আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Entally Rajanandini Durga Theme 2025: এন্টালি ‘রাজনন্দিনী মা দুর্গা’, বাংলার রাজপরিবার ও আধুনিক নারী সম্মিলিত প্রতিচ্ছবি

Published on: September 30, 2025
Entally Rajanandini Durga Theme 2025

Entally Rajanandini Durga Theme 2025: প্রতিবছরই নতুন ভাবনা, অভিনব থিম এবং শিল্প সম্ভারের মাধ্যমে তারা দর্শনার্থীদের মন জয় করে এসেছে। এবছরের থিম ‘রাজনন্দিনী’ এক অনন্য কল্পনা, যেখানে বাংলার রাজ পরিবারের ঐতিহ্য, রাজপ্রাসাদের আভিজাত্য ও রাজ বংশের মহিলাদের মহিমা একসঙ্গে মিলেমিশে গড়ে উঠেছে এই নতুন দৃষ্টিভঙ্গি।

‘রাজনন্দিনী’ মানে কি?

‘Rajanandini’ মানে শুধু রাজবাড়ীর কোন রাজকন্যা নয়। তিনি একাধারে শক্তি ঐশ্বর্য বুদ্ধিমত্তা ও মাতৃত্বের প্রতীক। এবছরের পূজোতে মা দুর্গা কি রাজনন্দিনীর রূপে কল্পনা করা হয়েছে যেখানে দেবীর ভেতরে এক মহারানী দৃপ্ততা, মাতৃত্বের কোমলতা, এবং অসীম মহিমা মিলেমিশে রয়েছে। এই রূপের মধ্য দিয়ে শুধু দেবীর বাহ্যিক সাজ নয়, প্রতিটি নারীর অন্তর্নিহিত শক্তির প্রকাশ ফুটিয়ে তোলা হয়েছে।

দেবী ও নারী এক অভিন্ন পরিচয়

এই থিমের মূল ভাবনা মা দুর্গা যেমন অসুরনাশিনী তেমনি সমাজ রক্ষক ও ন্যায়ের প্রতি। তার দশ হাতের ১০ অস্ত্র এখানে কেবল যুদ্ধের চিহ্ন নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার শপথ। রাজনন্দিনী রূপে দেবীকে দেখা হচ্ছে বাংলার প্রতিটি নারীর প্রতীক হিসেবে যিনি সংসারকে আগলে রাখেন, সমাজকে নেতৃত্ব দেন,এবং সাহস ধৈর্য ও বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন প্রজন্মকে পথ দেখান।

অতীত ঐতিহ্য থেকে আধুনিকতার পথে

এই থিমের মাধ্যমে একদিকে যেমন স্মরণ করা হয়েছে বাংলার প্রাচীন রাজবাড়ী ও রাজ পরিবারের ঐশ্বর্য্যময় ইতিহাসকে, তেমনি অন্যদিকে আজকের সমাজে নারীর প্রকৃত সম্মান ও অবস্থান কেউ তুলে ধরা হয়েছে। যুগে যুগে বাংলার নারী সাহসী হয়েছেন স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে সমাজ সংস্কার প্রতিটি ক্ষেত্রে তাদের অবদান অমূল্য। আর আজকের নারী শিক্ষায়, কর্মক্ষেত্র, সংস্কৃতিতে এবং নেতৃত্বে এক অনন্য প্রতিমা। এই দিক থেকেই তিনি আধুনিক যুগের Rajanandini।

মন্ডপ ও প্রতিমার রূপায়ণ

রাজনন্দিনী থিমকে ফুটিয়ে তুলতে মন্ডপে থাকবে রাজপ্রাসাদের শৌর্য বহুল শৈলী। সোনালী, লাল ও রাজকীয় অলংকারে ভরপুর হবে সাজসজ্জা। পতিময় দেবীকে রানীর অভিজাত্য নিয়ে উপস্থাপন করা হবে। যেখানে তিনি কেবল দে বিনন বাংলার গর্বিত নারী শক্তির প্রতিচ্ছবি। শিল্পী ও কারিগররা দিনরাত এক করে কাজ করেছেন এই ভাবনার বাস্তব রূপ দিতে।

আরও পড়ুন: অষ্টমীতে রোদ ঝলমলে নবমীর রাত থেকে হাওয়া বদল! পূজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা

বার্তা সমাজের উদ্দেশ্যে

এ বারের পুজোর অন্যতম বার্তা নারীকে শুধুমাত্র দেবী হিসেবে নয়, বাস্তব জীবনের সমান মর্যাদা দেওয়া প্রয়োজন। সমাজ সংসার ও দেশ গঠনে নারীর ভূমিকা অমূল্য। তাই Rajanandini শুধু অতীতের ঐশ্বর্যের প্রতীক নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের নারী শক্তিরও প্রতিনিধিত্ব করছে।

ক্লাবের প্রার্থনা

এন্টালি কাঁঠালবাগান সর্বজনীন শারদীয় দুর্গোৎসব কমিটির আশা, রাজনন্দিনী দুর্গা মায়ের আশীর্বাদ এর সমাজে সমৃদ্ধির সৌভাগ্য ও শান্তি নেমে আসুক। তাদের বিশ্বাস তাদের ভাবনার মাধ্যমে শুধু মন্ডপে নয়, মানুষের মনে আলো ছড়াবে মাটি শক্তির বার্তা।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment