Katrina Kaif Pregnancy Rumours: বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিয়ে হয়েছিল রাজস্থানের বিলাসবহুল প্রাসাদে। তারপর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন কবে আসছে সুখবর? কবে মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ? বিয়ের পর থেকেই এই প্রশ্ন যেন ছায়ার মতো অনুসরণ করছে তাদের।
গত কয়েক বছরে একাধিকবার ক্যাটরিনা কাইফের গর্ভাবস্থার গুজব ছড়িয়েছে। তবে প্রতিবারই দম্পতি নিজেদের মতো করেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। তারা স্পষ্ট জানিয়েছেন, সঠিক সময় এলে নিজেরাই সকলকে জানাবেন। ভিকি ও ক্যাটরিনা দুজনেই গ্ল্যামার জগতের তারকা হলেও ব্যক্তিগত জীবনের শহর-সরল জীবন যাপন পছন্দ করেন।
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যা ফের উসকে দিয়েছে ক্যাটরিনার pregnancy rumours। পোস্টে দাবি করা হয়েছে ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন এবং ২০২৫ সালের অক্টোবর বা নভেম্বর এই উইকি ক্যাটরিনা দম্পতির কোল আলো করে আসবে প্রথম সন্তান।
ভাইরাল পোস্ট এর সূত্র
রেডিটে শুরু হয়েছিল আলোচনার ঝড় এক ব্যবহারকারী দাবি করেন, ক্যাটরিনা গর্ভবতী এবং এই বছরের শেষের দিকে সন্তান জন্ম দেবেন। এরপর থেকে খবরটি দ্রুত ভাইরাল হয়ে যায়। পোস্টে একটি প্রতি একটি ছবি ছিল দুটি বড় পায়ের ছাপ এর সঙ্গে একটি ছোট পায়ের ছাপ যা ইঙ্গিত দিচ্ছিল দুই থেকে তিন হওয়ার। ছবির সঙ্গে লেখা ছিল, In 2025,we will be a family of three”।
তবে এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত ক্যাটরিনা বা ভিকি কারো তরফে কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অনেকেই মনে করছেন, এটি নিছক গুজব কারণ বিয়ের পর থেকে এমন জল্পনা প্রায় প্রতি বছরই শোনা যায়। অথচ কখনো তার ভিত্তি পাওয়া যায়নি।
আরও পড়ুন: মহারাজা ভাবে প্রত্যাবর্তন করছেন মোহনলাল কবেও কোথায় দেখবেন জেনে নিন বিস্তারিত
ঢিলেঢালা পোশাক ও জনসমক্ষে অনুপস্থিতি থেকে জল্পনা
গর্ভাবস্থার গুঞ্জন এর অন্যতম কারণ ক্যাটরিনার পোশাকের পরিবর্তন। কিছুদিন ধরে তিনি ঢিলেঢালা পোশাক পড়ছেন এবং জনসমক্ষে কমই আসছেন।এই থেকেই নেটিজেনরা অনুমান করতে শুরু করেছেন যে তিনি গর্ভবতী। তবে অতীত অভিজ্ঞতা বলছে পোশাক বা উপস্থিতি থেকে করা এই অনুমান প্রায় ভুল প্রমাণিত হয়েছে।
আগের অভিজ্ঞতা ও জল্পনার ইতিহাস
গতবছর ভিকির জন্মদিনে ক্যাটরিনা একটি পোস্ট করেছিলেন যেখানে তিনটি হার্ট ইমোজি ছিল। নেটিজেনরা ধরে বসে ছিলেন এটি গর্ভাবস্থার ইঙ্গিত। পরে ‘ব্যাড নিউজ’ ছবির প্রচারের সময় ভিকিকে সরাসরি এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি স্পষ্টভাবে বলেছিলেন এটি সম্পূর্ণ গুজব এবং তাদের ব্যক্তিগত জীবনে হতক্ষেপ করা উচিত নয়।
বিয়ের চার বছর পূর্ণ হলেও এই দম্পতি এখনো পর্যন্ত পরিবার শুরু করার বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি। তবুও সোশ্যাল মিডিয়ার অগণিত গসিপ পেজ এবং অনুরাগীরা প্রায় এই বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
বাস্তবতা নাকি নিছক সোশ্যাল মিডিয়াবাজ? এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করছে সেটি দম্পতির কোন অফিসিয়াল আ্যকাউন্ট থেকে শেয়ার করা হয়নি। সুতরাং এটিকে নিশ্চিত খবর হিসেবে ধরা ঠিক হবে না, বরং এটি একটি ভাইরাল জল্পনা।যার পেছনে থাকতে পারে কেবল কৌতুহল বা ফ্যানেদের ইচ্ছে।
যতক্ষণ না ক্যাটরিনা কাইফ বা ভিকি কৌশল নিজেদের মুখে বা অফিশিয়াল সোর্স থেকে ঘোষণা দিচ্ছেন, ততক্ষণ এইKatrina Kaif pregnancy rumours কেবল সোশ্যাল মিডিয়ার গুঞ্জন হিসেবে দেখতে হবে। তবে একথা অস্বীকার করা যায় না, এই দম্পতির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে সত্যিই সে সুখবর আসবে।