদ বেলগাছিয়া স্টেশনে দক্ষিণেশ্বরগামী লাইনে ঝাঁপ দেন এক যুবক। ফের তার জেরে কয়েকটি স্টেশনে কিছু সময়ের জন্য মেট্রো চলাচল ব্যাহত হয়। অবশেষে বেলা ১২টা ২৮ মিনিট নাগাদ ফের মেট্রো চালু হয়।

কলকাতা পুলিশের ডিসি ওয়াইএস এবং কলকাতার মেয়র পারিষদ এর বক্তব্য

কলকাতা পুলিশের ডিসি ওয়াইএস জগন্নাথরাও বলেন যে, ‘‘সকালের দিকে মেট্রো বিভ্রাট এবং বৃষ্টির কারণে যানজট হয়েছিল। এখন পরিস্থিতি প্রায় স্বাভাবিকের দিকে। যানজটের কারণে উত্তর ও মধ্য কলকাতার কোনও কোনও রাস্তায়, মূলত সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কয়েক জায়গায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়। এ ছাড়া কোথাও তেমন কোনও সমস্যা হয়নি। পূর্ব, পশ্চিম বা দক্ষিণ কলকাতায় মানুষকে এ ধরনের ভোগান্তিতেও পড়তে হয়নি।’’(Kolkata Metro Disrupted by Heavy Rain)

কলকাতার মেয়র পারিষদ তারক সিংহ বলেন, ‘‘বৃষ্টি হয়েছে বটে, তবে তার কারণে কলকাতা শহরের কোথায় কোথায় জল জমে আছে, সেই খবর এখনও পর্যন্ত আমাদের কাছে নেই। তবে কখনও কখনও বৃষ্টির কারণে গাড়ির সামনের কাচে জল লেগে কাচ ঝাপসা হয়ে যায়। ফলে গাড়ির গতি মন্থর হয়ে যায়। সেই কারণেই যানজট হয়েছে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রয়েছে কলকাতা পুরসভার। জল জমার কারণে কোথাও ভোগান্তির খবর পাওয়া গেলে পুরসভার তরফে পদক্ষেপ গ্রহণ করা হবে।”(Kolkata Metro Disrupted by Heavy Rain)

এই মুহুর্তে কোলকাতা এবং পার্শ্ববর্তী জেলা গুলোতে যে আবহাওয়া চলছে, তাতে মুড বিভিন্ন রকম রয়েছে। কোথায় হালকা বৃষ্টি, আবার কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি। এবছর গরম অত্যধিক পড়লেও কাল বৈশাখী ঝড়ের প্রভাব সে অর্থে কোথাও পড়েনি। তাই এখনো পর্যন্ত দিনের শুরুতে তাপমাত্রা থাকছে ২৬.৭ ডিগ্রি। তবে বেলা যত গড়াচ্ছে তাপমাত্রা হচ্ছে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস।

কীরকম থাকছে আবহাওয়া? (Kolkata Metro Disrupted by Heavy Rain)

যদি দিনের হিসেবে বিচার করা হয় তাহলে তাপমাত্রা থাকছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাস প্রবাহিত হচ্ছে আনুমানিক রূপে ৩১.১ ডিগ্রি। যার গতিবেগ ঘণ্টায় থাকছে প্রায় এস ই ১.৯ কিমি পার ঘণ্টা। আর্দ্রতা থাকছে প্রায় ৮১ ডিগ্রি সেলসিয়াস। আকাশ প্রায় মেঘলা থাকছে, ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে আগামী কয়েকদিন।

শুধু পশ্চিমবঙ্গ নয় সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে অরুণাচল প্রদেশ, রাজস্থান, গুজরাট, বিহার, ওড়িশা , মধ্য মহারাষ্ট্র এবং হিমাচল প্রদেশের কিছু কিছু জায়গায়।

এসব জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পাতের সাথে ঝোড়ো হওয়া দিচ্ছে ৩০ থেকে ৪০ কিমি। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা থেকে সরে ঝাড়খণ্ডের দিকে প্রবাহিত হয়েছে। বঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ায় সম্ভবনা রয়েছে উপকূল এবং পশ্চিমের জেলাগুলোতে। আগামী কাল ভারী বৃষ্টিপাত আরো বাড়তে পারে।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment