আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Jamalpur Howrah Vande Bharat Express: জামালপুর থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু, জানুন রুট, ভাড়া, সময়সূচী

Published on: August 17, 2025
Jamalpur Howrah Vande Bharat Express

Jamalpur Howrah Vande Bharat Express: ভারতীয় রেল আবারও যাত্রী পরিষেবায় নতুন অধ্যায়ের সূচনা করলো। পূর্ব রেলওয়ে এর উদ্যোগে জামালপুর হাওড়া এক্সপ্রেস এর শুভারম্ভ হয়েছে। শনিবার ১৬ই আগস্ট এই ট্রেনের উদ্বোধনী যাত্রা সম্পন্ন হয়েছে। আগামী রবিবার অর্থাৎ ১৭ই আগস্ট থেকে এই ট্রেনের নিয়মিত বাণিজ্যিক পরিষেবা শুরু হবে। দ্রুত গতি আধুনিক সুযোগ সুবিধা ও উন্নত প্রযুক্তি সম্বলিত এই আধা হাই স্পিড ট্রেন যাত্রীদের জন্য আরও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা বয়ে আনবে।

দূরত্ব ও ভ্রমণ সময়

জামালপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের মোট ৪৪১ কিলোমিটার পথ অতিক্রম করবে প্রান্ত ৬ ঘন্টা ৩৫ মিনিটে। এই রুটের দ্রুততম ট্রেন হিসাবে পরিচিতি পাবে। পূর্বে একই রুটে এত অল্প সময় যাত্রা সম্পন্ন করার মত কোন ট্রেন ছিল না। এর ফলে যাত্রীদের সময় বাঁচবে ও ভ্রমণ আরো স্বাচ্ছন্দ্যময় হবে।

রুট ও স্টপেজ যাত্রাপথে মোট আটটি গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে জামালপুর- হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। সেগুলি হল ভাগলপুর, বারা হাট, মন্দর হিল, হংসদিহা, ননিয়াহাট, দমকা, রামপুরহাট ও বোলপুর শান্তিনিকেতন। এইসব স্টপেজ পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ জনপদকে হাওড়া ও কলকাতা সঙ্গে যুক্ত করবে। এর ফলে শুধু যাত্রী নয় ব্যবসায়ী ও পর্যটকরা ও ব্যাপকভাবে উপকৃত হবে।

কোচের বিন্যাস ও যাত্রী ধারণ ক্ষমতা

ট্রেনটি মোট আটটি আধুনিক কোচ থাকবে এর মধ্যে একটি এক্সক্লুসিভ চেয়ার কার এবং সাতটি শেয়ারকার এক্সক্লুসিভ যে ৪৪ জন যাত্রী বসতে পারবেন এবং সাধারন চেয়ার কারে মোট ৫৪৬টি যাত্রী বসতে পারবেন অর্থাৎ পুরো ট্রেনে একসঙ্গে ৫৯০ টি যাত্রী ভ্রমণ করতে পারবেন। কোচগুলিতে থাকবে আধুনিক এয়ারকন্ডিশন, স্বয়ংক্রিয় দরজা, আরামদায়ক সিটিং, সিস্টেম চার্জিং পয়েন্টে ও উন্নতমানের আলোক ব্যবস্থা।

আরও পড়ুন: আলাস্কা বৈঠকের পর ট্রাম্প জেলেনস্কি সাক্ষাৎ, ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন আলোচনার ইঙ্গিত

টিকিটের দাম ও বুকিং ব্যবস্থা

Jamalpur Howrah Vande Bharat Express এর টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে টিকিট বুক করা যাবে অনলাইনে আই আর সি টি সি ওয়েবসাইট ও অ্যাপে। অথবা অফলাইনে রেলওয়ে পিআরএস কাউন্টারের থেকে। হাওড়া থেকে জামালপুর গামী ট্রেনের টিকিটের ভাড়া নির্ধারিত হয়েছে চেয়ার কারের জন্য ১,২৯০ টাকা এবং এক্সক্লুসিভ চেয়ার কার জন্য ২,৩৩৫ টাকা। আধুনিক সুবিধা ও দ্রুতগতির পরিষেবা বিবেচনা করলে এই ভাড়া কে যাত্রীদের জন্য যথাযথ বলে মনে করা হচ্ছে।

যাত্রী পরিষেবায় নতুন দিগন্ত

Jamalpur Howrah Vande Bharat Express চালু হওয়ার ফলে বিহার ও পশ্চিমবঙ্গের মধ্যে সংযোগ আরো দ্রুত ও কার্যকারী হবে। পড়ুয়া, ব্যবসায়ী, সাধারণ যাত্রী সকলের জন্য। এই একটি বড় স্বস্তি বয়ে আনবে। পাশাপাশি পর্যটন ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পড়বে। দমকা রামপুরহাট ও বোলপুরের মতো সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত জায়গায় যাতায়াত আরো সহজ হবে।

ভারতীয় রেল ইতিমধ্যেই বন্দে ভারত প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক রেল পরিষেবা চালু করেছে। জামালপুর হাওড়া রুটে ও পরিষেবা চালুর মাধ্যমে যাত্রীদের চাহিদা পূরণের পাশাপাশি পূর্ব ভারতের অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment