আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

The Family Man Season 3 Release: মুক্তির তারিখ, কাস্ট, গল্প ও স্ট্রিমিং ডিটেলস

Published on: August 16, 2025
The Family Man Season 3 Release

The Family Man Season 3 Release: ভারতের অন্যতম জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ The family man অবশেষে ফিরছে নতুন সিজন নিয়ে। এই সিরিজের বিশেষত্ব হলো বাস্তব জীবনের পারিবারিক ড্রামা ও উচ্চ ঝুঁকির গোয়েন্দা একশন এর খুনি নিখুঁত মিশ্রণ। গল্পের কেন্দ্রে রয়েছেন শ্রীকান্ত তিওয়ারি একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ কিন্তু পেশায় একজন অত্যন্ত দক্ষ সরকারি এজেন্ট, যিনি দেশের নিরাপত্তার জন্য প্রাণপণ লড়াই করেন।

শত্রুর বিরুদ্ধে মরণপণ মিশন সামলানোর পাশাপাশি তিনি চেষ্টা করেন দায়িত্বশীল স্বামী ও স্নেহশীল পিতা হতে। এই দ্বৈত জীবনের টানা পড়িনি সিরিজটিকে করেছে ভিন্নধর্মী ও দর্শকপ্রিয়। শ্রীকান্ত চরিত্রে অভিনয় করা মনোজ বাজপেয়ী তার নিখুঁত অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন বারবার।
এবার দেখা যাক, The family man Season 3 সম্পর্কে এখনো পর্যন্ত কি কি জানা গেছে

The Family Man Season 3 Release Date and Streaming platform

অভিনেতা মনোজ বাজপেয়ীর সম্প্রতিক মন্তব্য অনুযায়ী মুক্তি পেতে পারে 2025 সালের অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে। অর্থাৎ, দর্শকদের জন্য উৎসবের মরশুমে আসছে এই বহুল প্রতীক্ষিত সিজন।

যেমন আগের দুটি সিজন মুক্তি পেয়েছিল তেমনি নতুন সিজন স্ট্রিম হবে Amazon prime video।তাই যারা এখনো সিজন ১ ও ২ দেখেনি, তাদের জন্য এটাই সঠিক সময় বাকি এপিসোড গুলো দেখে নেওয়ার যাতে নতুন সিজন শুরু হতেই পুরো গল্পের ধারাবাহিকতা বোঝা যায়।

The Family Man Season 3: কি আশা করা যায়

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র ও মিডিয়া রিপোর্ট অনুযায়ী তৃতীয় সিজনে একশন ও ড্রামার মাত্রা আগের তুলনায় আরো বাড়বে। থাকবে রাজনৈতিক ষড়যন্ত্র ,আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও চূড়ান্ত উত্তেজনা মূলক মিশন।

আরও পড়ুন: নভেম্বরে মা হচ্ছেন ক্যাটরিনা? ভাইরাল পোস্টটি উসকে উঠল জল্পনা

সবচেয়ে বড় চমক হল নতুন ভিলেন। এবার গল্পে যুক্ত হচ্ছেন শক্তিশালী ও ইন্টেনস চরিত্রাভিনয়ের জন্য পরিচিত জয়দীপ আহলাওয়াত। ‘পাঠাল লোক’ ও অন্যান্য সিরিজে তার অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। Family Man Season 3 এ তিনি এক রহস্যময় ও ভয়ংকর প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করবেন, যা শ্রীকান্ত তিওয়ারি জীবনে নতুন চ্যালেঞ্জ বয়ে আনবে।

কেন এত জনপ্রিয় The Family Man?

  • দ্বৈত জীবন ও পারিবারিক টানা পোড়েন- শ্রীকান্ত তিওয়ারির জীবনে একদিকে রয়েছে পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই, অন্যদিকে দেশের জন্য বিপদজনক মিশন এই কনট্রাস্টই দর্শকদের মনে দাগ কেটে যায়।
  • বাস্তবধর্মী চিত্রনাট্য -ভারতীয় রাজনীতির সন্ত্রাসবাদ আন্তর্জাতিক ষড়যন্ত্র সব মিলিয়ে বাস্তব ঘটনার ছোঁয়া থাকে প্রতিটি সিজনে।
  • শক্তিশালী অভিনয়শিল্পী দল- মনোজ বাজপেয়ী ছাড়া প্রিয়মনি,শরিফ হাশমি ,দর্শন কুমার প্রমুখের অভিনয় গল্পকে জীবন্ত করে তোলে।

যারা Spy thriller, action drama, realistic story telling পছন্দ করেন তাদের জন্য The family man Season 3 হতে যাচ্ছে বছরের সবচেয়ে প্রতিখিত সিরিজ গুলির একটি। মুক্তির আগে সিজন ১ ও সিজন ২ রিফ্রেস করে নিলে নতুন সিজন প্রতিটি টুইস্ট আর উপভোগ্য হবে।
এখন শুধু অপেক্ষাও অক্টোবরের শেষ ও নভেম্বরের প্রথম সপ্তাহে, যখন Amazon prime video তে শ্রীকান্ত তিওয়ারি ফিরবেন আরও রোমাঞ্চকর মিশন নিয়ে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment