আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

West Bardhaman Group C Requirement 2025: শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে, প্রতি মাসে বেতন ১০,০০০/- টাকা

Published on: May 8, 2025
West Bardhaman Group C Requirement 2025

West Bardhaman Group C Requirement 2025: পশ্চিমবঙ্গের (West Bengal) চাকরী খোঁজার প্রার্থীদের জন্য রইলো খুশির খবর। এবার পশ্চিম বর্ধমান জেলার তরফ থেকে কাজে বিজ্ঞপ্তি বের হলো। আজকের প্রতিবেদনে সেটি নিয়ে আলোচনা হতে চলেছে।

নমস্কার সকলকে। আমাদের ওয়েবসাইটে নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি, আজকের প্রতিবেদন সেরকম হতে চলেছে। আজকের প্রতিবেদন থাকছে পশ্চিম বর্ধমান জেলার চাকরির খবর নিয়ে।

সম্প্রতি প্রকাশ হয়েছে পশ্চিম বর্ধমান জেলার ভূমি অফিসের তরফে নতুন নিয়োগ পদ্ধতির বিজ্ঞপ্তি। ‘গ্রুপ সি’ পদে নিয়োগ করা হবে। চলুন রইল বিস্তারিত।

আজকের প্রতিবেদনে জানতে পারবেন – কোন পদে নিয়োগ হবে? কোন জেলায় নিয়োগ হতে চলেছে? বেতন কত হবে? বয়স কত থাকলে আবেদন করতে পারবে? আবেদন পদ্ধতি এবং আবেদন প্রক্রিয়া কীভাবে?

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

West Bardhaman Group C Requirement 2025 – Overview

Company NameGovernment of West Bengal Office of the District Magistrate & Collector, Paschim Bardhaman
Position NameGroup C
Age LimitUpto 64 years
Vacancies08
Salary StructureRs. 10,000
Application processOffline
Education QualificationMadhyamik or Matriculation
Last date of Applications17 May 2025
Official Websitewww.paschimbardhaman.gov.in

সংস্থার নাম(West Bardhaman Group C Requirement 2025):

যে নিয়োগকারী সংস্থার তরফ থেকে নিয়োগ করা হবে তা হলো – জেলা ভূমি দপ্তর, পশ্চিম বর্ধমান (Land Office, West Bardhaman)

শূন্যপদ(West Bardhaman Group C Vacancies 2025):

জেলা ভূমি দপ্তর, পশ্চিম বর্ধমান (Land Office, West Bardhaman) -এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ০৮ টি শূন্যপদ রয়েছে।

পদের নাম:

জেলা ভূমি দপ্তর, পশ্চিম বর্ধমান (Land Office, West Bardhaman)– এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ সি পদে (Group C) আটজনকে নিয়োগ করা হবে।

West Bardhaman Group C Notification 2025 – Here to Download PDF

শিক্ষাগত যোগ্যতা(West Bardhaman Group C Eligibility Criteria 2025):

জেলা ভূমি দপ্তর, পশ্চিম বর্ধমান (Land Office, West Bardhaman) – এ নিয়োগের জন্য প্রার্থীদের আবশ্যিকভাবে একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (Madhyamik or Matriculation) পাশ করতে হবে। সঙ্গে কম্পিউটারে দক্ষতা অর্জন করতে হবে।

এই চাকরি সম্পর্কিত আরো তথ্য জানার জন্য চোখ রাখুন, আমাদের ওয়েবসাইটে। নিত্য নতুন চাকরী আপডেট নিয়ে আসার সবসময় চেষ্টা করে থাকি, আসুন বাকি তথ্যের দিকে চোখ রাখা যাক।

বয়সসীমা(West Bardhaman Group C Age Limit 2025):

এই চাকরির জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৬৪ বছর।

বেতন(West Bardhaman Group C Salary 2025):

জেলা ভূমি দপ্তর, পশ্চিম বর্ধমান (Land Office, West Bardhaman)– এ নিয়োগের বিজ্ঞপ্তিতে বেতনের কথা উল্লেখ করা হয়েছে। যোগ্য প্রার্থীরা প্রতি মাসে ১০,০০০ টাকা করে বেতন পাবেন। তাছাড়া দপ্তরের তরফে অতিরিক্ত ভাতা এবং নির্দিষ্ট অ্যালাওএন্স দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নজর রাখুন, নতুন কোনো আপডেট এলে তখনই জানতে পারবেন।

কীভাবে আবেদন করবেন(West Bardhaman Group C Application Process 2025):

যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের আবেদন পত্র জমা করতে হবে, অফলাইন পদ্ধতিতে। তারজন্য প্রার্থীদের https://paschimbardhaman.gov.in/ ei লিংক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড (Download) করতে হবে। এরপর সেই ফর্মটি একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট (Print Out) করতে হবে। তারপর সেই আবেদন ফর্মটিতে নিজের সমস্ত তথ্য উল্লেখ করে পূরণ করতে হবে। এবং শেষে ইন্টারভিউর (Interview) দিন জমা করতে হবে।

আরো পড়ুন: Union Bank এ ৫০০টি পদে কর্মী নিয়োগ, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

কীভাবে প্রার্থীদের বেছে নেওয়া হবে(West Bardhaman Group C Selection Process 2025):

এখানে আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউর (Interview) মাধ্যমে। ইন্টারভিউটি হবে এই ঠিকানায় : চেম্বার অফ এডিএম (জি), পশ্চিম বর্ধমান জেলা অফিস/ এডিএম (জি) (Chamber of ADM, Bardhaman)।

আবেদন করার কবে শেষ তারিখ(Last date of Applications):

আপনাদের জানিয়ে রাখি, আবেদন করার কোনও শেষ তারিখ নির্ধারণ করা নেই। শুধুমাত্র ইন্টারভিউর তারিখ নির্ধারণ করা হয়েছে। সেদিনই যথাসময়ে উপস্থিত হতে হবে প্রার্থীদের। ইন্টারভিউর তারিখ হল ১৭/০৫/২০২৫ (17th May 2025).

নজর রাখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যাতে কোনও নতুন নোটিফিকেশন (Notification) আপনি মিস না করে যান।

এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং দেখতে থাকুন নতুন নতুন চাকরির আপডেট। মন্তব্য জানাতে ভুলবেন না।

FAQ About West Bardhaman Group C Requirement 2025

What qualifications are required for this job?

  • The candidates must have passed madhyamik or matriculation from recognized board and university.

Can a 12th pass get a job?

  • Yes, A 12th pass student can get this job.

What is the salary of Group-C staff?

  • According to the published notification, selected candidates will receive 10,000 rupess in hand.

In which state is the vacancy?

  • This vacancy is based in West Bengal.

How to apply for this job?

  • The application process is purely offline. You need to visit the official website and fill out the application form and submit it in the given address.

Is this job process online?

  • No. The job process is completely offline. You may check the official notification for additional information.

Can freshers apply for this job?

  • Yes, freshers can apply for this job. However, preference will be given to those who have prior experience.

Can women apply for this job?

  • Yes, both men and women can apply for this particular job.

বিঃদ্রঃ এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই। ভালো থাকবেন এবং পাশে থাকতে ভুলবেন না কিন্ত। নতুন নতুন চাকরির আপডেট নিয়ে হাজির হয়ে থাকি। চোখ রাখুন আগামীতে আসা চাকরির আপডেট গুলো। সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।

আজকের মতন এই টুকুই , দেখা হচ্ছে অন্য কোন চাকরির প্রতিবেদনে। ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য। আরেকটা অনুরোধ আপনাদের কাছে, প্রতিবেদনের পাশাপাশি বিজ্ঞপ্তি ফলো করতে ভুলবেন না। আবারো হাজির হবো, নিত্যনতুন সংহার নিয়ে। চলুন , আজকের মতন বিদায়।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment