আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Oppo Reno 14 Series Launched: Oppo Reno 14 আজ লঞ্চ! নজরকাড়া ডিজাইন ও দারুন ফিচারে বাজারে নতুন হিরো

Published on: July 5, 2025
Oppo Reno 14 Series launched

Oppo Reno 14 Series launched: কমদামের মধ্যে প্রিমিয়াম ফিচারস মাঠ ফোনের খোঁজ করছেন ? তাহলে oppo নতুন এই ৫জি স্মার্টফোনটি আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। একনজরে দেখলে বোঝা যাবে না যে এর দাম ১৯,৯৯০ টাকা। দুর্দান্ত ডিজাইন, শক্তিশালী প্রসেসার, উন্নত ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারির সঙ্গে এটি বাজারে আসার পর থেকেই সারা ফেলে দিয়েছে।

ডিজাইন ও ডিসপ্লে (Oppo Reno 14 Series launched)

নতুন oppo স্মার্টফোনটির ডিজাইন যথেষ্ট আকর্ষণীয় ও প্রিমিয়াম মানে এতে রয়েছে। একটি বড়৬.৬৭ ইঞ্চির HD+ডিসপ্লে, যা১২০Hz রিফ্রেশ রেট সহ আসে ।এর ফলে স্ক্রোলিং, ভিডিও দেখা বা গেম খেলার সময় বেস্ট স্মুথ ও রেসপন্সিভ মনে হবে। ডিসপ্লেটি, সবদিক থেকে চমৎকার ভিউয়িং এক্সপেরিয়েন্স দেয়।

পারফরমেন্স ও প্রসেসর (Oppo Reno 14 Series launched)

এই স্মার্টফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 6 Gen 4 প্রফেসর, যা বর্তমান সময়ের অন্যতম আধুনিক ও শক্তিশালী চিপসেট। এতে থাকা অক্টোকর সব ধরনের অ্যাপ্লিকেশন ও গেমিং এর ড্রোনের দারুন পারফরম্যান্স দেয় মাল্টিটাস্কিং জন্য এটি একটি নিখুঁত পছন্দ।

ক্যামেরা

ফটোগ্রাফি ভালোবাসেন এমন ব্যবহারকারীদের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সার যুক্ত থাকায় পোর্ট্রেট ফটো তোলার সময় ব্যাকগ্রাউন্ড ব্লাড দারুন হয়। সেলফির জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা পরিষ্কার ও প্রাকৃতিক ছবি তুলতে সক্ষম।

র‍্যাম ও স্টোরেজ মাল্টিটাক্সিং ও স্টোরেজ নিয়ে যাদের চিন্তা বেশি, তাদের জন্য এই ফোনে রয়েছে 8gb Ram পাশাপাশি ফোন দিতে রয়েছে ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ।যেখানে আপনি সহজেই আপনার সমস্ত ফাইল ফটো ও ভিডিও সংরক্ষণ করতে পারবেন।

আরও পড়ুন: ঐতিহাসিক মাইলফলক ছুঁলো রাজধানী এক্সপ্রেস, রেলের রাজকীয় আয়োজন

ব্যাটারি ও চার্জিং (Oppo Reno 14 Series launched)

এই ফোনের অন্যতম বড় আকর্ষণ এর ব্যাটারি। ৬০০০mAhএর বিশাল ব্যাটারি থাকায় একবার চার্জ দীর্ঘক্ষন ফোন ব্যবহার করা যায়। সঙ্গে আছে ৮০ ওয়াট সুপারফাস্ট চার্জিং সাপোর্ট ,যার ফলে কয়েক মিনিটে ফোন চার্জ হয়ে যায় সম্পূর্ণ।

দাম ও উপলভ্যতা

এই সব ধরনের ফিচার থাকার পরও এই ফোনের দাম রেখা হয়েছে মাত্র ১৯,৯৯০ টাকা। খুব শীঘ্রই এটি দেশের সব বড় অনলাইন প্লাটফর্মে এবং অফলাইন রিটেইল স্টোরে পাওয়া যাবে। ক্রেতারা সহজেই এটি ই-কমার্স সাইট থেকে অর্ডার করে কিনতে পারবে সাশ্রয় দাম।

এমন premium ফিচার যুক্ত ফোন বর্তমানে বাজারে খুবই কম আছে। তাই যারা বাজেটের মধ্যে একটি শক্তিশালী ও ৫জি সাপোর্ট এর ফোন খুজছেন তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ পছন্দ।

সম্প্রতি Oppo লঞ্চ হওয়া Reno 14 series and the K13x 5G সাড়া ফেলে দিয়েছে মার্কেটে। এই সিরিজ গুলোতে 5G এর সমস্ত সূযোগ এবং সুবিধা রয়েছে। Reno 14 5G এর সাথে Reno Pro 14 5G এর সমস্ত সূযোগ সুবিধা রয়েছে। K13x 5G ফিচারের সাথে Dimensity রয়েছে 6300 SoC. আজ জুলাই ৩০ এ পুরো ভারতে Reno 14 লঞ্চ হওয়ার কথা রয়েছে।(Oppo Reno 14 Series launched)

এই মোবাইলটা শো করছে Oppo এর গ্লো Pearl Design এর সাথে। এই সিরিজের মডেল গুলো শো করছে সমুদ্রের সৈকতে আলোর নীচে পাওয়া মুক্তোর মতন। এটা আপনাকে অনুভূত করাবে, যে কোন যাত্রার স্বাধীনতা এবং জাদুর ছোঁয়ার উপলব্ধতা।

গ্রেডিয়েন্টে গ্রেসের ডিজাইন হলো আউরা :

এটি আপনার প্রতিটি ভ্রমণের বাঁক এ নতুন কিছু প্রকাশ করবে। আপনি দেখতে পাবেন, আপনি যদি সোনালী সৈকত থেকে পাহাড়ের দিকে ভ্রমণ করেন তাহলে এর পরিবর্তিত রং।

এর বডি স্ট্রাকচার কেমন জেনে নিন?

এর সিম হলো আল্ট্রা স্লিম। সাথে ফোনটি এতটাই পাতলা যে কোন পকেটে ডুকে যাবে। আপনি যে কোন জায়গায় বহন করতে পারবেন নির্দ্বিধায়। এটার স্টাইলে অতি পাতলা নকশা রয়েছে। যা আপনার ভ্রমণকে অনায়াসে নিয়ে যেতে পারবে এবং স্টাইলকে অক্ষুণ্ন রাখতে সক্ষম থাকবে।

এই মডেলের গ্লাস কেমন হতে চলেছে?

আপনাদের জানিয়ে রাখি, এই মডেল প্রিমিয়াম ডিজাইনার স্ট্যান্ডার্ড কে পুনরায় সংজ্ঞায়িত করেছে। এটার গ্লাসটা হলো সিল্কি স্মুথ ভেলভেট। এটা স্পর্শ করলে বুঝতে পারবেন রেশমি মসৃণ এর মতন। এর আঙুলের ছাপ প্রতিরোধী। অর্থাৎ কোন রূপ আঙুলের ছাপ পড়বে না।

সে আপনি অতিরিক্ত ধুলো বালিময় রাস্তায় যান কিংবা অতিরিক্ত বৃষ্টি বাদলের মধ্যেই থাকুন না কেন! আপনি আপনার ভ্রমণের মহুর্ত গুলো ক্যাপচার করতে চাইলেও আপনার ফোন ধরার হাতলটা স্থির থাকবে, সে আপনি যেখানেই নিয়ে যান না কেন বা যে কোন এঙ্গেল ধরুন না কেন।

আজকের মতন এই টুকুই রইলো আপনার জন্য। পরবর্তীকালে আরো আপডেট নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। ভালো থাকবেন।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment