ITR Filing Deadline 2025: ভারতের কর ব্যবস্থার প্রতিবছর মতো Assessment Year ২০২৫-২৬ এর জন্য আয়কর রিটার্ন (Income tax return -ITR) দাখিল করার শেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২৫ এই সময়সীমা পেরিয়ে গেলে যেসব ক্ষতিকর ফল ভোগ হতে পারে, তা অনেকেই করেন নিচে দেওয়া হল সময় মত দাখিল না করার ফলে যেতে সমস্যাগুলো হতে পারে সেগুলো বিস্তৃত ব্যাখ্যা করা হলো এই নিবন্ধে-
দেরিতে দাখিল করলে জরিমানা ধারা ২৩৪ এফ (Section 234F)
- যদি আপনার মোট আয় ৫ লক্ষের বেশি হয় তাহলে দেরিতে রিটার্ন দাখিল করার জন্য পাঁচ হাজারের জরিমানা দিতে হবে।
- যদি আয় 5 লক্ষের কম হয় তবে জরিমানার সর্বোচ্চ সীমা ২০০০ হবে।
- তবে যদি আয় করযোগ্য সীমার নিচে থাকে তাহলে জরিমানাটি পাসও হতে পারে তবে অন্যান্য কারণে দাখিল বাধ্যতা মূলক হলে Still some consequences থাকতে পারে। বাকি থাকা কর মেয়াদ ও সুদের বোঝা- ধারা ২৩৪এ (Section 234A)
যদি সময় মত রিটার্ন না হয় এবং করের কিছু অংশ বাকি থাকে, তাহলে সেই বাকি অর্থের ওপর মাসিক ভিত্তিতে ১% সুদ বা মাসের অংশ থাকলেও সুদের হার ধার্য হবে।
Carry Forward সুবিধার হারানো
ব্যবসায়িক ক্ষতি কিংবা পুঁজি বাজারের লস যেমন স্টক ট্রেডিং এর কারণে হয়, যদি দাখিল সময় মতো না করা হয় তাহলে তা আগামী বছরগুলোতে আয় থেকে খরচ লস হিসেবে offset করার সুযোগ হারিয়ে যাবে। অর্থাৎ সময়মতো দাখিল না করলে সেই লসগুলোর Carrying forward হবে না।
রিফান্ডে বিলম্ব
যদি আপনার ওপর ঋণ নেই এবং আপনি রিফান্ড পাবেন তাহলে দেরিতে দাখিল করলেই রিফান্ড প্রক্রিয়া ধীর হবে (ITR Filing Deadline 2025)। আগেই দাখিল করলে তুলনামূলক দ্রুত রিফান্ড পাওয়া যায়।
গুরুতর অবহেলায় বিচারিক ব্যবস্থা
যদি কেউ সচেতন ভাবে রিটার্ন দাখিল এড়িয়ে চলে, অর্থহীন তথ্য দান করে বা বড় অংকের ‘কালো টাকা’ বা প্রতারণামূলক লেনদেনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আয়কর দপ্তর আইনানুগ ব্যবস্থা নিতে পারে। এই ধরনের ক্ষেত্রে ৩ মাস থেকে ২ বছর পর্যন্ত জেল হতে পারে।
বিলম্বিত রিটার্ন দাখিলের সুযোগ
হ্যাঁ, ১৫ সেপ্টেম্বর এর পরেও ৩১শে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে ‘বিলেটেড রির্টান’ করা যাবে। তবে তখনো উপরে জরিমানা ও সুদ প্রযোজ্য হবে এবং Carry forward এর মতো কিছু সুবিধা বন্ধ থাকতে পারে।
সময় বাড়ার সম্ভাবনা কি আছে?
অনেক করদাতা আশা করছেন যে এই বছরে জন্য সময় বাড়ানো হবে, বিশেষ করে যদি ইলেকট্রনিক পৌচলে সমস্যা হয় বা কিছু প্রযুক্তিগত ব্যাঘাত হয়। তবে বর্তমান তথ্য ও সরকারের তরফ থেকে বলা হয়েছে যে সাধারণভাবে সময় বাড়ানোর কোন পরিকল্পনা নেই, যদি না filling system স্পষ্ট কোন ত্রুটি বা সমস্যা দেখা দেয় (ITR Filing Deadline 2025)।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া নিষিদ্ধতার বিরুদ্ধে তরুণদের আন্দোলন
ITR দাখিলের শেষ তারিখ শুধু ক্যালেন্ডারের এক দিন নয় সময়মতো রিটার্ন দাখিল করা মানে জরিমানা এড়িয়ে যাওয়া, রিফান্ড দ্রুত পাওয়া, লস Carry forward সুবিধা বজায় রাখা, এবং কর দপ্তরের নজর কমে পড়ে।
আপনি যদি এখনো রিটার্ন দাখিল না করে থাকেন, তাহলে এখনি সময় প্রয়োজনীয় নথি পেয়ে সঠিক হিসেবে বানিয়ে, পেশাদার কাউন্সিলিং ও গ্রহণ করতে পারেন। দেরি হলে ওপরে সব ঝুঁকি আপনাকে মোকাবিলা করতে হতে পারে।