Pune UPSC aspirant won ₹9.1 lakh by sleeping: একটানা দুই মাস, প্রতি রাতে ৯ ঘণ্টা ঘুমিয়ে পুণের এক ইউপিএসসি পরীক্ষার্থী জিতলেন ৯.১ লক্ষ টাকার পুরষ্কার। কী খুব অবাক হচ্ছেন? অবাক হলেও সত্যি। এখন নিশ্চয়ই মনে কৌতূহল জাগছে যে, ঘুমিয়ে কী করে পেলেন এতগুলো টাকা? চলুন তবে গোটা বিষয়টি খোলসা করা যাক।
মূল বিষয়টি কী?(Pune UPSC aspirant won ₹9.1 lakh by sleeping)
গোটা দেশজুড়ে প্রায় প্রতিবছর ‘ওয়েক ফিট’ নামে এক সংস্থা, স্লিপ ইন্টার্নশিপ নামে একটি ঘুমানোর প্রতিযোগীতার আয়োজন করে। সংস্থাটি, সমগ্র দেশজুড়ে পাওয়া এক লক্ষ আবেদনকারীর থেকে শুধুমাত্র ১৫ জনকে বিশেষ পদ্ধতিতে বাছাই করে এই প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতাটি ছিল আয়োজক সংস্থার চতুর্থ সিজনের প্রতিযোগিতা। দেশে, ২০১৯ সালে প্রথমবার এই স্লিপ ইন্টার্নশিপ আয়োজিত হয়েছিল। এই প্রোগ্রামে লক্ষ লক্ষ আবেদনকারী আবেদন করেন। প্রতি বছর প্রতি সিজনে নির্বাচিত অংশগ্রহণকারীদের স্লিপ ইন্টার্ন বলা হয়। একটানা দুমাস ধরে ৯ ঘণ্টা করে নিয়ম মেনে ঘুমানোর জন্য এখানে টাকা দেওয়া হয়। এই প্রতিযোগিতায় কন্ট্যাক্টলেস ট্র্যাকার ব্যবহার করে ঘুমের মান পর্যবেক্ষণ করা হয়, আর প্রতিটি প্রক্রিয়া হয় প্রার্থীদের নিজস্ব ঘরে বসে। ভারতের বুকে ক্রমবর্ধমান ঘুমের ঘাটতির সমস্যাকে তুলে ধরতেই মূলত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এই প্রতিযোগিতার ৯.১ লাখ টাকা জিতে নেন পুণের বাসিন্দা ইউপিএসসি পরীক্ষার্থী পূজা মাধবওবহাল। দুই মাস ধরে প্রতি রাতে ৯ ঘণ্টা ঘুমিয়ে এই প্রতিযোগিতায় জয় লাভ করেছেন তিনি। উল্লেখ্য, পূজার সঙ্গে যোগ দেওয়া আরো ১৪ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগ দিয়ে পেয়েছেন ১ লাখ টাকা করে পুরস্কার। চলতি বছরের প্রতিযোগিতার চতূর্থ সিজনে প্রথম হন পূজা, তবে তিনি পরের বছর থেকে এই প্রতিযোগিতায় নাম লেখাতে পারবে না বলেই জানা গেছে। চলুন এবার জেনে নেওয়া যাক এই প্রতিযোগিতার নিয়ম এবং কীভাবে এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আবেদন করা যায়, সেই বিষয়ে বিস্তারিত।(Pune UPSC aspirant won ₹9.1 lakh by sleeping)
আরও পড়ুন: বৃষ্টির জলে ৭ ঘণ্টা থমকে বন্দে ভারত এক্সপ্রেস, দুর্ভোগে শতাধিক যাত্রী
প্রতিযোগিতার নিয়ম
এই প্রতিযোগিতায় সংস্থার তরফে ১৫ জন প্রতিযোগিকে বেছে নেওয়া হয়। টানা দুই মাস তাদের একটি ঘরে রাখা হয়। সেখানে দুই মাস ধরে টানা ৯ ঘণ্টা ঘুমোতে হয়। আর তাছাড়াও বেশ কিছু নিয়ম রয়েছে। যে প্রতিযোগী সবথেকে ভালোভাবে ওই নিয়মগুলি পালন করতে পারেন, তিনি এই প্রতিযোগিতায় জয়ী হন। এই সিজনে সেই পুরষ্কার পেয়েছেন পূজা। সারা ভারতের ১ লক্ষেরও বেশি পড়ুয়া এই প্রতিযোগিতার জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে বেছে নেওয়া হয়েছিল ১৫ জনকে। আর সেই ১৫ জনের মধ্যে ৯১.৩৬ স্কোর করে শীর্ষ পুরস্কার জিতেছেন পুনের পূজা মাধব ওয়াভাল। ইন্টার্নশিপে অংশগ্রহণকারীদের কন্ট্যাক্টলেস স্লিপ ট্র্যাকার দেওয়া হয়েছিল এবং তাদের ঘুমের মান পর্যবেক্ষণের জন্য ওয়েকফিট গদি দেওয়া হয়েছিল। এমনকি ঘুমের ওয়ার্কশপ এবং বিশ্রামের অভ্যাস উন্নত করার লক্ষ্যে তারা নানান চ্যালেঞ্জ এর মুখোমুখি হয়েছিলেন।(Pune UPSC aspirant won ₹9.1 lakh by sleeping)
আবেদনের প্রক্রিয়া
- সংস্থা তরফে জানানো হয়েছে যে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ২২ বছর বা তার থেকে বেশি হতে হবে।
- প্রতিযোগীরা কেবল একবারই এই প্রতিযোগিতায় আবেদন করতে পারবেন। পূর্ববর্তী সিজনগুলিতে আবেদন করা প্রতিযোগীরা পুনরায় এই প্রতিযোগিতায় আবেদন করতে পারবেন না।
- অসম্পূর্ণ আবেদনপত্র অর্থাৎ আবেদপত্রে যদি কোনো জায়গা ফাঁকা থেকে যায়, তবে সেই আবেদনটি বাতিল হবে।
- আবেদনপত্রে কোনো ভুল তথ্য দেওয়া থাকলে, সেই প্রতিযোগীকে প্রতিযোগিতা থেকে বাদ করে দেওয়া হবে।
- আবেদনকারীদের মেসেজ, ইমেল এবং ফোন করে প্রতিযোগিতা সম্পর্কিত নানান আপডেট দেওয়া হবে।
- বিশেষ বিষয়, ‘ওয়েক ফিট’ সংস্থার সঙ্গে যুক্ত কর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।