২০০০ সালের ১লা জুলাই যাত্রা শুরু, টানা ২৫ বছর ধরে শিয়ালদহ থেকে দিল্লি – এক অনন্য সফরপথের সাক্ষী এই রাজধানী এক্সপ্রেস।

যাত্রীদের লাল কার্পেট, গোলাপ দিয়ে স্বাগত জানানো হয়। অভ্যর্থনার এই আয়োজন ছিল একেবারে রাজকীয়!

রজতজয়ন্তী উপলক্ষে ছিল বিশেষ মেনু – বাসন্তি পোলাও, নারকেল ছোলার ডাল, রসগোল্লা সহ আরও অনেক কিছু!

সেই প্রথম দিনের স্মৃতি ফিরে পেল শিয়ালদহ, যখন একই গার্ড ও চালককে ডাকা হল এই ঐতিহাসিক দিনে।

সেলিব্রেশনের পাশাপাশি উঠেছে প্রশ্ন – আগের মতো পরিষেবা কি এখনও বজায় রাখতে পারছে রেলমন্ত্রক?