Indian Coast Guard Recruitment 2025: নতুন বছরে কম বেশি সবারই চাকরীর প্রত্যাশা থাকে। অনেকে দীর্ঘ দিন চেষ্টা করেও চাকরী পাচ্ছেন না। এবার তাঁদের জন্য ভালো খবর আসতে চলেছে, যারা এতদিন চাকরী খুঁজছেন (Job Searching) তাঁদের জন্য ভালো খবর আসতে চলেছে। অবশেষে অনেকের অবসান ঘটতে চলেছে টেনশনের।
সম্প্রতি প্রকাশিত হয়েছে চাকরীর বিজ্ঞপ্তি ভারতীয় কোস্ট গার্ডের তরফ থেকে। পশ্চিম বঙ্গের (West Bengal) ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে চাকরির (Job )পদের নাম থেকে শুরু করে আবেদন সংক্রান্ত সমস্ত বিষয়ে (Application Process) আলোচনা করা হবে। তাই স্কিপ না করে সমস্ত প্রতিবেদন মন দিয়ে দেখুন।
নমস্কার, সবার প্রথমে সবাইকে। পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদও সাথে। নতুন নতুন চাকরীর আপডেট দেওয়ার চেষ্টা করা হয় ওয়েবসাইটে। আপডেটটি সবসময় পুরোটা পড়ার চেষ্টা করবেন। তাছাড়াও আবেদন করার সময় বিজ্ঞপ্তি ভালো করে লক্ষ্য রাখবেন। আবেদনের তারিখ অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। কোন বিষয়ে সমস্যা থাকলে ওয়েবসাইটে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। চলুন আজকের প্রতিবেদনে ফেরা যাক।
সংস্থার নাম | ভারতীয় কোস্ট গার্ডে (Indian Coast Guard) |
পদের নাম | নাভি (The Sailor)-GD, DB |
আবেদন জানানোর শেষদিন(LAST DATE OF APPLIICATION) | 25/02/2025 |
আরও আপডেটঃ– ভারতীয় বন বিভাগে কর্মী নিয়োগ, শূন্যপদ ১৫০ টি
পদের নাম / শূন্যপদ :
ভারতীয় কোস্ট গার্ডের(Indian Coast Guard Recruitment 2025) তরফ থেকে জানানো হয়েছে Navik এর পদের জন্য চাকরী প্রার্থী নেওয়া হবে। চাকরী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে। দুটো পদের নাম হলো জিডি (GD) এবং (BD). শূন্যপদের সংখ্যা কম করেও হলেও ৩০০ টি। বিজ্ঞপ্তি ভালো করে লক্ষ্য রাখুন।
Education @ Qualification:
এই চাকরী পেতে হলে অবশ্যই কিছু বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। প্রথমেই দেখে নিন, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে! কোন স্বীকৃত প্রতিষ্ঠান কিংবা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। এরপর লাগবে উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট। আবেদন করার সময় এই দুটি সার্টিফিকেট জমা দিতে হবে। আসুন আরো তথ্য বিস্তারিত জেনে নিন।
Qualification | H.S Certificate |
Vacancies | 300 |
Application Process | Online |
State | West bengal |
বয়সের সময়সীমা এবং বেতন সংক্রান্ত বিষয়:
চাকরী প্রার্থীর সর্বনিন্ম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বচ্চো বয়স হতে হবে ২২ বছর। সংরক্ষিত শ্রেণীর জন্য কোন ছাড় আছে কিনা, তা প্রতিবেদন কিংবা (Indian Coast Guard Recruitment 2025) এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে।
চাকরী জয়েন্ট করার পর আপনার বেতন শুরু হতে চলেছে ২১ হাজার ৭০০ টাকা থেকে। সর্বোচ্চ হতে পারে ৬৯ হাজার ১০০ টাকা।
আবেদন করার পুরো পদ্ধতি:
Indian Coast Guard এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আপনাকে। এরজন্য প্রথমে রেজিস্ট্রেশন করুন। এরপর ফর্ম ফিলাপ করুন। প্রয়োজনীয় নথিপত্র গুলো দিয়ে সাবমিট করুন।
Age Limit | 18 to 22 |
Official Website | https://joinindiancoastguard.cdac.in/ |
Official Notification | Download Now |
Salary Structure | Basic salary 21700 rs |
Important Documents | Aadhar Card – Pan Card Etc |
Photo Size | Passport size |
Apply Now: CLICK HERE
প্রয়োজনীয় নথিপত্র (Important Documents):
Birth Certificate Xerox, Aadhar Card – Pan Card – Voter Card, Education @ Qualification Certificate, Passport Size Photo etc.
আবেদন প্রক্রিয়া:
অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে এতদিন দেখে এসেছি মিনিমাম দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে শুধু মাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাঞ্ছনীয়।
আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আবেদন করার শেষ তারিখ ফেব্রয়ারী মাসের ২৫ তারিখ অবধি।
Selection Process | Only Writing Exam |
Last date of application | 25 feb 2025 |
এতক্ষন পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ, আবেদনের ফ্রম ফিলাপ করার সময় ভালো করে বিঞ্জপট্টি লক্ষ করে আবেদন করুন। নতুন বছরে অনন্য চাকরির আপডেট গুলো ওয়েবসাইট এ রয়েছে তা দেখে নেবেন নিজের সুবিধার জন্য।নিজের দায়িত্বে বিজ্ঞপট্টি অনুযায় ফ্রম ফিলাপ করবেন।
FAQs about Indian Coast Guard Recruitment 2025
1. What is the focus keyphrase for this recruitment?
Ans: The focus keyphrase is “Indian Coast Guard Recruitment 2025”
2. How many positions are available?
Ans: 300 vacancies.
3. What are the educational qualifications needed?
Ans: MIt is advisable to have a secondary school certificate from a recognized institution or school. After that, a higher secondary school certificate will be required. These two certificates must be submitted at the time of application.
4. When is the last date to apply?
Ans: The last date to submit your application for Indian Coast Guard Recruitment 2025 is 25 Feb, 2025.
5. Is the application process online or offline?
Ans: The application must be submitted online.
বিশেষ দ্রষ্টব্য: এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই।