WB Hostel Super Recruitment 2024: রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য বিশাল বড় আপডেট। হোস্টেল সুপারের পদে নিয়োগ করতে চলছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ডিন স্টুডেন্টস ওয়েলফেয়ার (Dean Students’ Welfare) দপ্তর এই নিয়োগটি করতে চলেছে। যেকোনো ভারতীয় নাগরিকরাই করতে পারবেন আবেদন। বিস্তারিত জানতে নজর রাখুন এই প্রতিবেদনে।
WB Hostel Super Recruitment 2024 কোন কোন পদে আবেদন করা যাবে– হোস্টেল সুপারিনটেনডেন্ট ০(Hostel Superintendent) এর পদে নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্যপদ -মোট ৪ টি শূন্য পদ রয়েছে।
WB Hostel Super Recruitment 2024 শিক্ষাগত যোগ্যতা– আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে। এছাড়াও প্রার্থীদের আইন শৃঙ্খলা নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যদি আপনার ডিপ্লোমা ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট এর ডিগ্রী থাকে তবে আপনিও আবেদন করতে পারবেন।
WB Hostel Super Recruitment 2024
আরো চাকরির খবর পড়ুন : CID দপ্তরে কর্মী নিয়োগ করছে পশ্চিমবঙ্গ সরকার! জেনে নিন বিস্তারিত-Kolkata CID Recruitment 2024
মাসিক বেতন– নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩৫,০০০ টাকা দেওয়া হবে।
বয়সসীমা– প্রার্থীদের বয়স ১ জানুয়ারি,২০২৪ অনুযায়ী হতে হবে ৪০ বছরের মধ্যে।
আবেদন প্রক্রিয়া– আবেদন করতে হবে শুধুমাত্র অফলাইনের মাধ্যমে।বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://rbu.ac.in/home/requitmentall গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপর সেটি প্রিন্ট করে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে নীচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
The Registrar, Emerald Bower Campus, 56A, B.T. Road, Kolkata – 700 050
আবেদন ফি– জেনারেল ওবিসি প্রার্থীদের ৫০০ টাকা ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ২৫০ টাকা দিতে হবে। আবেদন ফি অনলাইন নয় ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা– আবেদন চলবে আগস্টের ৯ আগস্ট তারিখ পর্যন্ত।
FAQs For WB Hostel Super Recruitment 2024
- কিভাবে এপলাই করবো WB Hostel Super Recruitment 2024?
- উত্তর : আবেদন করতে হবে শুধুমাত্র অফলাইনের মাধ্যমে।বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://rbu.ac.in/home/requitmentall গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে।
- WB Hostel Super Recruitment 2024 মাসিক বেতন কত ?
- উত্তর : নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩৫,০০০ টাকা দেওয়া হবে।
- WB Hostel Super Recruitment 2024 মোট শূন্যপদ কত ?
- উত্তর : মোট ৪ টি শূন্য পদ রয়েছে।