আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Meizu Note 22: “মাত্র ১৪৯৯০ টাকায় ৬৬০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা! বাজার মাতাতে আসছে Meizu Note 22”

Published on: July 8, 2025
Meizu Note 22

Meizu Note 22: Meizu আবারও বাজেট স্মার্টফোন বাজারে চমক দিতে প্রস্তুত । Meizu Note 22 মডেল নিয়ে প্রযুক্তি মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছে উত্তেজনা। দুর্দান্ত ফিচারে ঠাসা এই ফোনে থাকছে ৬৬০০ mAhব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫জি কানেক্টিভিটি এবং১২০Hz ডিসপ্লে, তাও মাত্র ১৪৯৯০ টাকায়।

দীর্ঘস্থায়ী ব্যাটারী দ্রুত চার্জিং এর সুবিধা

এই ফোনের প্রধান আকর্ষণ এর শক্তিশালী ৬৬০০mAh ব্যাটারি, যা একবার চার্জে অনায়াসেই চলবে একাধিক‌ দিন। ইউটিউব, নেটফ্লিক্স কিংবা গেমিং সবকিছুই মিলবে দীর্ঘ সময়ের ব্যবহার ।এতে রয়েছে ৪৪ ওয়াট ফাস্টিং চার্জিং সাপোর্টটিকে দ্রুত চার্জ করতে সক্ষম। এছাড়াও এতে রিভার্স চার্জিং এর সুবিধা রয়েছে অন্য ডিভাইস চার্জ দিতেও এটি ব্যবহার করা যাবে।

স্মার্ট ক্যামেরা সেটআপ

ফোনের পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ প্রধান ক্যামেরাটি ৫০MP ও দ্বিতীয় ক্যামেরাটি ২MP ডেপথ সেন্সর,যা দিয়ে সহজেই তোলা যাবে ঝকঝকে HDR ও প্যানারোমা ফটো সামনে রয়েছে 2MP ফ্রন্ট ক্যামেরা যা ভিডিও কল ও সেলফির জন্য আদর্শ।

এই ডিজাইনে রয়েছে শক্তিশালী Unisoc T8200 প্রসেসর, যা তৈরি হয়েছে ৬nm আর্কিটেকচারে। ক্লক স্পিড পৌঁছয় ২.৩GHzপর্যন্ত।Mali-G57 MC2 GPU থাকায় হালকা গেমিং এও ফোনের পারফরম্যান্স থাকবে স্মুথ । ফোনে ৮GB RAM এবং ১২৮ GB স্টোরেজ থাকছে,যা প্রয়োজন অনুসারে বাড়ানো যেতে পারে। ১২০Hz রিফ্রেশ রেট যুক্ত FHD+LCD ডিসপ্লে থাকা স্ত্রলিং, ভিডিও দেখা কিংবা গেম সবকিছুতেই মিলবে প্রিমিয়াম অভিজ্ঞতা।

আরও পড়ুন: Oppo Reno 14 আজ লঞ্চ! নজরকাড়া ডিজাইন ও দারুন ফিচারে বাজারে নতুন হিরো

সংযোগ ও সুরক্ষা

Meizu Note 22 তে রয়েছে ডুয়াল সিম ৫জি VoLTE, ডুয়াল ব্যাWi-Fi, এবং Bluetooth 5.0 সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্টার IP65 রেটিং ফোনটিকে জল ও ধুলো প্রতিরোধে করে তোলে। যা সাধারণত এই দামের ফোনে দেখা যায় না।

ডিজাইন ও অতিরিক্ত ফিচার

ফোনটির ওজন মাত্র ২১৭ গ্রাম এর পুরত্ব ৯.২ মিমি ডিজাইনের রয়েছে ৩.৫ mm হেডফোন জ্যাক, স্টেরিও স্পিকার ও NFC সাপোর্ট ফোনটি চালিত হচ্ছে Flyme AIOS 2 ইন্টারফেস, আ্যন্ড্রয়েড বেসড এবং ইউজার ফ্রেন্ডলি।

ভারতের সম্ভাব্য দাম

ভারতের বাজারে এই ফোনের প্রাথমিক ভ্যারিয়েন্ট এর দাম হতে পারে ১৪৯৯০। ভবিষ্যতে ২৫৬ GB বা ১ TB স্টোরেজ ভ্যারিয়েন্টও আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Meizu Note 22 নিঃসন্দেহে বাজেটের মধ্যেও একটি অলরাউন্ডার স্মার্টফোন। বিশাল ব্যাটারি, দুর্দান্ত ডিসপ্লে, ভালো ক্যামেরা অত্যাধুনিক কানেক্টিভিটি সবকিছুই রয়েছে। এতে যারা ১৫ হাজারের মধ্যে ভালো স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে একটি সেরা পছন্দ।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment