Apprentice Recruitment 2025: প্রতি বছর সমীক্ষা অনুযায়ী, শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তার অন্যতম কারণ হলো পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেও বাস্তবিক কাজের অভিজ্ঞতাঃ কম রয়েছে, তাই বড় বড় সংস্থাগুলো কাজে নিতে চায় না। এবার ভারত সরকার (Indian Government) এই ছেলে মেয়েদের জন্য প্রশিক্ষণের সাহায্যে চাকরীর জন্য দক্ষ গড়ে তোলার ব্যবস্থা নিয়েছে। আজকের প্রতিবেদনে এই নিয়ে আলোচনা হতে চলেছে।
নমস্কার , যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ওয়েবসাইটে (Website ) জুড়ে থাকার আমন্ত্রণ রইলো। ওয়েব সাইটে প্রতিনিয়ত চাকরীর আপডেট (Job Update) তুলে ধরার চেষ্টা করি। তাই ফলো করে রাখুন, সুবিধার্থে।
সংস্থার নাম | Apprentice Recruitment 2025 |
পদের নাম | অ্যাপ্রেপিন্টিস(Apprentice) |
আবেদন জানানোর শেষদিন | 13/01/2025 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.hindustanpetroleum.com/ |
অফিসিয়াল Notice | Download PDF |
Join Telegram Channel | Join Now |
Join Whatsapp Channel | Join Now |
আরও আপডেটঃ– স্টেট ব্যাংকে নতুন কর্মী নিয়োগ, আবেদন শুরু হয়ে গিয়েছে
কোন সংস্থা সূযোগ এনে দিচ্ছে –
এবার দেশের নামকরা সংস্থা হিন্দুস্থান পেট্রোলিয়াল তত্ত্বাবধানে অ্যাপ্রেপিন্টিস প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। সরাসরি প্রশিক্ষণের দিয়ে কর্মী নিয়োগের কথাও জানানো হয়েছে। আসুন বিস্তারিত জেনে নিন।
স্টাইপেন্ডর কী সূযোগ রয়েছে:
প্রশিক্ষণ থাকা কালীন ছাত্র ছাত্রীরা মাসিক ২৫ হাজার টাকা স্টাইপেন্ড পাবেন। আপনি চাকরী করলেও এই প্রশিক্ষণে যোগ দিতে পারবেন হিন্দুস্থান পেট্রোলিয়াল (Hindustan Petroleum) তত্ত্বাবধানে অ্যাপ্রেপিন্টিস প্রশিক্ষণে। স্টাইপেন্ড এর ২৫ হাজার টাকার মধ্যে ৪৫০০ টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হবে। বাকি ২০ হাজার টাকা হিন্দু পেট্রোলিয়ামের তরফ থেকে দেওয়া হবে।
বয়সের সময়সীমা :
এই প্রশিক্ষণ নিতে গেলে আবেদনকারীকে নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ হবে ২৫ বছর, তবে সংরক্ষণ শ্রেণীর জন্য ছাড় রয়েছে।
সংরক্ষিত শ্রেণীর ছাড় গুলো দেখে নিন-
SC এবং ST এর জন্য ৫ বছর,
OBC এর জন্য ৩ বছর,
এবং PwBD এর জন্য ১০ বছর।
আবেদন পদ্ধতি :
আবেদন(Apprentice Recruitment 2025) করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ফিলাপ করে ব্যক্তিগত এবং যাবতীয় নথি আপলোড করে জমা দিতে হবে।
Apply Now – Click Here
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ নম্বর থাকা আবশ্যক।
কারা কারা আবেদনের সূযোগ পাবেন দেখে নিন –
Civil Engineering, Mechanical Engineering,
Electrical Engineering, Chemical Engineering
Electrical & Electronics Engineering,
Telecommunication Engineering,
Instrumentation Engineering,
Computer, Science/IT, Petroleum Engineering
এই ক্ষেত্রে আবেদকারীর লিখিত পরীক্ষা না হলেও মেরিট লিস্ট বের করা হবে। সেই ভিত্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে। মেরিট লিস্ট (Merit List) যার নাম এগিয়ে থাকবে সেই এই সূযোগ পাবে।
কী কী ডকুমেন্ট লাগবে:
A) কন্ট্যাক্ট ডিটেইলস
B) Adhar Card, Pan Card , Voter Card Xerox
C) Passport Size Photo
D) Educational Certificate
বিজ্ঞপ্তি অবশ্যই ভালো করে চেক করবেন।
আবেদনের বিজ্ঞপ্তি (Apprentice Recruitment 2025)ইতিমধ্যে বেরিয়ে গেছে, চটপট ফর্ম ফিলাপ করে নিন। আবেদনের শেষ তারিখ থাকবে ১৩ ই জানুয়ারি। অফিশিয়াল নোটিফিকেশন দেখে ভালো করে ফর্ম ফিলাপ করুন।
FAQs about Apprentice Recruitment 2025
1. What is the focus keyphrase for this recruitment?
Ans: The focus keyphrase is “Apprentice Recruitment 2025”
2. How many positions are available?
Ans: Not Disclosed.
3. What are the educational qualifications needed?
Ans: Engineering Graduation in [Only Civil/ Mechanical/Chemical/Electrical/Electrical & Electronics/Electronics & Telecommunication/Instrumentation/ Computer Science/IT/Petroleum Engineering] with 60% aggregate marks of all semesters/ years for Gen/OBC-NC/EWS and 50% for SC/ST/PwBD/(VH/HH/OH*) Candidates.
4. When is the last date to apply?
Ans: The last date to submit your application for Apprentice Recruitment 2025 is 13th January, 2025.
5. Is the application process online or offline?
Ans: The application must be submitted online.
বিশেষ দ্রষ্টব্য: এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই।