আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Primary Teacher Recruitment 2025: প্রাথমিকে ১৩,৪২১ শূন্যপদে শিক্ষক নিয়োগ, টেট উত্তীতে বড় সুযোগ

Published on: September 30, 2025
Primary Teacher Recruitment 2025

Primary Teacher Recruitment 2025: পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। প্রাথমিক শিক্ষা পর্ষদ অবশেষে প্রাথমিক ও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজা সুরে মোট ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই ঘোষণার ফলে হাজার হাজার টেট উত্তীর্ণ প্রার্থীর মনে নতুন আশা আলো জেগেছে।

টেট ফল প্রকাশের পরেই নিয়োগের বিজ্ঞপ্তি

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছিল টিজার এলিজিবিলিটি টেস্ট এর ফলাফল। সেই ফল প্রকাশের পর দিনেই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। সূত্রের খবর, আবেদন প্রক্রিয়ার শীঘ্রই শুরু হবে এবং তার বিস্তারিত সময়সূচি খুব তাড়াতাড়ি জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, Primary Teacher নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন ও বিক্ষোভ চলছিল। সম্প্রতি বারাসাতে টেট উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভ মিছিলও করেছিলেন। অবশেষে তাদের দাবির পরিপ্রেক্ষিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পর্ষদ।

কারা আবেদন করতে পারবেন

এই নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন-

  • ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা
  • ২০২৩ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা

অর্থাৎ সাম্প্রতিক দু বছরের টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের জন্য এটি বড় সুযোগ।

নিয়োগের নিয়ম ও নম্বর বিভাজন

পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী Primary Teacher নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মানদন্ডী প্রার্থীদের মূল্যায়ন করা হবে। আগে নিয়ম অনুযায়ী নম্বর বিভাজন হল-

  • মাধ্যমিক: ৫ নম্বর
  • উচ্চ মাধ্যমিক: ১০ নম্বর
  • d.el.ed: ১৫ নম্বর
  • টেট: ৫ নম্বর
  • ইন্টারভিউ: ৫ নম্বর
  • অতিরিক্ত সহ শিক্ষামূলক কার্যকলাপ: ৫ নম্বর
  • অ্যাটিটিউড টেস্ট বা প্যারা টিচার হিসেবে অভিজ্ঞতা: ৫ নম্বর

অর্থাৎ একজন প্রার্থীর একাডেমিক যোগ্যতা, প্রশিক্ষণ, টেট উত্তীর্ণ হওয়া সহ শিক্ষা কার্যকলাপ এবং সাক্ষাৎকারের পারফরম্যান্স সবকিছুকেই সমান গুরুত্ব দিয়ে দেখা হবে। পাশাপাশি আগে প্যারা টিচার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে তাদের জন্য অতিরিক্ত নম্বর পাওয়া যাবে।

শূন্যপদ

পর্ষদ জানিয়েছে ১৩,৪২১ পদে শিক্ষক নিয়োগ করা হবে। এর মধ্যে বিভিন্ন জেলার শূন্য পদ চিহ্নিত করা হয়েছে। আবেদন প্রক্রিয়া অনলাইনে করা হবে বলে আশা করা হচ্ছে যদিও এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে।

আরও পড়ুন: স্নাতকদের সুবর্ণ সুযোগ, মোটা বেতনে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ! আজই আবেদন করুন

আন্দোলনের প্রেক্ষাপট

প্রাথমিক শিক্ষক নিয়োগ বহু বছর ধরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা বারবার নিয়োগের দাবি জানিয়েছিলেন। বিক্ষোভ, ধর্না,মিছিল সবই চলছিল দীর্ঘদিন ধরে। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি প্রমাণ করল যে এবার সত্যিই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে।

রাতে Primary Teacher সংকর দীর্ঘদিন ধরেই প্রকট। নতুন করে ১৩ হাজারেরও বেশি নিয়োগ এই সংকট অনেকটাই কমাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বহুদিন ধরে অপেক্ষায় থাকার টেট উত্তীর্ণদের জন্য এটি একটি বিশাল স্বস্তির খবর।

এখন দেখার বিষয় আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হয় এবং চূড়ান্ত নিয়োগ তালিকা কবে প্রকাশিত হয়। তবে আপাতত বলা যায় প্রাথমিকে শিক্ষক হতে চাইলে এখনই প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সময়।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment