WB HS Result 2025 Check: আগামী ৭ ই মে ২০২৫ সালে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য তোমাদের ** লিংক নিচে দিয়ে দেব। একটি না হলে অন্য ৩,৪ টে লিংক অবশ্যই ক্লিক করবে।
উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের(WBCHSC) তরফ থেকে আনুষ্ঠানিকভাবে দুপুর সাড়ে বারোটায় উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে। প্রথমে প্রত্যেক ছাত্র ছাত্রীকে জানানো হচ্ছে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এ চেক করবে।
যদি সেখানে সমস্যা সৃষ্টি হয় , তাহলে নিচের দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট গুলোর মাধ্যমে রেজাল্ট দেখা যেতে পারে। (WB HS Result 2025 Check)
সু শৃংখল ব্যবস্থাপনা(WBCHSE HS Result 2025)
এবছরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা মার্চ মাসের ৩ তারিখ থেকে ১৮ তারিখ অব্দি শান্তি পূর্ন ভাবেই চলেছিল। শিক্ষা সংসদের নিয়মানুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হচ্ছে।
West Bengal উচ্চ মাধ্যমিক ফলাফল জানার জন্য অফিশিয়াল ওয়েবসাইট(WB HS Result 2025 Check Official Website)
এছাড়াও সংসদ অনুমোদিত অন্যান্য ওয়েবসাইট গুলো হলো –
অন্যান্য গুরুত্তপূর্ণ তথ্য
মে মাসের ৭ তারিখ দুপুর সাড়ে বারোটায় সাংবাদিক সম্মেলন করে কৃতি ছাত্র ছাত্রীদের নাম ঘোষণা করা হবে। বেলা দুটো থেকে পড়ুয়া এবং গার্জেনরা নিজেরাই রেজাল্ট অনলাইনের মাধ্যমে দেখতে পারবে। সাথে বিদ্যালয় কর্তৃপক্ষ এর কাছে ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট চলে আসবে। পরের দিন ৮ ই মে ছাত্রছাত্রীরা সেগুলো পেয়ে যাবে।
সংসদ অনুমোদন পাওয়া যে সব অ্যাপ্লিকেশনে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখতে পাবে, সেগুলো হলো –
Jagran Josh
WBCHSE Results
FastResult
TV9 News App
iResults
উপসংহার
প্রিয় শিক্ষার্থীরা, ফলাফল প্রকাশের দিন একসাথে ফলাফল দেখার জন্য ওয়েব সার্ভারে লোড বেড়ে যায়। এই কারণে আপনাদের যাতে সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়, একসাথে রেখেছি উচ্চ মাধ্যমিক ফলাফল জানার সমস্ত লিংক। এতে আপনাদের কোন সমস্যার সৃষ্টি হবে না।
৭ ই মে , আপনি এই লিংকে গুলোর মাধ্যমে ফলাফল জানতে পারবেন। যদি কোন লিংক খুলতে সমস্যা হয় কিংবা সার্ভার ডাউন থাকে, তাহলে অন্যটি প্রচেষ্টা করুন। আশা রাখি, আমাদের এই পোস্টটি আপনাদের জন্য উপকৃত হবে।