Vidyasagar Vidyapith Recruitment 2024: বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুল (Vidyasagar Vidyapith ) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি অনেকদিন ধরে চাকরি খুঁজছেন তাহলে আপনার অপেক্ষার অবসান হয়েছে। বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।যারা এই চাকরির বিষয়ে বিস্তারিত জানতে চান তাদের জন্য এই প্রতিবেদনটি উপযুক্ত। এখানে অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। তাই এই প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়তে হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এখানে । তাই দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।চলুন জেনে নিই কীভাবে আবেদন করবেন? বয়সসীমা কত? শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? আবেদন মূল্য কত দিতে হবে? আবেদনের সময়সীমা ? জেনে নিন আবেদন প্রক্রিয়া ইত্যাদির ব্যাপারে বিস্তারিত এই প্রতিবেদনে। (Vidyasagar Vidyapith Recruitment 2024)
Vidyasagar Vidyapith Recruitment 2024 নিয়োগ Recruitment Details
ইতিমধ্যেই এই পদগুলোর জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদন জানানোর শেষদিন হল ২৪ নভেম্বর পর্যন্ত। এখানে শিক্ষক (Teacher) ও হোস্টেল সুপারিনটেনডেন্ট (Hostel Superintendent)-এর পদে নিয়োগ করা হচ্ছে। যদি আপনার যোগ্যতা থাকে তবে আপনি আবেদন জানাতে পারেন।
সংস্থার নাম | Vidyasagar Vidyapith Recruitment 2024 |
পদের নাম | শিক্ষক (Teacher), হোস্টেল সুপারিনটেনডেন্ট (Hostel Superintendent) |
আবেদন জানানোর শেষদিন | ২৪ নভেম্বর,২০২৪ |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.vidyasagarvidyapith.com/ |
অফিসিয়াল Notice | Download PDF |
Join Telegram Channel | Join Now |
Join Whatsapp Channel | Join Now |
আরও আপডেটঃ– ৪৮,০০০ টাকার বেতনে কর্মী নিচ্ছে TMB ব্যাংক, বিস্তারিত এই প্রতিবেদনে
বয়সসীমা Age Limits And Last Date
বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুল (Vidyasagar Vidyapith Recruitment 2024)এর এই পদগুলোতে আবেদন করবার বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই।
মোট কয়টি শূন্যপদে নিয়োগ করছে সংস্থাটি ?
বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুল (Vidyasagar Vidyapith Recruitment 2024)-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ৫২টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা Eligibility Criteria
এই সংস্থার পদগুলোতে আবেদন জানানোর জন্য আপনার নীচে দেওয়া যোগ্যতাগুলো থাকতে হবে –
শিক্ষকে (Teacher)-র পদে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিষয় অনুযায়ী স্নাতক পাশ করতে হবে। এছাড়াও শিক্ষকতা কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। সুপারিনটেনডেন্ট (Hostel Superintendent) এর পদে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করতে হবে। এছাড়াও তিন বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।অন্যান্য বাকি তথ্য জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিতে পারেন।
নিয়োগ প্রক্রিয়া Selection Process
বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুল (Vidyasagar Vidyapith Recruitment 2024)-এর পদটিতে প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
ইন্টারভিউ – ২৪ নভেম্বর,২০২৪
কীভাবে আবেদন করবেন Apply Process
প্রথম ধাপ
প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট
www.VidyasagarVidyapith.com -এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
দ্বিতীয় ধাপ
তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট এবং আবেদন ফি লাগলে সেটি দিয়ে সাবমিট করে দিতে হবে।
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন কত দেওয়া হবে?
বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুল (Vidyasagar Vidyapith Recruitment 2024)-এর এই পদটিতে নির্বাচিত প্রার্থীদের সরকারি ৭,০০০ থেকে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন জানানোর শেষ দিন কবে?
বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুল (Vidyasagar Vidyapith Recruitment 2024)-এর এই পদগুলোতে আবেদন করা যাবে বিজ্ঞপ্তি ২৪ নভেম্বর পর্যন্ত। এছাড়াও যদি এই বিষয়ে আরো কিছু বিস্তারিত জানার ইচ্ছে থাকে তবে অবশ্যই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিতে পারেন।
প্রার্থীদের কতো টাকা আবেদন ফি দিতে হবে?
এই পদটিতে আবেদন করবার জন্য প্রার্থীদের আবেদন ফি দিতে হবে কিনা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
FAQs about Vidyasagar Vidyapith Recruitment 2024
1. What is the focus keyphrase for this recruitment?
The focus keyphrase is “Vidyasagar Vidyapith Recruitment 2024”
2. How many positions are available?
বিজ্ঞপ্তি অনুযায়ী ৫২টি শূন্যপদ রয়েছে।
3. What are the educational qualifications needed?
শিক্ষক (Teacher), হোস্টেল সুপারিনটেনডেন্ট (Hostel Superintendent)।
4. When is the last date to apply?
Vidyasagar Vidyapith Recruitment 2024- এ- এর জন্য আপনার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হল ২৪ নভেম্বর,২০২৪।
5. Is the application process online or offline?
আবেদনকারীদের এখানে মূলত দুটি ধাপে চাকরির জন্য নির্বাচিত করা হবে, যেমন- লিখিত পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউ।
বিশেষ দ্রষ্টব্য: এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই।