Dhiraj Kumar: চলচ্চিত্র জগতে এমন কিছু অভিনেতা রয়েছেন। যারা দশকের পর দশক আনন্দ দিয়ে এসেছেন। এমনি এক অভিনেতা হলেন ধীরাজ কুমার (Dhiraj Kumar)। ১৯৬৫ সাল থেকে তাঁর চলচ্চিত্র জগত শুরু হলেও তিনি একের পর এক চরিত্রে অভিনয়ের মাধ্যমে মানুষের জীবনে জায়গা করে নিয়েছিলেন। কিন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, অভিনেতা ধীরাজ কুমার (Actor Dhiraj Kumar) আর নেই আমাদের মধ্যে। তিনি চিরতরে বিদায় নিয়েছেন এই দুনিয়া থেকে।
নমস্কার, আমি তাজা সময়ের তরফ থেকে আপনাদের আজকের প্রতিবেদনে জানাচ্ছি। যারা এখনো আমাদের ওয়েবসাইটটি ফলো করেননি। তাঁরা আমাদের ওয়েবসাইটে থাকার অনুরোধ রইলো।
চলুন আজকের প্রতিবেদনে শুরু করা যাক,
Dhiraj Kumar চলচ্চিত্র জগতে এক নাম। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এক দশক। তাঁর অভিনীত কিছু ছবির নাম হলো – Ratoon Ka Raja, Aabra ka Dabra, Roti Kapada Aur Makaan, Swami, Heera Panna, Ranga Kush, Beharoopia, Ratnadeep, Aatish, Sargam, Tyaag, Ghungro ki Awaaz, Painter Babu, Purana Mandir, Aaj ki Awaaz, Kranti, Shriman Shrimati ইত্যাদি আরো অনেকে।
কোথায় মারা গিয়েছেন? (Dhiraj Kumar)
বর্ষীয়ার অভিনেতা ও জনপ্রিয় টেলিভিশন প্রযোজক ধীরাজ কুমার আর নেই । আজ ১৫ ই জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। যানা গেছে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এবং কয়েক দিন ধরে আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন।
তার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ।পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে। ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও সহকর্মীরা এই দুঃখজনক খবর পেয়ে মর্মাহত ও শোকাহত।
কিভাবে Dhiraj Kumar ক্যারিয়ার জীবন শুরু করেছিলেন?
ধীরাজ কুমারের দীর্ঘ ও বৈচিত্র ময় কর্মজীবন শুরু হয় ১৯৬৫ সালে। যেখানে তিনি প্রথমে মডেল হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর ধীরে ধীরে সিনেমা এবং টেলিভিশন জগতের এক পরিচিত মুখ হয়ে ওঠে ১৯৭০ থেকে ১৯৮৪ সালের মধ্যে তিনি মোট ২১টি পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করেন। সেই সময় তিনি পাঞ্জাবি সিনেমার একজন প্রিয় তারকা হয়ে ওঠেন।
শুধু অভিনয় নয়, টেলিভিশন প্রযোজনাতে ও তার অবদান স্মরণীয়। ১৯৮৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘ক্রিয়েটিভ আই লিমিটেড’ নামে এক প্রযোজনা সংস্থা, ভারতীয় টেলিভিশনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত হয় বহু জনপ্রিয় ধারাবাহিক, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘ও ওম নমঃ শিবায়’, ‘জয় গঙ্গা মাইয়া’ এবং ‘শ্রী গনেশ’।ধর্মীয় পৌরাণিক ধারাবাহিক নির্মাণে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন।
আরও পড়ুন: UP incident 2025 : Delhi Police এর উপর একদল জনতার হামলা, ১২ জনের বিরুদ্ধে মামলা
কোন কোন ছবির মধ্য দিয়ে Dhiraj Kumar দর্শকদের মন জিতে নিয়েছিলেন?
হিন্দি চলচ্চিত্রে ও তার অবদান কম ছিল না।’স্বরমি’ ‘হীরা পান্না’ ‘রাঁতো কা রাজা’ প্রভৃতি ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। তিনি ছিলেন একাধারে অভিনেতা প্রযোজক ও সমাজ সেবক তার কাজের পরিধি শুধু বিনোদনের মাধ্যমে সীমাবদ্ধ ছিল না, বরং তিনি সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে সদা উদ্যোগী ছিলেন।
ধীরাজ কুমারের প্রয়াণে একটি যুগের অবসান ঘটলো বলে মনে করছেন অনেকে। কিন্তু শুধু একজন প্রতিভাবান শিল্পী নয়, তিনি ছিলেন একজন পথপ্রদর্শক। অভিনেতা অভিনেত্রী তার প্রযোজনায় কাজ করার মাধ্যমে নিজেদেরকে ক্যারিয়ার শুরু করেছিলেন। তার মত একজন সুজনশীল মনীষীকে হারিয়ে তার সহকর্মী ও অনুরাগীরা।

তার মৃত্যুতে বলিউডের বহু তারকা ও টেলিভিশন শিল্পীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। একজন নিবেদিতপ্রাণ শিল্পীর মতো বিরাজ কুমার সারা জীবন ধরে মন দিয়ে কাজ করে গিয়েছেন। দর্শকদের উপহার দিয়েছেন স্মরণীয় সব চরিত্র ও অনুষ্ঠান।
শিল্পী সমাজে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তার আত্মার শান্তি লাভ করুক, এই কামনাতেই আজ চোখ ভিজছে তার অগণিত অনুরাগীর।
তিনি এমন এক অভিনেতা ছিলেন, যিনি ১৯৭০ থেকে ১৯৮৪ পর্য্ন্ত ২১ টি পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছিলেন। শুধু তাই নয়, Dhiraj Kumar প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিলে সনাতনী ধর্ম প্রচার করেছিলেন। নিজেও ইসকন মন্দির পরিদর্শন করেছিলেন। শান্তিও পেয়েছিলেন তাঁর বক্তব্য মতে।
ছোট পর্দায়ও তিনি সমানতালে অভিনয় করেছিলেন। ৩৫ টির বেশি টিভির শো’ তে অংশ গ্রহণ করেছিলেন। Dhiraj Kumar জনপ্রিয় শো‘ আদালত ’, ‘মিলি’, এবং ‘ঘর কি লক্ষী বেতিয়ানের মতন’ শো তে অংশ গ্রহণ করেছিলেন।
বিশেষ দ্রষ্টব্য: আমরা শুধু মাত্র ওয়েবসাইটের মিডিয়া মাত্র। আমাদের প্রচেষ্টা থাকে, নিত্য নতুন খবর আপনাদের সামনে নিয়ে আসা। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।