আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

West Bengal Weather Alert: রাজ্যে ফের বৃষ্টির দাপট! টানা ৩ দিন এই জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কতা

Published on: July 4, 2025
West Bengal Weather Update

West Bengal Weather Alert: সম্প্রতি আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, উল্টো রথ থেকে অতি ভারী বর্ষণের সম্ভবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। এই মুহুর্তে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। যেটা পুরোপুরি কোলকাতার উপর দিয়ে গিয়েছে। যার জোরেই তুমুল টালমাটাল হচ্ছে রাজ্যের আবহাওয়া। উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় সংলগ্ন বঙ্গে ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

এই ঘূর্ণাবর্ত আপাতত দক্ষিণে অবস্থান করে রয়েছে। উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর – পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখা গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ওড়িশার ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিস্তৃত করেছে বঙ্গোপসাগর। এখন সক্রিয় মৌসুমী বায়ুর অক্ষরেখা রয়েছে কানির, শিবপুর, খাজুরাহো, ডাল্টনগঞ্জ, দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।

গত কয়েকদিনের আবহাওয়ার খবর ? (West Bengal Weather Alert)

গত বুধবার ২৩ মিলিমিটার বৃষ্টির জেরে কলকাতায় দিন ও রাতের পারদ স্বাভাবিকের খানিক নিচে ছিল। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার গোটা রাজ্যজুড়ে দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হয়। টানা তিনদিন চলবে এই বৃষ্টির রেশ। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। পরদিন অর্থাৎ রবিবার কমবে বৃষ্টির পরিমাণ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে।

এর জেরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে খবর। উল্লেখ্য, চলতি বছর শহর কলকাতা একদিনের জন্যও তাপপ্রবাহের কবলে পড়েনি। দক্ষিণবঙ্গের ৩ টি জেলা এবং উত্তরবঙ্গের ১ টি জেলা ছাড়া এই বছর আর কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি বলেই খবর। এখন চলুন জেনে নেওয়া যাক কবে, কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা(West Bengal Weather Alert)।

কবে, কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা?(West Bengal Weather Alert)

বৃহস্পতিবার, উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। জানা গেছে যে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে কলকাতা-সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এমনকি উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রভৃতি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে, আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টির পরিমাণ থাকবে সবথেকে বেশি। এছাড়াও বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: ডিজিটাল ভারত দশকে যাত্রা থেকে বিশ্ব নেতৃত্বের পথে, জানালেন প্রধানমন্ত্রী মোদি

শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টি হবে বলেই খবর। এছাড়াও বাকি উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

আটটি জেলাতে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া অফিসের তরফে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই বলেই পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বলেই জানা গেছে। এমনকি এদিন বাতাসে জলীয় বাষ্প থাকায় বাড়তে পারে অস্বস্তি (West Bengal Weather Alert)।

এই মুহুর্তে কোলকাতা এবং পার্শ্ববর্তী জেলা গুলোতে যে আবহাওয়া চলছে, তাতে মুড বিভিন্ন রকম রয়েছে। কোথায় হালকা বৃষ্টি, আবার কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি। এবছর গরম অত্যধিক পড়লেও কাল বৈশাখী ঝড়ের প্রভাব সে অর্থে কোথাও পড়েনি। তাই এখনো পর্যন্ত দিনের শুরুতে তাপমাত্রা থাকছে ২৬.৭ ডিগ্রি। তবে বেলা যত গড়াচ্ছে তাপমাত্রা হচ্ছে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস।

কীরকম থাকছে আবহাওয়া? (West Bengal Weather Alert)

যদি দিনের হিসেবে বিচার করা হয় তাহলে তাপমাত্রা থাকছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাস প্রবাহিত হচ্ছে আনুমানিক রূপে ৩১.১ ডিগ্রি। যার গতিবেগ ঘণ্টায় থাকছে প্রায় এস ই ১.৯ কিমি পার ঘণ্টা। আর্দ্রতা থাকছে প্রায় ৮১ ডিগ্রি সেলসিয়াস। আকাশ প্রায় মেঘলা থাকছে, ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে আগামী কয়েকদিন।

শুধু পশ্চিমবঙ্গ নয় সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে অরুণাচল প্রদেশ, রাজস্থান, গুজরাট, বিহার, ওড়িশা , মধ্য মহারাষ্ট্র এবং হিমাচল প্রদেশের কিছু কিছু জায়গায়।

এসব জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পাতের সাথে ঝোড়ো হওয়া দিচ্ছে ৩০ থেকে ৪০ কিমি। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা থেকে সরে ঝাড়খণ্ডের দিকে প্রবাহিত হয়েছে। বঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ায় সম্ভবনা রয়েছে উপকূল এবং পশ্চিমের জেলাগুলোতে। আগামী কাল ভারী বৃষ্টিপাত আরো বাড়তে পারে।

কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়তে পারে?

আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণাতে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। সাথে বাদ যাবে না, নদীয়া , পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা গুলো। এছাড়াও উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে চলেছে।

সাথে জারি থাকবে হালকা ঝোড়ো হাওয়া। পরশু অর্থাৎ শনিবার (জুলাই ৫, ২০২৫ ) এ ৮ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভবনা প্রবল রয়েছে। কোন কোন জায়গায় বিক্ষিপ্ত হলেও ভারী বৃষ্টিপাত হবে যেমন – পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান, হাওড়া জেলা, হুগলি জেলা, উত্তর ২৪ পরগণা এবং ২৪ পরগণা।

তবে আবহাওয়া দপ্তর থেকেও এটাও জানানো হয়েছে, নতুন সপ্তাহের শুরুর দিকে আবহাওয়ার পরিবর্তন আসবে। বৃষ্টিপাতের পরিমাণ আগের তুলনায় অনেক কমবে। তবে আরেকটা চিন্তার বিষয় হলো, বাতাসে জলীয় বাষ্প সক্রিয় অবস্থায় থাকার জন্য অস্বস্তি বেশ বাড়তে পারে। আগামী দিনের আবহাওয়ার আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে (Website) । ভালো থাকুন, আজকের মতন এই টুকুই।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment