আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Mumbai Universiry Apprentice Recruitment 2025: মুম্বই ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ৯৫ টি

Published on: April 7, 2025
Mumbai Universiry Apprentice Recruitment 2025

Mumbai Universiry Apprentice Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের অধীনে একটি আকর্ষণীয় পদে চাকরি করার ইচ্ছে সবার থাকে কিন্তু পায় কজন? এবার মুম্বই ইউনিভার্সিটি নিয়ে এসেছে এমনই এক সোনালি সুযোগ। প্রশিক্ষণ থেকে শুরু করে ঠিকঠাক স্টাইপেন্ড সহ ভালো পদে নিযুক্ত হওয়ার দুর্দান্ত সুযোগ পাচ্ছেন প্রার্থীরা। আজকে সেই চাকরির বিস্তারিত আপডেট নিয়ে চলে আসলাম। তাই দেরি না করে চোখ রাখুন আজকের স্বপ্নের চাকরীর প্রতিবেদনে।

আসলে কেও চাকরী পেলে, তাঁর আকর্ষণীয় বেতন ছাড়াও একাধিক সুযোগ সুবিধার কারণে এই চাকরির দিকে সবাই তাকিয়ে থাকেন। আপনার যদি থাকে সরকারি চাকরি করার স্বপ্ন, তাহলে আজকে আকর্ষণীয় চাকরির সুযোগ থাকছে আপনার জন্য। (Mumbai Universiry Apprentice Recruitment 2025)

নমস্কার সকলকে আমাদের ওয়েবসাইটে (Website) ভিজিট করার জন্য। আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট আমরা নিয়ে আসি আপনাদের সুবিধার্থে। যারা চাকরির হতাশায় ভুগছেন, তাঁরা ফলো রাখুন ওয়েবসাইটটি। কে না বলতে পারে! যোগ্যতা অনুযায়ী এই চাকরী আপনি নিজেই পেয়ে গেলেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে আরো অনেক চাকরির আপডেট রয়েছে। সেগুলোর দিকে লক্ষ্য রাখুন। আমরা সবরকম চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার চেষ্টা করবো। তাই দেরি না করে, চলুন চটপট আজকের প্রতিবেদন রেডি করা যাক।

আজকের প্রতিবেদনে কী কী দেখবেন, দেখে নিন সংক্ষিপ্ত রূপে

এই চাকরির প্রতিবেদন থেকে যে গুলো জানতে পারবেন, তা হলো – নিয়োগকারী সংস্থার নাম, শূন্যপদ, আবেদন প্রক্রিয়া, আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, আবেদনকারীর বয়স এবং বেতন সংক্রান্ত নানা বিষয়।

Company NameMumbai Universiry
Position NameApprentice
Interview17 April 2025

এবার চাকরির সুযোগ করে দিল কেন্দ্রীয় সরকারের অধীনে মুম্বই ইউনিভার্সিটি। আজকের প্রতিবেদনে থাকবে আপনার স্বপ্নের চাকরির বিষয়ে বিস্তারিত আলোচনা।

আরও পড়ুন: কমিউনিকেটর পদে নিয়োগ করছে সায়েন্স সিটি, প্রতিমাসে বেতন ৩৫,০০০/- টাকা

চলুন জেনে নিন আজকের প্রতিবেদন অনুযায়ী বিস্তারিত আলোচনায়

নিয়োগকারী সংস্থার নাম:

মুম্বই ইউনিভার্সিটি (Mumbai Universiry)

কটি শূন্যপদ রয়েছে?

৯৫ টি শূন্যপদ রয়েছে।

Age LimitMinimum 18
Vacancies95
Stipend StructureMonthly stipend 8,000 to 9,000

পদের নাম জেনে নিন?

অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, লোয়ার গ্রেড স্টেনোগ্রাফার, জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল ও ইলেক্ট্রিক্যাল), ল’ অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, কার্পেনটার, ড্রাইভার, প্লাম্বার, মাল্টি টাস্কিং অফিসার ইত্যাদি পদে নিয়োগ করা হবে।

আবেদনকারীর যোগ্যতা কীরকম থাকা আবশ্যক?

এক একটি পদের জন্য এক একরকম যোগ্যতা থাকছে। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে কমার্স ডিগ্রি ও ট্যালি জানা আবশ্যক। স্টেনোগ্রাফারের স্টেনগ্রাফির অভিজ্ঞতা থাকা আবশ্যক। সঙ্গে ল’ অ্যাসিস্ট্যান্ট ও ল্যাব অ্যাসিস্ট্যান্টকে হতে হবে ল ও সায়েন্স ডিগ্রিধারী। লাইব্রেরি এসিসটেন্টকেও লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা করে থাকতে হবে। তাছাড়া ইলেকট্রিশিয়ান, কার্পেনটার এবং প্লাম্বারের থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। মাল্টি টাস্কিং অপারেটর যেকোনো বিষয়ে ড্রিগ্রি অর্জন করলেই হবে।

Name of the PostNo. of postEducational Qualification
Finance and Accounts Assistant15Degree in Commerce faculty, Preference for Tally, Typing and MS-CIT Certificate holders
Lower Grade Stenographer04Degree in any faculty, Preference for Stenography
(English & Marathi) Certificate holders
Jr. Engineer (Civil)06Degree or diploma in Civil
Engineering
Jr. Engineer (Electrical)02Degree or diploma in
Electrical Engineering
Law Assistant04Degree in Law faculty,
Lab Assistant10Preference for Typing and MSCIT Certificate holders
Library Assistant02Degree in Science faculty, Preference for Typing and MSCIT Certificate holders
Electrician05Diploma in Electrician
Carpenter04Diploma in Carpentry
Plumber03Diploma in Plumbing
Mason10Diploma in Mason
Driver04Degree with valid Motor Vehicle driving License
Multi Task Operator25Degree in any facult, Preference for Typing and MSCIT Certificate holders.

কীভাবে আবেদন করবেন?

ইচ্ছুক চাকরিপ্রার্থীদের moenats.aicte-india.org/student_register.php এই সাইটে গিয়ে স্টুডেন্ট রেজিস্ট্রেশন শেষ করতে হবে। এরপর লগইন করতে হবে moenats.aicte-india.org/student_login.php. এ। প্রোফাইল এ বেশি ডিটেইলস ভরে University of Mumbai (ID: WMHMCS101412) এই আইডি খুঁজুন। এরপর নিজের ইচ্ছেমতো পোস্ট এ এপলাই করে ফেলুন।

Education QualificationVarious
Application processOnline
Application FeesNill

আবেদনকারীদের বয়স কত হতে হবে ?

অফিসিয়াল নোটিফিকেশনে পদের জন্য বয়সের কোনও আলাদা মানদণ্ড না থাকলেও ১৮ বছর থেকে সকলে এপলাই করতে পারবেন।

বেতন সম্পর্কিত তথ্য জেনে নিন –

প্রকাশিত বিজ্ঞপ্তি দ্বারা জানানো হয়েছে যে সমস্ত পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ৮০০০-৯০০০ টাকার মধ্যে স্টাইপেন্ড দেওয়া হবে।

কীভাবে প্রার্থীদের বেছে নেওয়া হবে?

এখানে ইন্টারভিউর মাধ্যমে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীকে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। তাছাড়া শিক্ষকতা যোগ্যতার মাধ্যমেও প্রার্থী নির্বাচন করা হবে। তবে এটা কোনও স্থায়ী পদ নয়। শুধুমাত্র একটি প্রশিক্ষণ। এর জন্য কোনও আবেদনের ফিস নেওয়া হবে না।

আবেদন করার শেষ তারিখ জেনে নিন !

এই পদগুলির জন্য আবেদনের শেষ তারিখ রয়েছে ১৭ এপ্রিল ২০২৫। নজর রাখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যাতে কোনও নতুন নোটিফিকেশন আপনি মিস না করে যান।

Official WebsiteClick here
Official NotificationDownload Now
Our Facebook LinkClick here

এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং দেখতে থাকুন নতুন নতুন চাকরির আপডেট। মন্তব্য জানাতে ভুলবেন না।

বিঃদ্রঃ এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই। ভালো থাকবেন এবং পাশে থাকতে ভুলবেন না কিন্ত। চোখ রাখুন আগামীতে আসা চাকরির আপডেট গুলো। সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment