Offbeat Destinations in Dooars: লং উইকেন্ড মানে মন খুঁজে বেড়াই নির্জন সবুজে মোড়া কোনও গন্তব্য। রাখি পূর্ণিমা থেকে শুরু করে স্বাধীনতা দিবস সামনে রয়েছে একগুচ্ছ ছুটি শহরের কোলাহল ধোয়া আর ব্যস্ততা থেকে মুক্তি পেতে চাইলে ডুয়ার্স হতে পারে আপনার জন্য সেরা পছন্দ। কিন্তু চেনা পরিচিত জায়গার বাইরে, ডুয়ার্সে আছে কিছু অদ্ভুত লোকেশন যেখানে ভিড় নেই আছে শুধু প্রকৃতির শান্তি। চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি বিশেষ গন্তব্য স্থল-
রিশপ (কাঞ্চনজঙ্ঘার কোলে নির্জনতা)
তাড়াহুড়োর জীবনে মাঝে মাঝে দরকার একখানি থেমে যাওয়া। রিসপে যেন সেই সুযোগই এনে দেয় সবুজ পাইন ওক আর রডোডেনড্রন ছায়ায় মোড়া এই ছোট্ট গ্রাম থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। এখানকার সানরাইজ ভিউ পয়েন্টে দাঁড়িয়ে যখন সূর্যোদয়ের সোনালী আলো পাহাড় ছুঁয়ে যায়, তখন মনে হয় সময় যেন থমকে আছে। এখানে কোন কোলাহল নেই শুধুই প্রকৃতির সঙ্গে।
জোরবাংলো পাহাড়ি সকাল আর চায়ের সুবাস
যদি দার্জিলিংয়ের ভিড় আপনার পছন্দ না হয় তবে জোরবাংলো হতে পারে আদর্শ বিকল্প। ছোট হলেও এই পাহাড়ে জনপদে প্রতিটি সকাল চায়ের সুবাসে ভরে ওঠে। তার পাশে নির্জনতা, সামনে দূরের পাহাড় আর কুয়াশা এই সমন্বয়ে আপনাকে একান্ত সময় কাটাতে সাহায্য করবে। এখানে রয়েছে বেশ কিছু সাশ্রয়ী হোমস্টে, যেখান থেকে আপনি স্থানীয় খাবার ও অতিথেয়তা উপভোগ করতে পারবেন।
লাটপাঞ্চার (পাখি পর্যবেক্ষণের স্বর্গ)
প্রকৃতিপ্রেমী বা সাইলেন্ট লাভারদের জন্য লাটপাঞ্চার যেন এক লুকানো রত্ন। মঙ্গলবাড়ী ফরেস্টের কোলে অবস্থিত এই জায়গা, পাখি পর্যবেক্ষণের জন্য বিখ্যাত। ভাগ্য ভালো থাকলে এখানকার পাহাড়ি মরুভূমিতে আপনি দেখতে পাবেন বিরল প্রজাতির রেড পান্ডা। এখানে নেই কোনো বাজার, নেই ভিড়, আছে শুধু সবুজ পাহাড়ি হাওয়া আর পাখির ডাক। যারা সত্যিকারের নির্জনতাই সময় কাটাতে চান, তাদের জন্য একেবারে উপযুক্ত।
রায়মাটাং জঙ্গলের বুকের মধ্যে লুকিয়ে থাকা স্বর্গ
ডুয়ার্সের চেনা গন্তব্য ছাড়িয়ে একটু গভীরে প্রবেশ করলে মিলবে রায়মাটাং। ঘন জঙ্গল ছোট নদী আর অসংখ্য পাখির ডাকে ভরা এই জায়গা যেন রূপকথার দেশ। এখান থেকে আপনি খুব সহজেই বক্সা ও জয়ন্তী ঘুরে আসতে পারেন। এখানে মোবাইল নেটওয়ার্কও খুব দুর্বল তাই বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে পারবেন ।সন্ধ্যার নিস্তব্ধ পরিবেশ এখানে সত্যিই মন ছুঁয়ে যায়।
সাইলি ডুয়ার্সের গোপন স্বপ্ন গ্রাম
মালবাজার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত সাইলি অথচ এখানে পর্যটকের প্রায় নেই বললেই চল। চারপাশে বিস্তীর্ণ চা বাগান দূরে পাহাড়ের ছায়া আর মাঝে আপনি এই একান্ত মুহূর্ত এই সাইলির আসল সৌন্দর্য ভোরবেলায় কুয়াশা ভেদ করে সূর্যের আলো পড়ার দৃশ্য এবং পাখির কলতান মিলে তৈরি হয় এক অপার্থিব পরিবেশ। দুদিন কাটালেই বুঝবেন শান্তির আসল মানে কি।
ডুয়ার্সের এই পাঁচটি অফ বিট লোকেশন আপনাকে শুধু ভ্রমণের আনন্দই দেবে না, বরং একান্তে নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ করে দেবে। এখানে নেই শহরের আওয়াজ, নেই সময়ের চাপ শুধু আছে পাহাড় জঙ্গল নদী আর অবারিত নীল আকাশ। তাই এই লং উইকেন্ড এ ভিড় এড়িয়ে ডুয়ার্সের এই গন্তব্য গুলির একটিকে বেছে নিন। আর প্রকৃতির কোলে নিজেকে নতুন করে আবিষ্কার করুন।