আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Premanand ji Maharaj: গুরুতর অসুস্থ প্রেমনন্দ জি মহারাজ! মুখ ফুলে দ্বিগুণ, চোখ প্রায় বন্ধ ভক্তদের মধ্যে উদ্বেগ ও প্রার্থনার ঢল

Published on: October 10, 2025
Premanand ji Maharaj

Premanand ji Maharaj: মথুরার বিখ্যাত সাধক প্রেমানন্দ জি মহারাজ গুরুতর অসুস্থ। মুখ খুলে দ্বিগুণ হয়ে গিয়েছে, চোখ প্রায় বন্ধ, কণ্ঠস্বর কাঁপছে তবুও নিজের ধর্মাপদেশ থামাননি তিনি। বর্তমানে তার সঠিক অবস্থা ভক্তদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। লক্ষ্য লক্ষ্য অনুগামী তার দ্রুত আরোগ্যের প্রার্থনা করছেন।

প্রেমানন্দ মহারাজের অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্ট এর সম্প্রতি একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি ভক্তদের সঙ্গে ধর্মীয় আলোচনা করছেন। কিন্তু তার চেহারা অসুস্থ তার ছাপ স্পষ্ট চোখ ফুলে প্রায় বন্ধ, মুখ ফোলা এবং কন্ঠে দুর্বলতা। তবুও মহারাজ গভীর রাত পর্যন্ত ভক্তদের সঙ্গে সৎসঙ্গ চালিয়ে যাচ্ছেন।

ভিডিওটিতে মহারাজকে বলতে শোনা যায়,“আমাদের রীতি হয়ে দাঁড়িয়েছে যতই কষ্ট আসুক, এই সাধনা থামে না। ঈশ্বর তখনই সন্তুষ্ট হন, যখন তিনি আমাদের পরিশ্রম দেখেন, অলসতা নয়”। তারই কথাই ভক্তরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর হাজার হাজার মানুষ মন্তব্য করেছেন, কেউ লিখেছেন,“গুরুজি একটু বিশ্রাম নিন,”আবার কেউ বলেছেন,“এই মুখ এক সময় আমাদের হাসাত, আজ কষ্ট দেয়।”

প্রেমনন্দ জি মহারাজ কেবল ভারতের নয়, বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে জনপ্রিয়। তার সৎসঙ্গ শুনতে দূর দূরান্ত থেকে ভক্তরা বৃন্দাবনে আসেন। আধ্যাত্মিক জীবন মানবতা, এবং ঈশ্বর ভক্তির ওপর তার সরল কিন্তু গভীর ব্যাখ্যা অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে।

তবে দীর্ঘদিন ধরেই নানান শারীরিক সমস্যায় ভুগছেন মহারাজ। ২০০৬ সালে প্রথমবার তিনি পেটে তীব্র ব্যথা অনুভব করেন। তখন কানপুরে একাধিক শারীরিক পরীক্ষা করানোর পর জানা যায়, তার কিডনি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকেরা জানান তিনি পলিসিস্টিক কিডনি ডিজিজে আক্রান্ত, এটি একটি জেনেটিক রোগ যা ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা নষ্ট করে দেয়।

পরে তিনি দিল্লিতে চিকিৎসা করেন। সেখানকার চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন তার দুটি কিডনি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত এবং তার জীবনকাল সীমিত। সেই সময় থেকে মহারাজ জাগতিক জীবন থেকে অনেকটাই দূরে সরে যান। প্রথমে কাশীতে থেকে শিব পূজো করতেন, পরে বৃন্দাবনে এসে রাধা নাম জপে নিজেকে সম্পন্ন ভাবে নিবেদন করেন।

বিগত কয়েক বছর ধরে তিনি তীর্থযাত্রা এবং পদযাত্রা নিয়মিতভাবে চলছিল। কিন্তু সম্প্রতিক অসুস্থতার কারণে তার পদযাত্রার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: টানা চারবার উত্তীর্ণ! কোচিং ছাড়াই বিস্ময়কর সাফল্যের কাহিনী IPS অমৃত জৈনের

ভক্ত মহলে এখন একটাই সুর, “গুরুজী দ্রুত সুস্থ হন”। সোশ্যাল মিডিয়ায় হাজারো ভক্তের প্রার্থনার বার্তা পাঠাচ্ছেন। কেউ লিখেছেন,“আপনার মত মানুষ পৃথিবীর আশীর্বাদ”, আবার কেউ বলছেন,“আপনি আমাদের শক্তি, ঈশ্বর যেন দ্রুত আপনাকে আরোগ্য দান করে”

দেশ বিদেশের অসংখ্য অনুসারীর হৃদয় একটাই কামনা প্রেমানন্দ জি মহড়া যাবার আগের মত সুস্থ হয়ে সৎ সঙ্গের মঞ্চে ফিরে আসুন। তার আধ্যাত্মিক বাণী ও মানবতার বার্তা যেন আরো বহু প্রজন্ম ধরে মানুষের মন আলোকিত করে রাখে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment