Madhyamik Candidate Health job Recruitment 2025: মাধ্যমিক পাশে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, নূন্যতম বয়স ২২ বছর হতে হবে

By Taaza Somoy

Updated On:

Follow Us
Madhyamik Candidate Health job Recruitment 2025

Madhyamik Candidate Health job Recruitment 2025: মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আজকের প্রতিবেদনটি সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যই ভালো খবর আনতে চলেছে।

তবে এবছর যারা পরীক্ষা দিচ্ছ, তাঁদের জন্য নয়। যারা আগে পরীক্ষা দিয়েছেন। আর্থিক কারণে পড়াশুনা কমপ্লিট করতে পারেনি, তাঁদের জন্য ভালো খবর।

প্রথমেই নমস্কার জানাই, যারা আমাদের ওয়েবসাইটি ভিজিট করছেন তাঁদের প্রত্যেককে। আমাদের সাইট নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আমরা হাজির হই। যারা এতদিন চাকরী খুঁজছেন, পাচ্ছেন না! কে না বলতে পারে, এই চাকরীটি একদমই আপনার জন্য। চলুন। দেরি না করে চটপট জেনে নিন।

চাকরির সম্পর্কিত সংক্ষিপ্ত রূপ আগে দেখে নিন। বিজ্ঞপ্তিও(Madhyamik Candidate Health job Recruitment 2025) ফলো রাখবেন। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের নিচে তা দিয়ে দেব। চলুন শুরু করা যাক। আজকের প্রতিবেদনে,

নিয়োগ প্রক্রিয়া – কারা করছে নিয়োগ – বেতন ধারণা ইত্যাদি।

সংস্থার নামCorporation Department
পদের নামHealth Employment
আবেদন জানানোর শেষদিন(LAST DATE OF APPLIICATION)7 Feb 2025

নিয়োগ সংক্রান্ত তথ্য

কর্মী নিয়োগ করবে পৌরসভা বিভাগ (Corporation Department). যে পদে নিয়োগ করা হবে তা হলো স্বাস্থ্য কর্মী পদের (Health Employment)নিয়োগ। পৌরসভার অন্তর্গত যারা থাকেন, তাঁরাই আবেদন করতে পারবেন। তাই রাজ্যের শহরের মানুষ এই সূযোগ পেতে চলেছে। মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। যে বিভাগের জন্য লোক নেওয়া হবে তা হলো হেলথ ডিপার্টমেন্ট।

তবে এরকম ভাবার দরকার নেই, যে শুধুমাত্র মাধ্যমিক পাশ সূযোগ পাবেন, আর কেও নয়। কেও বেশি যোগ্যতা সর্ম্পূণ থাকলেও সেও পারবেন।(Madhyamik Candidate Health job Recruitment 2025)

Education QualificationMadhyamik pass
Application processOnline

বয়সের সময়সীমা

এই চাকরির জন্য আবেদন করতে গেলে মিনিমাম আপনাকে ৩০ বছর হতেই হবে। তবে সংরক্ষিত শ্রেণীর জন্য ছাড় আছে। সংরক্ষিত শ্রেণীর হলে, নূন্যতম ২২ বছর হতে হবে এবং সর্বাধিক ৪০ বছর হতে হবে। বেতন সংক্রান্ত তথ্যের জন্য বিজ্ঞপ্তির (Madhyamik Candidate Health job Recruitment 2025)দিকে চোখ রাখবেন। আসুন বাদবাকি তথ্য জেনে নিন।

Age LimitMinimum 22 years
VacanciesFollow notifications
Salary StructureFollow notifications

আবেদন প্রক্রিয়া

বিজ্ঞপ্তিতে ফর্মের লিংক আছে অ্যাপ্লিকেশন সেকশনে। সেটা ডাউনলোড করে নিন। এরপর ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় নথিপত্র দিয়ে নির্দিষ্ট ঠিকানায় এবং নির্দিষ্ট সময়ে পাঠিয়ে দিন। নির্বাচিত হলে আপনাকে বিভাগ থেকে জানিয়ে দেওয়া হবে।

প্রয়োজনীয় নথি

প্রার্থীর বয়স অর্থাৎ Birth Certificate. Madhyamik Admit কার্ড, Passport Size Photo, Caste Certificate (Not Mandatory), Any Experience of Works and others documents also.

ভালো ভাবে বিজ্ঞপ্তি পড়ে তবেই ফর্ম ফিলাপ করুন।

Official WebsiteClick here
Official NotificationDownload Now
Apply LinkApply now
Photo SizePassport size
Important DocumentsAadhar Card – Pan Card Etc
Selection ProcessDirect Interview

নিয়োগ পদ্ধতি

এই চাকরির আবেদনের জন্য কোনরূপ লিখিত পরীক্ষা হবে না। তবে ইন্টার্ভিউ দিতে হবে(Madhyamik Candidate Health job Recruitment 2025)। মিনিমাম মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) নম্বর বিবেচনা করা হবে। সাথে ইন্টারভিউ এর নম্বর অ্যাড হবে। এর ভিত্তিতে চাকরীতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

আজকের মতন প্রতিবেদন এই টুকু। দেখা হচ্ছে পরবর্তী চাকরীর আপডেটে। ধন্যবাদ।

FAQs about Madhyamik Candidate Health job Recruitment 2025

  1. What is the focus Keyphrase for this requirement?

Ans: The Focus Keyphrase is ‘Madhyamik Candidate Health job Recruitment 2025‘ for this requirement.

  1. What is the name of the recruiting agency?

Ans: The name of the recruiting agency is “Corporation Department”.

  1. How many vacancies are there in this job?

Ans: Follow notifications.

  1. What or what positions will be appointed?

Ans: Health Employment.

  1. What’s Salary structure of this job recruitment?

Ans: Follow notifications.

  1. Is this application process Online or Ofline?

Ans: Yes, This application process is totally online.

  1. When is the last date of form filling?

Ans: The last date of submitting the application form is 7 Feb 2025.

  1. What documents are required to apply?

Ans: The Document are required – Birth Certificate, ID Proof – Voter ID Card, Aadhar Card, Pan Card etc Xerox, Caste documents, Education Certificate and Candidate Passport Size Photo.

  1. How can I get the notification?

Ans: Click here

  1. Tell me the link to get other job updates on this website?

Ans: https://taazasomoy.com/

বিশেষ দ্রষ্টব্য: এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment