আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

BRO MSW Employee Recruitment 2025: BRO MSW কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, শূন্যপদ ৪১১টি

Published on: January 13, 2025
BRO MSW Employee Recruitment 2025

BRO MSW Employee Recruitment 2025: সম্প্রতি বর্ডার রোডসের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পদে আবেদন (Application) করার সূযোগ আপনারা পেতে চলেছেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এখানে কিন্ত আপনাকে যোগ্যতার মানদণ্ডে শ্রেষ্ঠ হতে হবে। বিভিন্ন পদের শূন্যপদ সংখ্যা কিন্তু সর্ম্পূণ আলাদা। তাই প্রতিবেদন সর্ম্পূণরূপে ভালো ভাবে দেখবেন।

আজকের প্রতিবেদনে যে সকল বিষয়ে আলোচনা হবে দেখে নিন – সবার প্রথমে, কটি পদে আবেদন নেওয়া হচ্ছে? কোন কোন পদে কটি শূন্যপদ রয়েছে, তা তথ্যের আকারে আপনাদের গুছিয়ে বলার চেষ্টা রাখব?,,’

এরপর, এই পদগুলোর আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) কী লাগবে? আবেদন কবে থেকে শুরু হয়েছে? কতদিন অবধি চলবে? আবেদন করার জন্য কী কী নথিপত্র (Document ) লাগবে? কোন ফিস (Fees)লাগবে কী? আবেদন পদ্ধতি ও বেতন (Salary) সমন্ধে আলোচনা। এছাড়াও অন্যান্য তথ্য।

নমস্কার , যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ওয়েবসাইটে (Website ) জুড়ে থাকার আমন্ত্রণ রইলো। ওয়েব সাইটে প্রতিনিয়ত চাকরীর আপডেট (Job Update) তুলে ধরার চেষ্টা করি। তাই ফলো করে রাখুন, সুবিধার্থে।

সংস্থার নামBRO MSW Employee Recruitment 2025
পদের নামMSW Cook, MSW Mason, MSW Blacksmith, MSW Mess Waiter
আবেদন জানানোর শেষদিনবিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.marvels.bro.gov.in/
অফিসিয়াল NoticeDownload PDF
Join Telegram ChannelJoin Now
Join Whatsapp ChannelJoin Now
BRO MSW Employee Recruitment 2025

আরও আপডেটঃ–  ফ্রী চাকরির ট্রেনিং HPCL-এ, মাসিক স্টাইপেন্ড ২৫,০০০ টাকা

চলুন, এবার বিস্তারিত আলোচনা করা যাক –

শূন্যপদ :

এই পরীক্ষাটি নিয়ে থাকবেন বর্ডার রোডস অর্গানাইজেশন (Border Roads Organization)।
শর্ট ফর্মে আমরা BRO অফিস বলে থাকি। শূন্যপদ রয়েছে ৪১১। পুরোপুরি অনলাইন প্রক্রিয়ায় আপনাকে আবেদন কমপ্লিট করতে হবে।

কিসে কীরকম Vacancy রয়েছে দেখে নিন?

পদের নামশূন্যপদ
MSW Cook১৫৩ টি
MSW Mason ১৭২ টি
MSW Blacksmith ৭৫ টি
MSW Mess Waiter১১ টি
মোট৪১১ টি

তাহলে সব মেলালে ৪১১ টি শূন্যপদ রয়েছে। তবে আপনাকে অবশ্যই ভারতীয় হতে হবে।

বয়স :

আবেদনের বিজ্ঞপ্তি বেরিয়েছে দোসরা জানুয়ারি। কী কী পোস্ট এ আপনি পেতে পারেন দেখে নিন – MSW Cook, Mason, Blacksmith, Mess Waiter এবং আরো অনেক কিছুতে। এখানে সর্বনিন্ম বয়স ২৫ বছর নেওয়া হবে, সর্বোচ্চ ৩০ বছর।

প্রথমে BRO অফিশিয়াল ওয়েবসাইটে যান, সেখানে রিক্রুটমেন্ট সিলেকশন করুন।

এরপর ফর্ম ফিলাপ শুরু করুন। ডকুমেন্ট যোগ করুন।

Birth Certificate প্রমাণ,
ID Proof – Voter ID Card, Aadhar Card, Pan Card etc Xerox অ্যাটাচ করতে হবে।
Caste documents,
Education Certificate এবং

নিজের ছবি স্ক্যান করে সব একসাথে অ্যাটাচ করে আপলোড করে দিন। এবার পেমেন্টের পালা।

পদের নামশিক্ষাগত যোগ্যতা
এমএসডব্লিউ কুকম্যাট্রিকুলেশন এবং রান্নায় দক্ষতা।
MSW মেসনম্যাট্রিকুলেশন এবং রাজমিস্ত্রি বা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই-তে অভিজ্ঞতা।
MSW কামারম্যাট্রিকুলেশন এবং সংশ্লিষ্ট ট্রেডে কামারশিল্প বা আইটিআই-তে অভিজ্ঞতা।
MSW মেস ওয়েটারম্যাট্রিকুলেশন এবং লেখালেখিতে দক্ষতা।

আবেদন ফী :

UR অর্থাৎ যারা অসংরক্ষিত শ্রেণীর আওতায় পড়বে তাঁরা ৫০ টাকা দেবে। OBC এবং EWS এর জন্য সেম। তবে SC/ ST/ PWD এর জন্য কোনরূপ টাকা লাগবেনা। পেমেন্ট অনলাইনে দিয়ে দেবেন , যথা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড , ইন্টারনেট ব্যাংকিং, IMPS এবং Cash Card ও মোবাইল ওয়ালেটে।

কিভাবে নির্বাচন করা হবে?

প্রথমে লিখিত পরীক্ষা, সেটাই উত্তীর্ণ হলেশারীরিক সক্ষমতা পরীক্ষা। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন সর্বশেষ মেডিকেল পরীক্ষা।

২০২৫ সালে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে নিয়োগ পদ্ধতি ভালো করে যাচাই করে নেবেন।

FAQs about BRO MSW Employee Recruitment 2025

1. What is the focus keyphrase for this recruitment?

Ans: The focus keyphrase is “BRO MSW Employee Recruitment 2025

2. How many positions are available?

Ans: Not Disclosed.

3. What are the educational qualifications needed?

Ans:  MSW Cook: Matriculation and proficiency in cooking.
MSW Mason: Matriculation and experience in ITI in masonry or related trade.
MSW Blacksmith: Matriculation and experience in blacksmithing or ITI in related trade.
MSW Mess Waiter: Matriculation and proficiency in writing.

4. When is the last date to apply?

Ans: Not mentioned in the notification.

5. Is the application process online or offline?

Ans: The application must be submitted online.

বিশেষ দ্রষ্টব্য: এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment