Spices Board India Recruitment 2025: বহু যুগ ধরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভ্যাকান্সি জন্য ওয়েট করে থেকে প্রায় মানুষ। তবে প্রায় কতজন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দেখতে পান? বলতে পারেন সেটা? আজকের প্রতিবেদন সেই সকল নিয়েই হতে চলেছে।
ভারতে কেন্দ্রীয় সরকারির চাকরী (Spices Board India Recruitment 2025) উপর ঝোঁক সবার রয়েছে। কিন্তু প্রায় কতজন! বছরের পর বছর প্রস্তুতি নিয়েও সেই চাকরী পায় না বেশির ভাগ মানুষ। এবার প্রশ্ন হলো, কেন মানুষ এত সরকারি চাকরীর প্রতি এত টান?

দেশ | ভারত |
চাকরী | কেন্দ্রীয় সরকারের |
আসলে কেও চাকরী পেলে, তাঁর আকর্ষণীয় বেতন ছাড়াও একাধিক সুযোগ সুবিধার কারণে এই চাকরির দিকে সবাই তাকিয়ে থাকেন। আপনার যদি থাকে গাছগাছালির প্রতি ভালোবাসা তাহলে আজকে আকর্ষণীয় চাকরির সুযোগ থাকছে আপনার জন্য।(Spices Board India Recruitment 2025)

Spices Board of India
নমস্কার সকলকে আমাদের ওয়েবসাইটে (Website) ভিজিট করার জন্য। আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট আমরা নিয়ে আসি আপনাদের সুবিধার্থে। যারা চাকরির হতাশায় ভুগছেন, তাঁরা ফলো রাখুন ওয়েবসাইটটি (Website). কে না বলতে পারে! যোগ্যতা অনুযায়ী এই চাকরী আপনি নিজেই পেয়ে গেলেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে আরো অনেক চাকরির আপডেট রয়েছে। সেগুলোর দিকে লক্ষ্য রাখুন। আমরা সবরকম চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার চেষ্টা করবো। তাই দেরি না করে, চলুন চটপট আজকের প্রতিবেদন রেডি করা যাক।(Spices Board India Recruitment 2025)
চলুন প্রথমে জেনে নিন, আজকের প্রতিবেদনে কী কী দেখবেন, দেখে নিন সংক্ষিপ্ত রূপে:
Website Name | https://taazasomoy.com |
Job Update | New Job Recruitment |
নিয়োগকারী সংস্থার নাম কী? কটি শূন্যপদ রয়েছে?
এই চাকরীর জন্য এখানে মোট শূন্যপদ রয়েছে সাতটি। যে সংস্থায় নিয়োগ হবে, সেটি হলো ক্লারিকাল অ্যাসিস্ট্যান্ট (Clerical Assistant- Contractual)।
আবেদনকারীর যোগ্যতা কীরকম থাকা আবশ্যক?
যেকোনো প্রতিষ্ঠিত সংস্থা কিংবা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি থাকা আবশ্যক। এই পদের জন্য শুধুমাত্র রিটায়ার্ড প্রার্থীরাই আবেদন করতে পারবেন। সেন্ট্রাল থেকে শুরু করে রাজ্য সরকারের অন্তর্গত যেকোনো সেক্টরে কর্মরত রিটায়ার্ড কর্মীরা আবেদন করতে পারবেন। প্রার্থীরা কন্ট্রাকচুয়াল পদে চাকরি পাবেন।
কীভাবে আবেদন করবেন ?

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন মোডে আবেদন করতে হবে। সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা সহ অফিশিয়াল ওয়েবসাইট https://www.indianspices.com/ থেকে আবেদনপত্র ডাউনলোড করে ফিলআপ করে মেইল করুন hrd.sb-ker@gov.in. এই মেইল আইডিতে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ বাকি নথিপত্র এই মেইল আইডি মারফত পাঠাতে হবে। সঙ্গে থাকতে হবে পাসপোর্ট সাইজের রিসেন্ট কালার ছবি। শুধু তাই নয়, হার্ড কপি জমা করতে হবে কোচির স্পাইসেস বোর্ড ইন্ডিয়া অফিসে।(Spices Board India Recruitment 2025)
Vaccancy | 07 |
Application Candidate | Retired Person |
Application Process | Online |
Official Website | https://www.indianspices.com/ |
Submit Hard Copy | কোচির স্পাইসেস বোর্ড ইন্ডিয়া অফিসে, |
আবেদনকারীদের বয়স কত হতে হবে ?
এই পদের ক্ষেত্রেই প্রার্থীদের বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। বিজ্ঞপ্তি ভালো করে লক্ষ্য রাখবেন, সংরক্ষিত শ্রেণির জন্য কোন ছাড় আছে কিনা!
বেতন সম্পর্কিত তথ্য জেনে নিন:
চাকরির শুরুতে প্রার্থীরা প্রতি মাসে ২৫,০০০ টাকা করে বেতন পাবেন। শুধু তাই নয়, সাথে থাকবে সরকারের দেওয়া নানান সুযোগ সুবিধে।(Spices Board India Recruitment 2025)
কীভাবে প্রার্থীদের বেছে নেওয়া হবে?
একটি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে। প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী বেছে নেওয়া হবে।
আবেদন করার শেষ তারিখ জেনে নিন?
এই সকল পদের জন্য অনলাইন মারফত আবেদনের শেষ তারিখ হল ৮ এপ্রিল ২০২৫। হার্ড কপি অফিসে জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২৫।
Age of this Job | 64 Year’s age old. |
Salary of this Applicant | 25 k |
Application Process | Interview |
Online Process Last Date | 8 th April |
Recruitment Year | 2025 |
Hard Copy Last Date | 15 April, 2025 |
Official Link | Click here |
Notification Link | Download Now |
Our Website Link | Click here |
Our Facebook Link | Click here |

বিঃদ্রঃ এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই।(Spices Board India Recruitment 2025)