আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

PM Kisan 20th Installment: প্রধানমন্ত্রীর মোদি পাঠালেন টাকা, কিভাবে জানবেন আপনি পেয়েছেন কিনা?

Published on: August 7, 2025
PM Kisan 20th Installment

PM Kisan 20th Installment: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২০ তম কিস্তি দেশের ৯.৭ কোটি কৃষকের আ্যকাউন্টে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের বারানসি জেলার সেবাপুরীর বনৌলি গ্রাম থেকে ২০ তম কিস্তি এর মাধ্যমে ট্রান্সফার করেন এই কিস্তি DBT (Direct Bank Transfer)মাধ্যমে ₹২০,৫০০ কোটিরও বেশি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট জমা হয়েছে।

এই যোজনার অধীনে প্রতিটি কৃষক বছরে তিনটি কিস্তিতে মোট ৬০০০ টাকা পাবেন। প্রত্যেক কিস্তিতে ২ হাজার টাকা করে সরাসরি কৃষকের আ্যকাউন্টে ট্রান্সফার করা হয়। এর আগেও প্রধানমন্ত্রীর মোদি ২০২৪ সালের ১৮ই জুন বারানসি থেকে ৯.২৬ কোটি কৃষকের আ্যকাউন্টে ১৯তম কিস্তির টাকা পাঠিয়েছিলেন। আর এবার কুড়ি তম কৃতি পৌঁছে গেল ৯.৭ কোটি কৃষকের কাছে।

কিভাবে জানবেন আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা?

অনেক সময় কৃষকদের একাউন্টে টাকা আসলেও মোবাইলে মেসেজ আসে না। এতে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে আপনি ঘরে বসেই অনলাইনে চেক করতে পারেন টাকা এসেছে কিনা নিচে ধাপে ধাপে প্রক্রিয়া দেওয়া হল-

  • প্রথমে PM KISHAN এর অফিসিয়াল ওয়েবসাইটে
  • Farmer Corner’বিভাগে চান এবং ‘Beneficiary Status’ অপশনে ক্লিক করুন
  • একটি নতুন পেজ খুলবে যেখানে আপনাকে আপনার আধার নম্বর ,মোবাইল নম্বর, বা ব্যাংক একাউন্ট নম্বর দিতে হবে
  • তথ্য জমা দেওয়ার পর স্ক্রিনে আপনার ২০ তম কিস্তি স্ট্যাটাস দেখাবে


যদি সেখানে e-KYC,Land seeding ওAadhar -Bank seeding অপশন গুলোর পাশে ‘Yes’ লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার একাউন্টে টাকা চলে এসেছে বা আসতে চলেছে।

তবে মনে রাখবেন দেশের কোটি কোটি কৃষককে টাকা পাঠানো হয় বলে, সবার একাউন্টে একসাথে টাকা পৌঁছায় না। কারোর টাকা সঙ্গে সঙ্গে আসে ,কারও আবার একদিন দেরিতে সেক্ষেত্রে ধৈর্য ধরাটাই শ্রেয়।

আরও পড়ুন: সুখবর! এবার ৬,৫৮৯ টি টি শূন্য পদে স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ, জানুন নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি

টাকা না পেলে কি করবেন?

যদি আপনি অনলাইনে দেখেন নিশ্চিত না হতে পারেন তাহলে আপনার নিজস্ব ব্যাংক ব্রাঞ্চ এ গিয়ে পাসবুক আপডেট করতে পারেন বা মিনিস্টেটমেন্ট চেক করে দেখে নিতে পারেন টাকা জমা হয়েছে কিনা।

এই কিস্তির অর্থনৈতিক গুরুত্ব

এই যোজনার মাধ্যমে সরকার কৃষকদের আর্থিকভাবে সাহায্য করে। যাতে তারা বীজ, সার ,কৃষি যন্ত্রপাতি কিনতে পারে। করোনার পর কৃষকেরা নানান সমস্যার মুখোমুখি হয়েছেন ।এই ধরনের আর্থিক সহায়তা তাদের অনেকটা স্বস্তি দেয়।

এইবারের ২০ তম কিস্তি ৯.৭ কোটি কৃষকের মুখে হাসি ফোটাবে বলে আশা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে, কৃষকদের e-KYC ল্যান্ড রেকর্ড ও আধার ব্যাংক লিংকিং সম্পূর্ণ করে নিতে হবে না হলে তারা এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

PM KISAN যোজনা আজ দেশের কোটি কোটি কৃষকের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। নিয়মিত কিস্তির মাধ্যমে সরকার কৃষকদের পাশে থাকার বার্তা দিচ্ছে। আপনি যদি এই যোজনার অন্তর্ভুক্ত হন তাহলে এখনই চেক করে নিন আপনার অ্যাকাউন্টে কিস্তির টাকা এসেছে কিনা।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment