আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Durga Puja 2026 Schedule Date Time: ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট ও প্রকাশিত, শুরু হল নতুন অপেক্ষা

Published on: October 3, 2025
Durga Puja 2026 Schedule Date Time

Durga Puja 2026 Schedule Date Time: শারদোৎসব মানেই বাঙালির প্রাণের উৎসব। দুর্গা পুজোকে ঘিরে বাঙালির আবেগ, আনন্দ ,ভক্তি আর উৎসবের রং একসঙ্গে মিশে থাকে। এবছ ২০২৫ সালে দুর্গাপূজো শুরু হয়েছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এবং ২ অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে তার সমাপ্তি হয়েছে। মায়ের বিদায়ের সুর বাঁধতেই মন খারাপ করেছে আপামর বাঙালির। এখন এক বছরের দীর্ঘ অপেক্ষা। তবে এই অপেক্ষার মধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে আগামী বছরের অর্থাৎ ২০২৬ সালের দূর্গা পূজার নির্ঘন্ট। আর তা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন উন্মাদনা।

মহালয়া দিয়ে দেবী পক্ষের সূচনা

২০২৬ সালের ১০ অক্টোবর, শনিবার মহালয়া পালিত হবে। এইদিন থেকেই প্রিতৃ পক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা। গৃহস্থ বাড়ি থেকে শুরু করে সর্বোত্তম প্রতিধ্বনিত হবে মায়ের আগমনীর গান। বাঙালির কাছে মহালয়ার ভোর মানেই রেডিওর সেই চিরাচরিত সুর ‘মহিষাসুরমর্দিনী’। ভোর রাত থেকে এই আবহাওয়া বাঙালির হৃদয়ের এক অন্যরকম আবেগ জাগিয়ে তুলবে। দেবী দুর্গার আগমনী সুরে সারা বাংলা জুড়ে শুরু হবে উৎসবের আমেজ।

ষষ্ঠীর থেকে শুরু হবে মূল পূজো

এক সপ্তাহ পর, ১৭ অক্টোবর শনিবার পড়ছে ষষ্ঠী। দেবীর বোধন আর মন্ডপ উদ্বোধনের মধ্য দিয়ে এই দিনেই মূলত দূর্গা পূজার আনুষ্ঠানিক সূচনা হবে। কলকাতার রাজপথ থেকে শুরু করে গ্রামের অজপাড়া সর্বত্র আলোর রং আর আনন্দের রেশ ছড়িয়ে পড়বে।

সপ্তমী থেকে অষ্টমীর মহোৎসব

১৮ই অক্টোবর, রবিবার সপ্তমী। ভোরে নবপত্রিকা প্রবেশ আর কলা বউ স্নানের মধ্যে দিয়ে শুরু হবে দিনের আচার। সকাল থেকে রাত অব্দি হাজারো ভক্তের ভিড় করবে মন্ডপে। পরের দিন ১৯ শে অক্টোবর, সোমবার অষ্টমী দুর্গাপুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিন সকালে অষ্টমীর অঞ্জলির সময়ে মন্ডপে উপচে পড়া ভিড় উপভোগ করবেন সকলে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধিপুজো, যা বাঙালির কাছে ভক্তি আর আবেগের মিলনক্ষেত্র।

নবমী ও বিজয় দশমী

২০ অক্টোবর, মঙ্গলবার নবমী। মূল পূজোর শেষ দিন হিসেবে একদিনে থাকে নানা বিশেষ আচার অনুষ্ঠান। রাজ্যে নানা প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠান আর মহাপ্রসাদের আয়োজন হবে। আর শেষে ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী। বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি হবে এই পাঁচ দিনের উৎসবের। সিঁদুর খেলা, প্রণাম আর মিষ্টি মুখে ভরে উঠবে বাংলার প্রতিটি ঘর। মায়ের বিদায়ের সঙ্গে সঙ্গে আবার শুরু হবে এক বছরের প্রতীক্ষা।

লক্ষ্মীপূজোর নির্ঘণ্ট

দুর্গাপুজোর পর আসে কোজাগরী লক্ষ্মীপুজো। এবছর অর্থাৎ ২০২৫ সালে কোজাগরী লক্ষ্মীপূজো পড়েছে ৬ অক্টোবর। তবে আগামী বছর ২০২৬ সালে এটি পালিত হবে ২৫ অক্টোবর

আরও পড়ুন: এলপিজির দাম বৃদ্ধি! উৎসবের মরশুমে পকেটের টান সাধারণ মানুষের

বাঙালির জীবনে দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আবেগ ,এটি সংস্কৃতি এটি মিলনক্ষেত্রে আয়োজন। তাই পূজোর শেষে যেমন মন খারাপের আবহাওয়া তৈরি হয়, তেমনি আবার নতুন করে প্রতীক্ষার পালাও শুরু হয়। তোরা ২৬ সালের নিকন্ঠ প্রকাশের পর থেকেই বাঙালি ক্যালেন্ডারের পাতায় তাকিয়ে দিন গোণার খেলায় মেতে উঠেছে সকলে। মায়ের আগমন এর সেই আনন্দ আবার প্রাণ ভরিয়ে দেবে আগামী শরতে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment