আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Bahubali The Epic Prabhas Comeback: প্রভাসের কাম ব্যাক! বাহুবলী রূপে উন্মাদনা তুঙ্গে

Published on: August 28, 2025
Bahubali The Epic

Bahubali The Epic Prabhas Comeback: অপেক্ষার অবসান ঘটল অবশেষে। এক দশক ধরে দর্শকেরা অপেক্ষা করছিলেন, কবে ফের বড়পর্দায় দেখা যাবে মহাকাব্যিক সেই চরিত্র ‘বাহুবলী’। অবশেষে মঙ্গলবার প্রকাশ্যে এলো ‘বাহুবলী :দা এপিক’ এর প্রথম ঝলক। প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোড়ন। প্রভাসকে সেই রাজকীয় রূপে দেখে উচ্ছ্বাসিত ভক্তরা।

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘Bahubali: The Beginning’ তারপর 2017 সালে আসে ‘Bahubali: The Conclusion’ এই দুই ছবি ভারতীয় সিনেমা ইতিহাসে মাইল ফলক হয়ে দাঁড়ায়। শুধু দেশে নয়, বিশ্বব্যাপী রেকর্ড গড়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল এই ছবি। দর্শকরা ভেবেছিলেন এখানেই শেষ অধ্যায়। কিন্তু ১০ বছর পর একবার মহিষ্মতী সাম্রাজ্যের গল্প নিয়ে হাজির এস এস রাজ মৌলি।

প্রথম ঝলকেই ধরা দিয়েছে মহিষ্মতী রাজপ্রসাদ যুদ্ধক্ষেত্র এবং বাহুবলী বীরত্ব। ছবির সঙ্গে প্রথম দুই পর্বের সরাসরি যোগসূত্র থাকলে ও ‘Bahubali: The Epic’ হবে একেবারেই নতুন অভিজ্ঞতা জানা গিয়েছে। এই ছবি ৬ ঘন্টার দীর্ঘ হবে না। বরং সংক্ষেপিত আকারে বোনা হবে এক নতুন অধ্যায়। ফলে দর্শকরা দীর্ঘ সময় ধরে বসে থাকার ক্লান্তি না পেয়ে উপভোগ করতে পারবেন মহাকাব্যিক অভিজ্ঞতা।

প্রভাসের নাম শুনলেই অনুরাগীদের চোখে ভেসে ওঠে রাজা বাহুবলীর চেহারা। প্রথম ঝলকে তাকে ফের সেই রূপে দেখে আবেগপ্রবণ হয়ে উঠেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। কেউ লিখেছেন “পুনরায় পুরনো ছবি মুক্তি দেওয়ার দরকার নে,ই কারন রাজা বাহুবলী নিজেই ফিরে এসেছে।” আরেকজন মন্তব্য করেছেন,” এই ছবি নিশ্চিতভাবে ২০০ কোটি টাকার সীমা অতিক্রম করবে।”

বাহুবলী ১ বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায়ই ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। কিন্তু প্রকৃত সাফল্য এসেছিল দ্বিতীয় অংশে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ প্রায় ১,৭৮৮ কোটি টাকার ব্যবসা করে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে নতুন নজির গড়েছিল। তাই এবারও আশা করা হচ্ছে ‘বাহুবলী: দ্য এপিক’ সমস্ত রেকর্ড ভেঙে ফেলতে পারে।

পরিচালক এস এস রাজ মৌলি বরাবরই তার ভিজন ও বিশাল ক্যানভাসের জন্য প্রশংসিত হয়েছে। ভারতীয় সিনেমার vfx ব্যবহারের ক্ষেত্রে তিনি এক নতুন দিগন্ত খুলে দেন। বাহুবলী সিরিজের সাফল্যেই তাকে আন্তর্জাতিক মানচিত্রে পৌঁছে দেয়। তাই নতুন অধ্যায় নিয়ে দর্শকদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই আকাশ ছোঁয়া।

আরও পড়ুন: প্রথম দিনেই অনলাইনে ফাঁস, পাইরেসির কোপে বক্স অফিস

প্রথম দুটি ছবি মুক্তি পেয়েছিল ১ দশক আগে। ফলে নতুন প্রজন্মের অনেক দর্শক হয়তো বড়পর্দায় বাহুবলীর ম্যাজিক সরাসরি উপভোগ করতে পারেননি। এবার সেই সুযোগ তৈরি হচ্ছে এই কারণে নির্মাতারা মনে করছেন, পুরনো ভক্তদের পাশাপাশি নতুন প্রজন্মে কেউ আকৃষ্ট করবে এই ছবি।

১০ বছরের দীর্ঘ অপেক্ষার পর ‘Bahubali The Epic‘ নিঃসন্দেহে বছরের সবচেয়ে বড় চমক হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম ঝলক দর্শকদের মনে উন্মাদনা তৈরি করেছে। প্রভাসকে ফের রাজকীয় সাজে দেখে দর্শকেরা বক্স অফিসে নতুন রেকর্ডের প্রত্যাশায় দিন গুনছেন। এখন দেখার পালা, রাজা বাহুবলীর এই প্রত্যাবর্তন কতটা নতুন ইতিহাস রচনা করে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment