Durga Puja Weather update: পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর আগে আবারো ভ্রুকুটি দেখাচ্ছে আবহাওয়া। IMD Weather update অনুযায়ী মহালয়ার পর থেকেই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে পুজোর দিনগুলোই টানা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে। ফলে এবারের দুর্গাপূজো শপিং থেকে প্যান্ডেল হপিং সবকিছুতেই বিগ্রহ হতে পারে বৃষ্টি।
মহালয়ার আবহাওয়া কেমন হবে?
মহালয়ার দিন সকালে আবহাওয়া তুলনামূলক ভালো ও অনুকূল থাকবে। ভক্তরা সকাল সকাল গঙ্গায় তর্পণ সম্পন্ন করতে পারবেন। তবে দুপুরের পর থেকেই পরিস্থিতি বদলাবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের বেশ কিছু জেলায় অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে সঙ্গে থাকবে অস্বস্তিকর আর্দ্রতা।
নিম্নচাপের আশঙ্কা বাড়ছে
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ২৫ থেকে ২৬ শে সেপ্টেম্বর উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ পরবর্তী সময়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে পুজোর ঠিক আগে থেকেই দক্ষিণ বঙ্গের আবহাওয়া আরো খারাপ হতে পারে।
মহালয়ার পরের দিনকে অর্থাৎ সোমবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর বৃষ্টি সামান্য কমলেও নিম্নচাপ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই ফের বৃষ্টির দাপট বাড়বে।
পুজোর দিনগুলিতে আবহাওয়ার সম্ভাবনা
- ২৬ থেকে ২৯ শে সেপ্টেম্বর (ষষ্ঠী থেকে অষ্টমী): দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। বিশেষত কলকাতা হাওড়া, হুগলি, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
- নবমীর রাত থেকে দশমী (২৯ শে সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর): এই সময় বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা তুলনামূলকভাবে কম।
পুজোর আনন্দে ভিলেন বৃষ্টি?
দূর্গাপূজা মানেই আলোকসজ্জা মন্ডপ ভ্রমণ আর বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দে মেতে ওঠা। কিন্তু এবারের উৎসবে সেই আনন্দে জল ঢালতে পারে ঘনঘন বৃষ্টি বিশেষ করে নবমী দশমীতে যদি প্রবল বৃষ্টি হয় তবে বিসর্জনেও সম্ভাবনা তৈরি হতে পারে।
আরও পড়ুন: কখন পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষ শুরু মহালয়ার সময়সূচী
আবহাওয়া দপ্তর জানিয়েছি আবার এই পরিবর্তনের মূল কারণ পরপর ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরি হওয়া। বঙ্গোপসাগরের ওপর এই সিস্টেমগুলি তৈরি হওয়ার কারণে রাজ্যের টানা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
IMD এর পূর্বাভাস অনুযায়ী এবারের পূজোয় শারদ উৎসবের আনন্দ উপভোগ করতে হলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখতে হবে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত একের পর এক বৃষ্টি উৎসবের পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন মাঝেমধ্যেই বৃষ্টি হলেও উৎসবের আমেজ কমবে না, বরং মেঘলা আকাশের আবহে শারদোউৎসব পাবে অন্য মাত্রা।