আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Sirsa BWS Trade Apprentices Recruitment 2025: ITI সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত

Published on: April 20, 2025
Sirsa BWS Trade Apprentices Recruitment 2025

Sirsa BWS Trade Apprentices Recruitment 2025: চাকরি হলো জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কেবল আয়ের উৎস নয়, ব্যক্তিত্ব গঠনেরও মাধ্যম। সঠিক চাকরি পেলে আত্মবিশ্বাস বাড়ে এবং ভবিষ্যৎ নিরাপদ হয়। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে দক্ষতা ও অভিজ্ঞতা অপরিহার্য। চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি, অধ্যবসায় ও ইতিবাচক মানসিকতা অত্যন্ত জরুরি। সাফল্য ধৈর্যের ফল।

আমার লক্ষ্য একটাই, আপনারা যেন এক জায়গা থেকেই সকল প্রয়োজনীয় চাকরির আপডেট সহজে, পরিষ্কারভাবে এবং নির্ভরযোগ্যভাবে পেতে পারেন। এখানে প্রতিটি চাকরির বিজ্ঞপ্তির সাথে সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবেন, কী যোগ্যতা দরকার , কবে আবেদন শুরু ও শেষ হবে এবং অফিসিয়াল নোটিশের লিংক।

আজ থাকছে সিরসা ভাকরা ওয়াটার সার্ভিস (BWS) -এর প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা। এবার সুপ্রতিষ্ঠিত ও সম্মানজনক সরকারি সংস্থায় কেরিয়ার গড়ার স্বপ্ন এবার সত্যি হওয়ার পালা।

আজকের প্রতিবেদনে কী কী দেখবেন, দেখে নিন সংক্ষিপ্ত রূপে :

এই চাকরির প্রতিবেদন থেকে যে গুলো জানতে পারবেন, তা হলো – নিয়োগকারী সংস্থার নাম, শূন্যপদ, আবেদন প্রক্রিয়া, আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, আবেদনকারীর বয়স এবং বেতন সংক্রান্ত নানা বিষয়।

চলুন জেনে নিন আজকের প্রতিবেদন অনুযায়ী বিস্তারিত আলোচনায়

Sirsa BWS Trade Apprentices Recruitment 2025-Highlights

Company NameSirsa Bhakra Water Service (BWS)
Position NameTrade Apprentices
Age Limit18 Years
Vacancies42
Salary StructureFollow Notification
Education QualificationITI
Application processOnline
Last date of Applications30 April 2025
Official Websitewww.hid.gov.in

Sirsa BWS Trade Apprentices Notification 2025 Click Here to Download

সংস্থার নাম(Sirsa BWS Trade Apprentices Notification 2025):

সিরসা ভাকরা ওয়াটার সার্ভিস (BWS)

শূন্যপদ(Sirsa BWS Trade Apprentices Vacancy 2025):

৪২টি মোট শূন্যপদ।

পদের নাম:

পদের নাম এবং শূন্যপদের সংখ্যা নিচে দেওয়া হলো।

সিরসা BWS নিয়োগ ২০২৫-এর মাধ্যমে মোট ৪২টি শূন্যপদের ঘোষণা করা হয়েছে। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, বিভাগের ভিত্তিতে সিরসা BWS অ্যাপ্রেন্টিস ২০২৫-এর শূন্যপদ বণ্টন ভালোভাবে পর্যালোচনা করুন এবং শেষ মুহূর্তের সার্ভার সমস্যা এড়াতে দ্রুত অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

Name of PostNumber of Vacancies
Draughtsman (Civil)09
Stenographer (Hindi)08
Stenographer (English)08
COPA 011
Plumber02
Carpenter02
Electrician02

শিক্ষাগত যোগ্যতা(Sirsa BWS Trade Apprentices Recruitment Eligibility Criteria 2025):

প্রত্যেক আবেদনকারীকে আইটিআই অথবা সমতুল্য কোনও কোর্স করে থাকতে হবে। পদের বিস্তারিত শর্তাবলি ও অতিরিক্ত নির্দেশাবলি নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকবে, তাই আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Post NameEducation QualificationAge Limit
Trade ApprenticesApplicant must have completed ITI or equivalent course.18 Years

কীভাবে আবেদন করবেন(Steps to Apply Online for Sirsa BWS Trade Apprentices recruitment 2025):

সিরসা ভাকরা ওয়াটার সার্ভিসেস অফিসিয়ালি সিরসা BWS অ্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৫-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়ার ঘোষণা করেছে, যা ৪২টি ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য খোলা হয়েছে। এটি সংস্থার মধ্যে একটি কর্মজীবন গড়ে তোলার জন্য প্রার্থীদের জন্য একটি মূল্যবান সুযোগ প্রদান করে। আগ্রহী প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, তারা অফিসিয়াল ওয়েবসাইট www.hid.gov.in-এ উল্লিখিত যোগ্যতার মানদণ্ড এবং চাকরির বিবরণ পর্যালোচনা করুন। আবেদন প্রক্রিয়া যাতে মসৃণভাবে সম্পন্ন হয়, সে জন্য শেষ তারিখের আগেই আবেদনপত্র জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে শেষ মুহূর্তের ভিড় এড়ানো যায়।

প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, তারা সম্পূর্ণ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন। যদি কোনো প্রার্থী নির্ধারিত যোগ্যতা পূরণ করেন, তাহলে তিনি এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। সিরসা BWS নিয়োগ ২০২৫-এর জন্য সম্পূর্ণ আবেদনপত্র পূরণ করতে এই ধাপগুলি অনুসরণ করতে পারেন।

প্রথমে সিরসা ভাকরা ওয়াটার সার্ভিসেস-এর অফিসিয়াল ওয়েবসাইট www.hid.gov.in-এ যান।
হোম পেজে থাকা “Apply Online” বিভাগে যান, অথবা এই প্রবন্ধেও সরাসরি আবেদন করার লিংক দেওয়া হয়েছে।

আপনার মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সম্পূর্ণ আবেদনপত্র পূরণ করুন।
প্রয়োজনীয় নথিপত্র, যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করুন।

আবেদনপত্র পূরণ করার পর, অফিসিয়াল পেমেন্ট পোর্টালে গিয়ে আবেদন ফি পরিশোধ করুন।
আবেদনপত্র জমা দেওয়ার পর, সেটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য প্রিন্টআউট নিয়ে রাখুন।

Sirsa BWS Trade Apprentices Recruitment 2025 Online Apply Link

বয়সসীমা:

প্রত্যেক আবেদনকারীকে ন্যূন্যতম ১৮ বছর বয়সী হতে হবে।

বেতন:

চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর প্রার্থীরা স্টাইপেন্ড পাবেন। তবে তার পরিমাণ কি হবে তা এখনও স্পষ্ট করে বলা হয়নি।

কীভাবে প্রার্থীদের বেছে নেওয়া হবে:

ঘোষিত সমস্ত পদের জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে। সেই অনুযায়ী ইন্টারভিউ হবে।

আবেদন করার শেষ তারিখ(Last date of Applications):

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ০৪ এপ্রিল ২০২৫ তারিখে এবং শেষ হবে ৩০ এপ্রিল ২০২৫ তারিখে। নজর রাখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যাতে কোনও নতুন নোটিফিকেশন আপনি মিস না করে যান।

Our Facebook Group LinkClick here
Our Facebook Page LinkClick here

এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ। এই প্ল্যাটফর্ম শুধুমাত্র চাকরির খোঁজ নয়, বরং আপনাদের কেরিয়ার গঠনের একটি সহায়ক মাধ্যম। তাই নিয়মিত এই পোস্টগুলো দেখুন, শেয়ার করুন, এবং আপনার পছন্দমতো চাকরির জন্য প্রস্তুতি নিতে থাকুন।

বিঃদ্রঃ এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই। ভালো থাকবেন এবং পাশে থাকতে ভুলবেন না কিন্ত। চোখ রাখুন আগামীতে আসা চাকরির আপডেট গুলো। সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment