Indian Post Office Job Recruitment 2025: মাধ্যমিক পাশে ইন্টারভিউয়ের মাধ্যমে পোস্ট অফিসে কর্মী নিয়োগ

By Taaza Somoy

Updated On:

Follow Us
Indian Post Office Job Recruitment 2025

Indian Post Office Job Recruitment 2025: এবার মাধ্যমিক পাশ করা চাকরী প্রচেষ্টা করা যুবক যুবতীদের জন্য সরকারি চাকরী (Goverment Service) সুযোগ আসতে চলেছে। সেই সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ। আজকের প্রতিবেদনটি তাঁদের জন্য গুরুত্তপূর্ণ, যারা পারিবারিক ভাবে আর্থিক ভাবে (Financial Issue) পড়াশুনা করতে পারছেন না, তাঁদের জন্য সুযোগ এনে দিচ্ছে ভারতীয় পোস্ট অফিস।

দীর্ঘ সময় ধরে , ইন্ডিয়ান ডাক বিভাগ (Indian Post Office) চলে আসছে বহাল তবিয়তে। তাই ছেলে মেয়েরা এখানে , চাকরী পাওয়ার জন্য চেষ্টা করে থাকে। ভারতের সব কটি রাজ্যে থেকে ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন। তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা (Interested Job Holders) দেরি না করে আবেদন করে ফেলুন আজকেই।

নমস্কার, সবার প্রথমে সবাইকে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদও সাথে। নতুন নতুন চাকরীর আপডেট দেওয়ার চেষ্টা করা হয় ওয়েবসাইটে। আপডেটটি সবসময় পুরোটা পড়ার চেষ্টা করবেন। তাছাড়াও আবেদন করার সময় বিজ্ঞপ্তি (Application) ভালো করে লক্ষ্য রাখবেন। আবেদনের তারিখ অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। সেই বুঝে ফর্ম ফিলাপ করে ফেলুন। বিজ্ঞপ্তিতে ছোট থেকে গভীর ডিটেলস পেয়ে যাবেন, সাথে প্রতিবেদন আপনাকে অনেকটা সহজ করে আবেদন করার জন্য। দেরি না করে আবেদনের ফর্ম ফিলাপ (Form Fill up)করে ফেলুন। এরপর প্রোসেস গুলো ফলো রাখুন। বাকি কোন বিষয়ে সমস্যা থাকলে ওয়েবসাইটে কন্ট্যাক্ট ডিটেলস (Contact Details) দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। চলুন আজকের প্রতিবেদনে ফেরা যাক।

সংস্থার নামIndian Post Office
পদের নামইন্ডিয়ান পোস্ট জিডিএস ( Indian Post GDS)
আবেদন জানানোর শেষদিন(LAST DATE OF APPLIICATION)28/03/2025
Indian Post Office Job Recruitment 2025

আরও আপডেটঃভারতীয় কোস্ট গার্ডে কর্মী নিয়োগ, শূন্যপদ ৩০০ টি

পদ অনুযায়ী তথ্য:

ভারতীয় ডাক বিভাগ যে পদের জন্য নিচ্ছে , সেটি হলো Indian Post GDS Recruitment 2025। গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদন করার সূযোগ এসে গেল আপনার কাছে। শূন্যপদ মোটেও খারাপ নয়, বরংচ আপনার প্রত্যাশা থেকে অনেকটাই বেশি।

শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তি অনুযায়ী দেওয়া আছে ৬৫ হাজার ২০০ টি। বেতন শুরুই থাকবে ১০ হাজার টাকা থেকে। সেটি বেড়ে ২৯ হাজার ৩৮০ টি। বয়সের সময় সীমা শুরু হবে ১৮ বছর থেকে। সংরক্ষিত শ্রেণীর জন্য ছাড় অবশ্যই রয়েছে।

SC এবং ST এর জন্য ৫ বছর, OBC এর জন্য ৩ বছর, এবং PwBD এর জন্য ১০ বছর। বয়সের সর্বচ্চো সীমা হলো ৪০ বছর।

QualificationMadhyamik
Vacancies65,200
Application ProcessOnline
StateAll State
Indian Post Office Job Recruitment 2025

আবেদন করার পদ্ধতি:

Indian Post Office Job Recruitment 2025 এর অফিশিয়াল ওয়েব সাইট থেকে ফর্ম ফিলাপ (Form Fill up) করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করুন। নিজের নাম, DOB এবং Email Id লিখুন। এরপর ডকুমেন্ট সাবমিট (Document Submit) করতে হবে। সাইজ (Size) চেক করে নেবেন।

এবার ফর্মটি ডাউনলোড করে এক কপি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিন। আবেদন ফি লাগবে কিনা, সেটা বিজ্ঞপ্তিতে ভালো করে দেখে নিন।

Age Limit18 to 40
Official Websitehttps://indiapostgdsonline.gov.in/
Salary StructureBasic salary 10,000 rs
Important DocumentsAadhar Card – Pan Card Etc
Photo SizePassport size

প্রয়োজনীয় নথিপত্র (Important Document):

ID Proof – ভোটার আইডি কার্ড (Voter ID Card) , আধার কার্ড (Aadhar Card), Pan Card etc Xerox অ্যাটাচ করতে হবে। Caste documents, Education Certificate এবং Passport Size ছবি।

আবেদন করার তারিখ এখনো অবধি শুরু হয়নি, শুধুমাত্র Vaccancy এর নোটিফিকেশনটি এসেছে। তারিখ ম্যানশন করা আছে মার্চ মাসের ৩ তারিখ থেকে, চলবে ২৮ শে মার্চ অবধি।

Application start03 March 2025
Last date of application28 March 2025

নিয়োগ প্রক্রিয়া :

মেরিট লিস্ট অনুযায়ী নির্বাচন করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এরপর মেডিকেল ফিটনেস পরীক্ষা হবে।

FAQs about Indian Post Office Job Recruitment 2025

1. What is the focus keyphrase for this recruitment?

Ans: The focus keyphrase is “Indian Post Office Job Recruitment 2025

2. How many positions are available?

Ans: 65,200 vacancies.

3. What are the educational qualifications needed?

Ans: Minimum qualification is Madhyamik pass.

4. When is the last date to apply?

Ans: The last date to submit your application for Indian Post Office Job Recruitment 2025 is 28 March, 2025.

5. Is the application process online or offline?

Ans: The application must be submitted online.

বিশেষ দ্রষ্টব্য: এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment