সম্প্রতি পোস্ট অফিস (Post Office Recruitment 2024) ৪৪হাজার পোস্টের বিজ্ঞপ্তি জারি করেছে। মাধ্যমিক পাশ করলেই করা যাবে আবেদন। অনলাইনের মাধ্যমেই করতে পারবেন আবেদন। চলুন এই বিষয়ে জেনে নিই বিস্তারিত।
Post Office Recruitment 2024: কীভাবে আবেদন করবেন
আবেদন করবার জন্য প্রার্থীরা পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://indiapostgdsonline.gov.in/ গিয়ে প্রথমে বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি পূরণ করতে হবে। তারপর পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার এগুলো দিয়ে সাবমিট করে দিতে হবে। শেষে ফর্মটির প্রিন্ট আউট বের করে রাখতে হবে।
Post Office Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা
পোস্টগুলোতে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড অথবা সংস্থা থেকে মাধ্যমিক পাশ করতে হবে
Post Office Recruitment 2024: বয়সসীমা
আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
কোন কোন পোস্টে আবেদন চলছে
ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক সব পোস্ট অফিস মিলিয়ে ৪৪ হাজারটি পোস্টের আবেদন চলছে।
নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা দেখেই নিয়োগ করা হবে। মানে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে করা হবে নিয়োগ। এখানে কোনো প্রকারের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার হবেনা।
মাসিক বেতন
ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদের ক্ষেত্রে ১২,০০০ থেকে ২৯,৩৮০ টাকা ও অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবকের পদের জন্য ১০,০০০ থেকে ২৪,৪৭০ টাকা দেওয়া হবে।
আবেদনের সময়সীমা
আবেদন জুলাইয়ের ১৫ তারিখ থেকে আগস্টের ০৫ তারিখ পর্যন্ত করা যাবে।
এই ব্যাপারে আরো তথ্য জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
আরো চাকরির খবর : Indian Bank Recruitment 2024: ১৫০০ শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ইন্ডিয়ান ব্যাংক
3 thoughts on “Post Office Recruitment 2024: মাধ্যমিক পাশে ৪৪ হাজার কর্মী নিয়োগ করছে পোস্ট অফিস”