Ashtami Weather Kolkata Durga Puja: মহাষ্টমীর দিন আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের আকাশ রৌদ্রজ্জ্বল। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বড় কোন বৃষ্টির সম্ভাবনা নেই। ষষ্ঠী ও সপ্তমীর মতোই অষ্টমীর দিনও মন্ডপে ঘোরাঘুরি নিশ্চিন্তে করা যাবে। তবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই সতর্ক করেছে নবমীর রাত থেকে হওয়া বদল শুরু হবে, আর তারপরেই প্রচুর আনন্দের ছেদ ফেলতে পারে প্রবল বৃষ্টি।
অষ্টমীতে আবহাওয়া চিত্র
আজ কলকাতায় রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও আদ্রতা জড়িত অস্বস্তি ভোগাতে পারে। মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ হতে পারে এবং দু-এক পশলা হালকা বৃষ্টি হলেও সামগ্রিকভাবে আবহাওয়া স্বস্তির। হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রামের কিছু জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে কলকাতা সহ অধিকাংশ জেলায় আজ বৃষ্টির ভয় নেই।
দশমী ও একাদশীতে দুর্যোগের পূর্বাভাস
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, অষ্টমী তিন আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যা নবমীর মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার বড়সড় পরিবর্তন আসবে। বুধবার নবমীর দিন বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে নবমীর রাত থেকেই পরিস্থিতির খারাপ হতে শুরু করবে।
দশমী ও একাদশীতে দুর্যোগের পূর্বাভাস
বৃহস্পতিবার দশমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের তীব্র বৃষ্টি হতে পারে। একাদশী অর্থাৎ শুক্রবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে বলে আশঙ্কা।
উত্তরবঙ্গেও দুর্যোগ
অষ্টমীতে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও নবমী থেকে পরিস্থিতি বদলাবে। দশমীতে বৃষ্টি বাড়বে, আর একাদশী ও দ্বাদশীতে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সহ পার্বত্য ৫ জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা বেশি। পাশাপাশি মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ও বৃষ্টির প্রবণতা থাকবে, তবে রবিবার ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে।
রবিবার কার্নিভালে বলে স্বস্তি
পুজোর শেষ দিন কার্নিভালের সময় ঝড় বৃষ্টির ভয় নেই। রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। অর্থাৎ ভিজে যাওয়ার ঝুঁকি থাকলেও কার্নিভাল উপভোগ করা যাবে।
আরও পড়ুন: নবপত্রিকার বিধবার বেশ, খড়দহের ‘মেজবাটি’ দুর্গাপুজোয় এক অনন্য রীতি
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
পূর্বাভাস অনুযায়ী, ১ অক্টোবর নবমী থেকে তিন অক্টোবর একাদশী পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ সক্রিয় থাকবে। এই কারণেই বাংলা ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রের না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল হতে পারে ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে।
অষ্টমীর দিন নির্ভাবনায় মন্ডপে মন্ডপে ঘুরে ঠাকুর দেখা যাবে। তবে নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে দশমী ও একাদশীতে ভারী বৃষ্টি দক্ষিণ ও উত্তর বঙ্গ উভয়কেই ভোগাতে পারে। পুজোর আনন্দে ভাতা পড়তে না দেওয়ার জন্য ছাতা বা রেইনকোট সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ।