Sohini and Sovan Marriage: গতকাল ফার্মহাউসে বিয়ে করেছেন টলিউডের অন্যতম আলোচিত জুটি অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) ও গায়ক শোভন গাঙ্গুলী (Shovan Ganguly) । বিয়ের পর থেকেই তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তাঁরা দুজনেই কখনো নিজদের প্রেম নিয়ে মুখ খুলেননিই।
লাখ টাকার গয়নায় সেজেছিলেন অভিনেত্রী সোহিনী সরকার
আইনি মতেই বিয়ের বন্ধনে বেঁধেছেন তাঁরা। মালাবদল ও সিঁদুর দানের পর্বও হয়েছে। মেরুন বেনারসি কনস্ট্রাট ব্লাউজ পড়েছিলেন অভিনেত্রী। মাথায় খোঁপা বাঁধা কপালে ছিল কলকে। সাথে তো রয়েছে সোনার গয়নাও।
Sohini and Sovan Marriage: অন্যদিকে লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি পড়েছিল শোভন। তাদের ফটোগুলো দেখেই বোঝা যাচ্ছিল তাঁরা দুজনেই খুব খুশিতে আছেন। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল অভিনেত্রী ৩ লাখ টাকার গয়না কিনেছেন বিয়ের জন্য। তবে অভিনেত্রীর গলায় একটি নেকলেস দেখা গিয়েছে। সাথে একটি চোকারও ছিল। কানে ঝুমকো, হাতে বালা ও আঙুলে বক্স আংটিও ছিল।(Sohini and Sovan Marriage)
(Sohini and Sovan Marriage)অভিনেত্রীর হাতে ছিল আলতার সাজ। তাঁর সেই সাজ অন্যদের থেকে অনেকটাই আলাদা। সেখানে নিমন্ত্রিত ছিল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই। বন্ধুদের মধ্যে সৌরভ দাস, দর্শনা বণিক, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী, ইন্দ্রাশীস রায় এরাই ছিল।
বিয়ে করলে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেবো- সোহিনী
এক সাক্ষাৎকারে শোভনের সাথে সম্পর্কের কথা অভিনেত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি বিষয়টি নিয়ে কিছু বলেননি। বলেছিলেন বিয়ে করলে তিনি সাধারণ ভাবেই বিয়ে করবেন এবং বিয়ে করলে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেবেন। ঠিক কথা মতোই কাজ করলেন তিনি বিয়ের দিন ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছেন সকলকে।
আরো পড়ুন : অনন্ত আম্বানি শাহরুখ খান, রণবীর সিং ও সকল গ্রুমসম্যানদের ২ কোটির ঘড়ি উপহার দিয়েছেন