Durga Puja Metro timetable in Kolkata: দুর্গাপুজোয় ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিল মেট্রোরেল কর্তৃপক্ষ। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন আলাদা সুচি অনুযায়ী চলবে সবুজ লাইনের (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V) মেট্রো। যাত্রীদের সুবিধার্থে সময়সীমা ও পরিষেবার সংখ্যায় ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।
পঞ্চমী (শনিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৫)
পঞ্চমীর দিন মোট ২২৫টি পরিষেবা চালানো হবে। এর মধ্যে ১১৪ টি আপ এবং ১১১ টি ডাউন মেট্রো চলবে।
- প্রথম পরিষেবা: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V সকাল ৭:৩০ মিনিটে এবং সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান সকাল ৭:৪৪ মিনিটে।
- শেষ পরিষেবা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V রাত ৯:১৬ মিনিটে।
পিক আওয়ারে প্রতি ছয় মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
ষষ্ঠী (রবিবার ২৮, সেপ্টেম্বর ২০২৫)
- ষষ্ঠীতে মোট ১৮৪ টি পরিষেবা ৯২টি আপ ও ৯২ টি ডাউন চালানো হবে।
- প্রথম পরিষেবা হাওড়া ময়দান থেকে সকাল ৯:০০ এবং সল্টলেক সেক্টর V থেকে সকাল ৯ঃ০২ টায়।
- শেষ পরিষেবার সল্টলেক সেক্টর V থেকে রাত ৯:২৮ মিনিটে এবং হাওড়া ময়দান থেকে রাত ৯:২০ মিনিটে এ দিন প্রতি ৮ মিনিট অন্তর ট্রেন চলবে।
সপ্তমী, অষ্টমী ও নবমী (সোমবার মঙ্গলবার ও বুধবার ২৯ থেকে ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ২০২৫)
এই তিন দিন মেট্রো চলবে প্রায় সারা রাত মোট ১৯২টি পরিষেবা চালানো হবে ৯৭টি আপ এবং ৯৫ টি ডাউন
- প্রথম পরিষেবা: দুপুর ২:৩০ মিনিটে হাওড়া ময়দান থেকে দুপুর ২:৩৪ মিনিটে সল্টলেক সেক্টর V থেকে।
- শেষ পরিষেবা: হাওড়া ময়দান থেকে ভোর ৪:০৬ মিনিটে, সল্টলেক সেক্টর V থেকে ভোর ৪:১৮ মিনিটে। পিক আওয়ারে ৮ মিনিট অন্তর মেট্রো চলবে
দশমী (বৃহস্পতিবার ২ অক্টোবর ২০২৫)
- দশমীর দিনে মোট ৭৪ টি পরিষেবা চালানো হবে ৩৭টি আপ ও ৩৭টি ডাউন
- প্রথম পরিষেবা দুপুর ২:৩২ মিনিটে দুই প্রান্তেই থেকেই।
- শেষ পরিষেবা: হাওড়া ময়দান থেকে রাত ১২:৩০ মিনিটে এবং সল্টলেক সেক্টর V থেকে রাত ১২:৩২মিনিটে। এদিন প্রতি ১৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
যাত্রীদের সুবিধা
প্রতিবছরের মতোই এ বছরও Durga Puja মেট্রো রেল কর্তৃপক্ষ বিশেষ পরিষেবার আয়োজন করেছে। ভিড় সামলাতে অতিরিক্ত কর্মী মোতায়ন করা হবে এবং প্রতিটি স্টেশনে নজরদারি জোরদার করা হবে। হাওড়া ময়দান, মহাকরণ, শিয়ালদহ, ফাঁকা ও সল্টলেক সেক্টর V এর মতো ব্যস্ত স্টেশন গুলিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: জোড়া নিম্নচাপে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা জারি
মেট্রোর এই বিশেষ সূচি যাত্রীদের জন্য এক দিকে যেমন স্বস্তির, অন্যদিকে Durga Puja ভিড়ে কলকাতার যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিময় করে তুলবে। ফলে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূজার আনন্দ উপভোগ করতে মেট্রোই হয়ে উঠবে শহরবাসীর অন্যতম ভরসা।